Study LightsStudy Lights

Blog Details

  • Home
  • Blog
  • Blog
  • নতুন মোবাইল কেনার পূর্বে যে দিকগুলো লক্ষ্য রাখা উচিৎ

নতুন মোবাইল কেনার পূর্বে যে দিকগুলো লক্ষ্য রাখা উচিৎ

মোবাইল ফোন আমদের জন্য এখন ডু অর ডাই; প্রতিনিয়ত ই আমাদের নতুন মোবাইল হ্যান্ডসেট ক্রয়ের প্রয়োজন হয় ; ঠিক তখনই বাঁধে মূল বিপত্তি ; কোন ফোন কিনবো তা নিয়ে যেন আমাদের ভাবনার অন্ত নেই; একটার ক্যামেরা ভালো তো অন্যটার র‍্যাম আজকে আপনাকে তবে আমি সে সমস্যার সমাধান দিতে যাচ্ছি ;আর আপনাকে আপনার বন্ধু কিংবা মামা গুগলের সাহায্য নিতে হবে না ; তার জন্য আপনাকে এই পুরো পোস্ট টি পড়তে হবে এবং পোস্ট টি শেয়ার করতে হবে;

মোবাইল কেনার পূর্বে আপনাকে অবশ্যই নির্বাচন করতে হবে

আপনি কি গেম খেলার জন্য মোবাইল কিনতে চাইছেন?
নাকি আপনার ফটোগ্রাফি করার শখ আছে?
নাকি আপনি day to day লাইফে ব্যাবহার করার জন্য ফোন চাইছেন?

আর দ্বিতীয়ত যেটা পরিষ্কার করা দরকার সেটা হলো budget।

আপনি কত দামের মধ্যে নতুন মোবাইল টি কিনতে চাইছেন?

1.বিল্ট কোয়ালিটি:

আপনাকে প্রথমে দেখতে হবে ফোনের বিল্ট কোয়ালিটি; দেখবেন ফোনটির সামনে ও পিছনে corning gorilla glass 5 এর protection আছে কিনা ; যার ফলে মোবাইলে স্ক্র্যাচ পড়ার সম্ভাবনা খুব কম।

2. প্রসেসর:

এর পর দেখবেন ফোনের প্রসেসর; বর্তমানে Qualcomm snapdragon এর 730 processor এবং Qualcomm snapdragon এরই 730G processor এর হিস্ট্রি ভালো ;এই 730G প্রসেসরটি একটু over clocked করা,যার ফলে এটির পারফরম্যান্স 730 এর থেকে একটু ভালো;

3. ক্যামেরা:

ক্যামেরা সেকশন এ আপনি দেখবেন তাতে কি সেন্সর রয়েছে; তার apartur কোয়ালিটি কেমন

4. ব্যাটারি:

স্মার্টফনের ক্ষেত্রে এটি খুব গুরুত্বপূর্ণ অবশ্য ই ভালো ব্যাটারী ব্যাকআপ দেখে ফোন নিবেন সে ক্ষেত্রে কিছু রিভিউ দেখে নিতে পারেন;

5. ডিসপ্লে এন্ড সিকিউরিটি:

এরপর যেটি দেখবেন ডিসপ্লে সেটি  super amoled display( যার ফলে এতে আছে ইন ডিসপ্লে ফিংগার প্রিন্ট স্ক্যানার;এছাড়া এর ভিডিও কোয়ালিটি বা গেম খেলার সময় গ্রাফিক্স ও colour খুব ই ভাল); নাকি full hd+ (স্ক্রিন এর color এর কোয়ালিটি টাও তুলনামূলক কিছুটা খারাপ)

5. সফটওয়্যার:

এরপর দেখবেন হ্যান্ডসেটির সফটওয়্যার এর ভার্সন অবশ্যই আপডেট ভার্সন নিতে চেস্টা করবেন;

6. দাম:

এবার আসি আসল কথায়, দাম। সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো হ্যান্ডসেটির মূল্য যা আপনাকে অধিকতর প্রযুক্তি সম্পন্ন আপডেটেড ফোন দিতে পারে বাজেট বেশি হলে আপনি বাজারের অতিরিক্ত কিছু ফিচার পাবেন;

 

Source: JH

আরো পড়ুনঃ অনলাইনে কেনাকাটার ক্ষেত্রে যেগুলো লক্ষ্য রাখবেন!

Leave A Comment