স্ট্যাডি লাইটস -নেটওয়ার্ক কনফিগারেশন এবং কম্পিউটার ট্রাবলশুটিং সেবাটি একজন উদ্যক্তা বা একটি প্রতিষ্ঠানের আইটি ডিপার্টমেন্টের যাবতীয় সমস্যার সমাধান করে।
আমরা স্ট্যাডি লাইটস -নেটওয়ার্ক কনফিগারেশন এবং কম্পিউটার ট্রাবলশুটিং সার্ভিসটি ক্লায়েন্টদের নিকট “আইটি সাপোর্ট” কে শুধু মাত্র একটি সেবা হিসেবেই দিচ্ছিনা বরং আমরা পুরো প্রতিষ্ঠানটির বিস্তারিত রিসার্সের মাধ্যমে, সমস্যাগুলো সনাক্ত করে তার সঠিক ও যথাযথ সেবা দিয়ে থাকি। আমরা চেষ্টা করছি প্রত্যেকটি প্রতিষ্ঠানের আইটি সমস্যা এবং আইটি নিয়ে মানুষের মনের ভয় দূর করার।
এই সেবার আওতায় কম্পিউটার ট্রাবলশুটিং, সফটওয়্যার ইন্সটলেশন ও ব্যবস্থাপনা থেকে শুরু করে সার্ভার ইন্সটলেশন, ব্যবস্থাপনা, অনলাইন নিরাপত্তা, নেটওয়ার্কিং, সিস্টেম অ্যাডমিনিস্ট্রেশন সহ যাবতীয় সেবা রয়েছে। রয়েছে পূর্ণকালীন, স্বল্পকালীন সাপোর্ট ইঞ্জিনিয়ার নিয়োগ ;