About Us
৬৮ হাজার গ্রাম বাংলার শহর উপশহরের আনাচে কানাচে স্থাপিত হয়েছে সরকারী বেসরকারী মিলিয়ে ২০০ টিরও বেশি অবহেলিত বাস্তব ও কর্মমুখী শিক্ষার ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং কারিগরি পলিটেকনিক ইন্সটিটিউট। ডিজিটাল বাংলাদেশ গড়তে ডিপ্লোমা ইঞ্জিনিয়াররা আজ দেশের হোয়াইট গোল্ড। কিন্তু তার পরেও কিনা প্রযুক্তির অন্যতম এই হাতিয়ার ডিপ্লোমা ইঞ্জিনিয়ারেরা দেশের সবচেয়ে অবহেলিত…।। প্রতিষ্ঠান থেকে প্রাতিষ্ঠানিক এবং বাস্তবমুখি শিক্ষার পর্যাপ্ত সুযোগ থেকে তারা বঞ্চিত। আমরা STUDY LIGHTS ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং তথা পলিটেকনিক ইন্সটিটিউটের শিক্ষার্থীদের মাঝে কারিগরি শিক্ষার সঠিক মূল্যবোধ পৌঁছে দিতে দৃঢ় প্রতিজ্ঞ ।
WHY YOU CHOOSE STUDY LIGHTS
প্রথমেই বলে রাখি আপনি যদি কারিগরি শিক্ষার্থী হোন তবে আমরা আপনার জন্য……।
প্রতিটা বিষয়ের অধ্যায় ভিত্তিক আলোচনাঃ
ব্লগ
আপনার সাবজেক্ট সম্পর্কিত যে কোন ব্লগ সংবাদ যে কোন স্থানে বসেই পেতে পারেন ।
প্রফেশনাল স্কিল
আপনার পেশাদারি জীবনে প্রযুক্তির বাজারে টিকে থাকতে/ উন্নতির জন্য সকল ধরনের এলিমেন্ট ,টিপ্স,সহযোগিতা আমরা দিয়ে বদ্ধপরিকর।
স্পোর্টস এবং ইভেন্ট
পড়াশোনার পাশাপাশি আপনি খেলাধুলার সকল ধরনের সংবাদ এবং ইভেন্টের সম্পর্কে জানতে পারবেন যার মাধ্যমে আপনি বিভিন্ন ইভেন্টে সহজেই অংশগ্রহন করতে পারবেন।
ই-বুকস এবং লাইব্রেরী
আপনাদের জন্য আমাদের সব থেকে ভিন্ন একটি আয়োজন আপনারা আপনাদের সকল একাডেমিক বই গুলো ই-বুক আকারে পাবেন শুধু আমাদের সাইটেই……। শুধু তাই -ই নয় আপনি আমাদের ই-বুক লাইব্রেরি থেকে ১০,০০০+ বই পড়তে ও ফ্রীতে ডাউনলোড করতে পারবেন ।
সফটওয়্যার
আপনি সিএসই কিংবা যে কোন বিভাগের শিক্ষার্থী হোন না কেন মোবাইল অ্যাপ্লিকেশনের পাশাপাশি আপনার উইন্ডোজ ,ম্যাক কিংবা ,লিনাক্সের সফটওয়্যার নিত্যদিনের ব্যবহার্য কিন্তু অনলাইন মিডিয়ার বাড়তি বিজ্ঞাপন আর ভাইরাস বা হ্যাকিং ম্যালওয়ারে আপনি অতিষ্ট আপনার জন্য আমাদের এই আয়োজন আপনি মোবাইল অ্যাপ্লিকেশন সহ কম্পিউটারের যাবতিয় সফটয়্যার পাবেন একদ্ম বিনামূল্য ।
ট্রেনিং এবং পারফরমেন্স
আপনি ৪ বছরের কোর্স শেষ করে ফেলেছেন অথচ বাস্তব(প্রাক্টিক্যাল) দক্ষতা একদম শূন্যর কোঠায়? তাহলে আমরা আছি আপনার পাশে এছাড়া আমরা প্রথম সেমিস্টার থেকে আপনাকে সঠিক গাইডলাইনের মাধ্যমে স্কিলড সম্পন্ন করে গড়ে তুলতে সাহায্য করবে STUDY LIGHTS.যার পারফর্মেন্স আপনি পরবর্তীতে প্রকাশ করতে পারবেন।
ফ্রিলান্সিং আউটসোর্সিং
ফ্রিলান্সিং নামক মুক্ত পেশাতে যদি আপনার ইচ্ছা আগ্রহ তীব্র হয় তবে STUDY LIGHTS আপনার জন্য ।
প্রাক্টিক্যাল বাস্তব ট্রেনিং
প্রয়োজনীয় বিষয়ে আপনি পাচ্ছেন প্রাক্টিক্যাল ট্রেনিং তার মধ্য……।
- Web Development
- Web Design
- Programming
- Cyber Security
- Trouble Shoot
- MS Office
- Graphics Design
- Digital Marketing
- Video Editing
- Android App Development
STUDY LIGHTS এর সকল প্রচেস্টা আপনাদের জন্য আমাদের সাথে থাকুন। আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে পাশে থাকুন সকল ভিডিও আমাদের ইউটিউব চ্যানেলে দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন বেল বাটনে ক্লিক দিয়ে রাখুন। যে কোন প্রয়োজনে আমাদের সাথে যোগাযোগ করুন। ধন্যবাদ।
OUR PARTNER










Previous
Next