Study LightsStudy Lights

Blog Details

  • Home
  • Blog
  • Blog
  • ইন্ডাস্ট্রিয়াল অ্যাটাচমেন্ট , ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং কি ? কেনো ? পর্ব-১

ইন্ডাস্ট্রিয়াল অ্যাটাচমেন্ট , ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং কি ? কেনো ? পর্ব-১

ইন্ডাস্ট্রিয়াল অ্যাটাচমেন্ট , ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং হচ্ছে internship এর অপর নাম মূল বিষয় একই ; মূলত ৪ বছর মেয়াদী সব ধরণের ডিপ্লোমা এবং বি এস সি কোর্স এর উপর Practical বিষয়ে জ্ঞান অর্জন এর জন্য একটা নির্দিষ্ট সময় যার যার Subject বা Course এর সাথে সামঞ্জস্য রেখে কোনো অফিস বা Industry তে কাজ করার নাম ই internship বা Industrial Attachment;

Industrial attachment তো বুঝলাম ! তাহলে Industrial Training কি?

শিক্ষা জীবনে যারা Diploma engineering বা B.sc Engineering এ পড়ে থাকেন তাদের ৯০% ই চাকুরী ক্ষেত্রে বিভিন্ন Technical ইন্ডাস্ট্রি যেমন Software, Web Development, Networking ইত্যাদি যেকোনো প্রতিষ্ঠানে IT Manager হিসেবে কাজ করেন বেশি আর এই সব প্রতিষ্ঠানে কাজ করার পূর্বে তাদেরকে প্রাকটিক্যাল নলেজ অর্জনের জন্য কোনো না কোনো প্রতিষ্ঠানে Internship করতে হয়; আর এই internship এর এই course টাকে বলা হয় Industrial Training;

Industrial Attachment নিয়ে অনেকেরই মাথায় অনেক ধরনের টেনশন কাজ করতে থাকে, বিশেষ ভাবে প্রধান টেনশন হলো কি নিয়ে কাজ করবো? কোথায় কাজ করবো? যেখানে কাজ করবো; সেখানেই পরে চাকুরীর ব্যবস্থা আছে কিনা; অনেকই আবার এই সময় টা বিভিন্ন Training করে থাকেন নিজের development এর জন্য; অনেকেই এটাকে খুব গুরুত্ব সহকারে দেখেন, আবার অনেকেই এই Industrial Attachment কে সঠিক গুরুত্ব দেয় না;

তাহলে কোনটা সঠিক? Industrial Attachment কে গুরুত্ব সহকারে দেখা? নাকি গুরুত্ব না দেয়া?

আমার মতে Diploma Engineering বলেন আর B. sc Engineering বলেন, এর যেকোনোটির course শেষ করার পরে একজন শিক্ষার্থীদের বাস্তব অভিজ্ঞতা কম থাকে বা একদম থাকেনা বললেই চলে আর এতে বাংলাদেশের মতো দেশে জব মার্কেটে প্রাকটিক্যাল নলেজ বা কাজের অভিজ্ঞতা ছাড়া চাকরি পাওয়া আকাশের চাঁদ হাতে পাওয়ার মতোই; আর তাই একজন শিক্ষার্থী কে চাকরি দাতাদের যাচাই করার প্রাথমিক মানদন্ড হলো এই Industrial Attachment. আর এই সময়ে একজন শিক্ষার্থীর উচিত Industrial Attachment এর সময় টাকে গুরুত্ব সহকারে দেখা;

কোন বিষয়ে করবেন?

ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং অথবা বি এস সি ইঞ্জিনিয়ারিং এ একাডেমিক পড়ালেখা শেষ করার পর অনেকেই সিধান্তহীনতায় পরে যায় যে কোন সেক্টরে কাজ করলে বা কাজ শিখলে তারা Future-এ ভালো জবের আশা করতে পারে; এই ব্যাপারে আমার পরামর্শ হলো আপনি প্রথমে সিদ্ধান্ত নিন যে আপনি নিজেকে ভবিষ্যতে কি হিসেবে প্রতিষ্ঠিত করতে চান? তারপর দেখুন মার্কেট এ আপনি নিজেকে যেই পেশার উপর তৈরী করতে চান সেই পেশায় চাকরির পাওয়ার সম্ভবনা বা চাকরির availability কেমন? তার থেকে বড় বিষয় আগামী ৫-১০ বছর পর এই পেশার অবস্থান কোথায় হবে এ বিষয়ে ধারণা নিতে হবে;

আর এতটুকু খুব সহজে ঘরে বসেই জানা যায় আর সেটা হচ্ছে বিভিন্ন জব পোর্টাল গুলোতে নিয়মিত ভিজিট করুন; আপনি হয়তো জানেন স্ট্যাডি লাইটস শুধুমাত্র ইঞ্জিনিয়ারিং শিক্ষার্থীদের জন্য আলাদাভাবে একটি জবস পোর্টাল চালু করেছে; Jobs    এই লিংক থেকে ঘুরে আসুন; তারপর আপনার পেশার জব গুলো কে শর্টলিস্ট করুন যে যে বিষয়ে জব বেশি? সেখান থেকে নিজের পছন্দের সাবজেক্ট টি চয়েস করুন; তারপর আপনার ভালো লাগার Subject টির কোন কোন বিষয়ে এক্সপার্ট হতে হবে তার একটা লিস্ট তৈরী করুন; এবং আপনার List এর উপর ভিত্তি করে Industrial Attachment এর জন্য প্রস্তুতি নিন;

কোথায় Industrial Training করবেন?

এক কথায় যে প্রতিষ্ঠান আপনার চাওয়া পূরণ করতে পারবে; তাহলে প্রথমে আপনার চাওয়াটাই ঠিক করতে হবে; ধরুন আপনি সিদ্ধান্ত নিয়েছেন Web Development এর উপর Industrial Training করবেন , প্রথমে জেনে নিন Web Developer হিসেবে ক্যারিয়ার গড়তে হলে কোন কোন বিষয়ে এক্সপার্ট হতে হবে; আবার ধরুন আপনি Network Engineer হিসেবে ক্যারিয়ার গড়তে চান সেখানে একইভাবে জেনে নিন একজন Network Engineer হিসেবে ক্যারিয়ার গড়তে হলে কোন কোন বিষয়ে এক্সপার্ট হতে হবে; তারপর যেখানে Industrial Training করবেন তাদেরকে আপনার লিস্ট ধরায় দেন; এবং তারা আপনাকে আপনার দেওয়া list এ এক্সপার্ট বানাতে পারবে কিনা? যদি হ্যাঁ হয় তাহলে নিশ্চিন্তে করতে পারেন; আর না হলে অন্য কোনো প্রতিষ্ঠান খুজুন;তবে প্রতিষ্ঠান বাছাইয়ের ক্ষেত্রে কমার্শিয়াল ট্রেনিং সেন্টার থেকে বিরত থাকার চেস্টা করুন;

আরো কিছু ব্যাপার আছে!

আরেকটা বিষয় আপনাকে মাথায় রাখতে হবে সেটা হচ্ছে আপনার ইন্সট্রাক্টর কে? অর্থাৎ যিনি আপনাকে হাতে খড়ি শেখাবেন তার ব্যাকগ্রাউন্ড কি? ব্যাকগ্রাউন্ড বলতে বুজাচ্ছি সংশ্লিষ্ট ইন্সট্রাক্টর নিজের কত বছরের কাজের অভিজ্ঞতা আছে ? কোথায় কোথায় জব করছেন? তিনি যেই বিষয়ে expert সেই বিষয়ে তার কোনো পাবলিকেশন আছে কিনা? থাকলে সেই পাবলিকেশন টা দেখুন; আরো দেখতে হবে কয়টা প্রজেক্ট করছেন? প্রজেক্ট গুলোর কোনো link বা ডেমো আপনাকে দেখাতে পারবে কিনা? এই সব কিছু পুঙ্খানুপুঙ্খ আপনাকে ভালো ভাবে দেখতে হবে;

আপনাদের প্রতিষ্ঠান কি ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং করায় ?

জি আমরা ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং করাই এক্ষেত্রে আমরা গর্বিতভাবে নিজেদেরকে সব চেয়ে যোগ্য প্রতিষ্ঠান মনে করি; কেননা ইতি পূর্বে আমাদের প্রতিষ্ঠান থেকে যারা ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং করেছেন তাদের অধিকাংশই সুপ্রতিষ্ঠিত; আমরা ততক্ষন আপনাকে প্রশিক্ষণ দিয়ে যাবো  যতক্ষণ না আপনি চাকরির জন্য শতভাগ প্রস্তুত হবেন; আর এর জন্য আমাদের আছে সর্বাধুনিক ল্যাব সুবিধ দেশের সব চেয়ে যোগ্য,আধুনিক এবং ২-১০ বছরের কাজের অভিজ্ঞতা সম্পন্ন প্রশিক্ষকরা; আর আমাদের প্রত্যেকটি কোর্স এ থাকে সর্বনিন্ম ২ টি real life project;

আপনাদের প্রতিষ্ঠান কোন কোন বিষয়ে ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং করানো হয়?

আমাদের প্রতিষ্ঠান নিম্নোক্ত বিষয়গুলোতে ট্রেনিং গুলো করানো হয়:
কম্পিউটার টেকনোলজি

*ওয়েব ডিজাইন এন্ড ডেভেলপমেন্ট
*অ্যাডভান্সড ওয়ার্ডপ্রেস ডেভেলপমেন্ট
* গ্রাফিক্স ডিজাইন
* সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন (SEO)
*ইথিক্যাল হ্যাকিং
*AWS সল্যিউশন আর্কিটেক্ট
* ডিজিটাল মার্কেটিং
*সোস্যাল মিডিয়া মার্কেটিং
*উইন্ডোজ সার্ভার কনফিগার
* ইউটিউব মার্কেটিং এন্ড গুগল অ্যাডসেন্স
*প্রফেশনাল ভিডিও এডিটিং
*কম্পিউটার অফিস এ্যাপলিকেশন
*মাইক্রোটিক কনফিগার এবং অ্যাডভান্সড নেটওয়ার্কিং
* CCNA (Routing and Switching)
*কম্পিউটার হার্ডওয়্যার এবং নেটওয়ার্কিং

কোর্স সম্পর্কে আরো বিস্তারিত জানতে ভিজিট করুন Industrial Training; কোর্স মডিউল দেখতে ভিজিট করুন-Module

 

ক্লাস গুলো কখন হয় ? সপ্তাহে কতদিন ক্লাস হয়? আর সর্বমোট কতদিনের কোর্স?

✓কোর্সের মেয়াদঃ ৩ মাস, ✓ক্লাসের সময়: সপ্তাহে ৪ দিন, ৩ ঘন্টা করে।
ক্লাশ টাইম: ৩টি শিফটে ক্লাশ করার সুযোগ (যেকোন ৩ ঘন্টা চয়েস করা যাবে)
_সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত
_দুপুর ৩টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত
_সন্ধ্যা ৬টা থেকে রাত ৯টা পর্যন্ত

√ একবার ভর্তি হওয়ার পর আপনার শেখা শেষ না হওয়া পর্যন্ত স্ট্যাডি লাইটসে পরবর্তী ব্যাচে বিনা খরচে আবারো প্রশিক্ষণ গ্রহণ করতে পারবেন;

কোর্স ফি কত?
✓✓ প্রশিক্ষণের মোট ফি : কোর্সভেদে হয়ে থাকে; তবে থাকছে স্পেশাল ডিস্কাউন্ট; এছাড়াও গরীব ও মেধাবী শিক্ষার্থীদের জন্য নূন্যতম ১০ থেকে ৪০% ছাড়ের ব্যবস্থা আছে;

♦ স্ট্যাডি লাইটসে’ই কেন করবেন ?

  • দক্ষ ও অভিজ্ঞদের নিয়ে প্রশিক্ষণ পরিচালনা করা হয়;
  • লাইফটাইম সাপোর্ট
  • ফ্রিল্যান্সিংয়ের মাধ্যমে প্লেসমেন্ট;
  •  নিজস্ব জব সেল এবং কর্মক্ষমতার উপর ভিত্তি করে চাকুরীর সুযোগ;
  • বিভিন্ন কাজে এপ্লাই করার টিপস, সিক্রেট এবং টেকনিক;
  • অনলাইন অফলাইন ক্লাসের ব্যবস্থা
  • যে কোন ক্লাসের প্রয়োজন অনুযায়ী ব্যাকআপ সাপোর্ট প্রদান;
  • ট্রেনিং শেষে পুরষ্কার এর ব্যবস্থা;
  • উচ্চ শিক্ষার জন্য ভালো বিশ্ববিদ্যালয় ভর্তির পরামর্শ;
  • দূরের ছাত্রদের জন্য আবাসিক সুবিধা;
  • কোর্স শেষে সরকার কর্তৃক অনুমোদিত সার্টিফিকেট প্রদান করা হয়;

আপনার সাথে সরাসরি কোর্সের ব্যাপারে কথা বলা যাবে?

হাঁ যাবে !  আমাদের সাথে সরাসরি ফোন এ যোগাযোগ করতে পারেন, মোবাইল: ০১৬১১ ৬৪০৫২৮ ,০১৭৭৯ ৯২৮৫১১
আর ফেসবুকেও আমাদরকে যেকোনো প্রশ্ন করতে পারেন, আমরা সর্বোচ্চ চেষ্টা করবো আপনাদের প্রশ্নের উত্তর দিতে; ফেসবুক পেইজ লিংক : https://www.facebook.com/studylights,  ফেসবুক গ্রুপ লিঙ্কঃ https://www.facebook.com/groups/studylights ইউটিউব চ্যানেলঃ www.youtube.com/studylightsofficial

Comments (2)

  • Md yousuf uddin

    July 17, 2023 - 3:55 pm

    Location কোথায়

    • jobaercse

      jobaercse

      July 17, 2023 - 6:04 pm

      আমাদের দুইটি শাখা রয়েছে একটি বনানী এবং অন্যটি উত্তরা; বিস্তারিত জানতে যোগাযোগ করুনঃ 01611640528

Leave A Comment