দুঃস্বপ্নের একদিন
উপন্যাস

By md jobaer hossain
টাকা কেন অপরাধি
মোঃজোবায়ের হোসেন
চাহিবামাত্র ইহার বাহককে দিতে বাধ্য থাকিতে হয় ।
>
টাকায় ফেলেছে জগৎকে আটকে করোনায়...!-
টাকা
মোঃজোবায়ের হোসেন
চাহিবা মাত্র ইহার বাহককে দিতে বাধ্য থাকিবে
পৃথিবীর শুরু আর শেষ সবই যেন টাকার ধাবিতে-
কৃষ্ণচূড়া
মোঃজোবায়ের হোসেন
বৈশাখী ঝড়েতে সবুজের আড়ালে, লাল রঙে সাজিয়েছে সে নিজেকে ।
টাকা
মোঃজোবায়ের হোসেন
চাহিবা মাত্র ইহার বাহককে দিতে বাধ্য থাকিবে
পৃথিবীর শুরু আর শেষ সবই যেন টাকার ধাবিতে-
বনলতা তুমি অপরাধী
মোঃজোবায়ের হোসেন
বছর কুড়ি পরে,
ধানের ছড়ার পাশে-
কার্তিকের মাসে
হৃদয়ে বেদনা-
নড়াইল এক্সপ্রেস
মোঃজোবায়ের হোসেন
নড়াইল এক্সপ্রেস
বল হাতে ছুটে চলে বেশ-
সারা গায়ে যার ইনজুরির রেশ।
রাত যখন ২টা!
মোঃজোবায়ের হোসেন
রাত ২টা গা টা ছম ছম করছে হটাৎ ঘুম ভেঙে গেল কিন্তু গতিবিধী স্বাভাবিক মনে হল না ।গা টা গরমে উতপ্ত হয়ে আছে।দুটি পা একসাথে মিলতেই আঁতকে উঠলাম ,মাথা টা প্রচন্ড ব্যথায় ব্যথিত …হঠাৎই এসবের কোন মানে বুঝলাম না ।।কিছু না বুঝবার আগেই নিজেকে পিপাসিত মনে হলো পানি পান করার প্রবল ইচ্ছে জাগলো । মাথার পাশেই থাকা টেবিলের উপরে রাখা বোতল ভর্তি পানি টেবিল থেকে পানির বোতল টা নেওয়ার জন্য হাত বাড়ানোর চেস্টা করলাম কিন্তু ভাবেই হাত তো উপরেই তুলতে পারছি না ,হাজার চেস্টার প্রচেস্টায় ব্যর্থ।।
টাকা কেন অপরাধি
মোঃজোবায়ের হোসেন
চাহিবামাত্র ইহার বাহককে দিতে বাধ্য থাকিতে হয়টাকায় ফেলেছে জগৎকে আটকে করোনায়...! মসজিদ মন্দিরে দিলে টাকা হয় দান চাকুরীজীবি মাস শেষে নিলে সেটা হয় বেতন!
জীবন চক্র
মোঃজোবায়ের হোসেন
এখনও কিছু করলাম না শুরু
এরই মধ্য পার করে ফেললাম কুড়ি!!
কি করবো জানিনা
জীবনটাই যাই কিনা বৃথা ;
কল্পনার দিশা
মোঃজোবায়ের হোসেন
দিশা তুমি আমার চোখের নেশা!
তোমায় ভালবেসে হয়েছি আমি সর্বহারা।।
দিশা তোমার মুখের হাসি
যেন মুক্ত ঝরে রাশি রাশি।।
ড্রেস পরকিয়া
মোঃজোবায়ের হোসেন
কোয়ালিটি হবে খারাপ,
চড়া তাদের দাম,
পোশাকের নাম হতে হবে
ভারতীয় সিরিয়ালের নায়িকাদের নাম….!!
হলি রমজান
মোঃজোবায়ের হোসেন
আহলান সাহলান
স্বাগত তোমায় হে রমজান;
বছর ঘুরে মুমিন মুসলমানের দ্বারে
এসেছে মাগফেরাত রহমত নাজাতের বার্তা নিয়ে!!
কেন?
মোঃজোবায়ের হোসেন
গল্প পুরো সত্য
স্যার যেন পুরাই দেশি বিদেশী এক বাক্স তথ্য!
স্যার তো নয় বেশি বয়স্ক!
তবু কেন ছাত্র-ছাত্রীরা ক্লাসে অন্য মনস্ক?
শৈশবের বেহায়পনা!
মোঃজোবায়ের হোসেন
সকাল ১০.৪৫ বাহিরে বৃষ্টি হচ্ছে, ক্লাস চলছে নামকরা এক উচ্চবিদ্যালয়ের ১০ম শেনীর ক্লাসে, শ্রেনী শিক্ষক জনাব আব্দুল হালিম বোর্ডের প্রশ্ন প্রনেতা নির্বাচিত হওয়াতে ক্লাসে অনুপস্থিত। তার না থাকাতে ক্লাসের ছাত্ররা মহাখুশি কিন্তু সব খুশিকে দন্ড দিয়ে ক্লাস নিতে এলেন কৃষি শিক্ষার শিক্ষক জনাব আজমত আলী স্যার, তার ছেলে এবং ভাতিজাও এই ক্লাসের ছাত্র। অন্য ব্যাচ থেকে এই ব্যাচের উপর শিক্ষকদের চাওয়াটা একটু বেশি,স্যার প্রথমে এসেই ছাত্র ছাত্রীদের হাজিরা নিয়ে পড়াতে শুরু করলেন।
লিজেন্ড লিও
মোঃজোবায়ের হোসেন
আজ ২৪ শে সে যুবক বত্রিশে দিয়েছে পা
কৈশর থেকেই সেই বালককে আটকানো গেল না;
মাঠে থাকলেই দেখে নেয়া যায় কি করে যে গোল হয়
কোন শক্তিতে সে যুবক যেন দমাবার পাত্র নয়
কেন?
মোঃজোবায়ের হোসেন
গল্প পুরো সত্য
স্যার যেন পুরাই দেশি বিদেশী এক বাক্স তথ্য!
স্যার তো নয় বেশি বয়স্ক!
তবু কেন ছাত্র-ছাত্রীরা ক্লাসে অন্য মনস্ক?