Study LightsStudy Lights

Blog Details

  • Home
  • Blog
  • Blog
  • অ্যাপ্লিকেশন ১০ টি মোবাইল ইন্সটাল থাকা চাই ই!

অ্যাপ্লিকেশন ১০ টি মোবাইল ইন্সটাল থাকা চাই ই!

স্মার্টফোন নেই এই শতাব্দিতে এরকম মানুষ খুঁজে পাওয়া দুঃসাধ্য বৈকি ; যে কোন সময় স্মার্টফোন আসার সাথে সাথে আমরাও স্মার্ট হয়ে গিয়েছি ; সকাল বেলা ঘুম থেকে উঠে নোটিফিকেশন রাতে ঘুমুতে যাবার আগে নোটিফিকেশন যেন আমাদের প্রতিদিনকার অপরিবর্তিত সূচি; তবে আমাদের এই অপরিবর্তিত সূচি যদি আমাদের শিক্ষা জ্ঞান আহরনে পার হয় তবে সেটা অসাধারন নয় কি আজকে কয়েকটি মোবাইল অ্যাপ্লিকেশন  এর নাম বলছি যা আপনার নলেজ সোর্সিং সহজ করে দিবে; তবে দেখুন;

যে অ্যাপ্লিকেশন গুলো আপনার ব্যবহার করা উচিৎ

Google Keep:

যে অ্যাপ্লিকেশন এর মাধ্যমে আপনি প্রয়োজনীয় নোট করতে পারবেন ;ধরুন বাসে আপনার চমৎকার একটি জোক্স মনে পরে গেল খাতা বের করার আগেই গুগল কিপে নোট করে ফেলুন।

Calc Business:

সায়েন্টিফিক ক্যালকুলেট ক্লাসে প্রতিদিন ক্যালকুলেটর বয়ে নিয়ে যেতে কার ভালো লাগে; এই অ্যাপ্লিকেশন টিতে আপনি সায়েন্টিফিকেট ক্যালকুলেটরের ফিচার গুলো পাবেন ।

DIMS:

মেডিসিন বিষয়ক বিভিন্নরকম তথ্যের সাহায্য পাওয়া যায়।

Forest:

পড়া-লেখায় টাইম মেনেজমেন্ট এর জন্য কাজ দেয়।

Medium:

টেক সম্পর্কিত বিষয়ে খুব ভালোমানের লেখা পাওয়া যায়।

Wikipedia:

এইটা সম্পর্কে কিছু বলতে হবে বলে মনে হয় না!

Droid Editor:

আপনি একজন প্রোগ্রামার তো এটি আপনার লাগবেই মানে এটি একটি কোড এডিটর।

PocketBook:

পিডিএফ ই-বুক রিডার।

Solo Learn:

প্রোগ্রামিং সম্পর্কিত কমিউনিটি এবং প্রোগ্রামিং শিখার এপ্স।

Pinterest:

পিনটারেস্ট এর অফিসিয়াল এপ্স। একে ব্লগ ও বলা যেতে পারে। যেখানে শুধুমাত্র ছবি ছারা আর কিছু পাওয়া যায় না।

Pydroid 3:

Python 3 IDE। আমি কম্পিউটার দিয়ে প্রোগ্রামিং করি। তবে অনেক সময় বাহিরে বের হলে প্রয়োজনীয় কোড বা এলগরিদম টেস্ট করার জন্য ব্যবিহার করি। খুব ভালোমানের একটি এপ্স। বলতে গেলে পুরোপুরি কম্পিউটার এর IDE এর মত কাজ করে।

VNC Viwer:

রাস্পবেরি পাই এ অনেক সময় বিভিন্ন কাজে এগুলো ব্যবহার করার জন্য এই এপ্স কাজে লাগে । এই এপ্স এর মাধ্যেমে ফোনকে মনিটর হিসেবে ব্যবহার করা যায়।

Termux:

এটি একটি লিনাক্স টার্মিনাল। আমি SSH ফানশনালিটির জন্য ব্যবহার করি। SSH ব্যবহার করে একই ওয়াই-ফাই নেটওয়ার্কে অবস্থিত রাস্পবেরী পাই কম্পিউটার কে টারমিনাল এর মাধমে ব্যবহার করা যায়।

VPN Monster:

ভিপিএন সেবা গ্রহন এর জন্য ব্যবহার করি।

Udemy:

অনলাইন ভিত্তিক বিখ্যাত প্রিমিয়াম কোর্স সাইট। এখানে বিভিন্ন বিষয়ের উপরে কোর্স করানো হয়ে থাকে।
ধন্যবাদ।

এছাড়া Lexix Audio Editor,Powerpoint,Excel,Word,Bdjobs,Quora,Buddytalk,App Block,Cam Scanner আপনার দৈনন্দিন কাজকে করে তুলবে সহজ;

Source: JH

আরো পড়ুনঃ

অনলাইনে কেনাকাটার ক্ষেত্রে যেগুলো লক্ষ্য রাখবেন!

Leave A Comment