Study LightsStudy Lights

Blog Details

  • Home
  • Blog
  • Blog
  • ফো‌নে আপনাকে নজরদারি করছে কেউ ? কিভাবে নিশ্চিত হবেন?

ফো‌নে আপনাকে নজরদারি করছে কেউ ? কিভাবে নিশ্চিত হবেন?

কখনও ভেবে দেখেছেন কি আপনার স্মার্টফোন আপনার সম্পর্কে কী কী জানে;? আপনি কোথায় যাচ্ছেন কাকে ম্যাসেজ করছেন কার সঙ্গে ফোনে কথা বলছেন কিসের ছবি তুলছেন অনলাইনে কোন খাবার অর্ডার করছেন কোন সামাজিক যোগাযোগ মাধ্যমে সময় কাটাতে বেশি পছন্দ করেন; আপনার পছন্দের মুভির ধরণ এমনকি আপনার ব্যাংকিং তথ্য সহ– এ সব কিছুই সংরক্ষিত থাকে আপনার ব্যবহৃত মোবাইল ফোনে;
ভয়ংকর হলেও সত্য যে এই সব তথ্য আপনার ফোন আপনার কাছে থাকা সত্ত্বেও চলে যেতে পারে অন্য একজনের হাতে স্টকারওয়্যারের বা স্পাইওয়্যারের মাধ্যমে; দেশের বা বিশ্বের যেকোনো প্রান্ত থেকে আপনার ফোনের এসব তথ্য দেখতে এবং সংরক্ষণ করতেও পারে ক্ষেত্রবিশেষ পরিবর্তনও করতে পারবে নিমিষেই এই ম্যালওয়ারের মাধ্যমে;

স্টকারওয়্যার কি?




স্টকারওয়্যার (Stalkerware) হলো সেকল মেলিসিয়াস সফ্টওয়্যার বা ম্যালওয়ার যা অনুমতি ছাড়াই কোনো ডিভাইসে অনুপ্রবেশ করানো হয় ডিভাইসটির মালিকে কড়া নজরদারিতে রাখতে বা তার গোপনীয় তথ্য চুরি করতে;

স্টকারওয়্যারের সাহায্যে কিভাবে নজরদারি করা হয়?




যে ব্যক্তিকে ন জরদারি করা হবে তার ফোনে স্টকারওয়্যার ইন্সটল করার মাধ্যমে সব তথ্য হাতিয়ে নেয়া হয় এবং ফোনের হতে থাকা সকল কার্যকালাপ পর্যবেক্ষণ করা হয়; কিন্তু এই স্টকারওয়্যার ইন্সটল করতে প্রয়োজন হয় ভিক্টিমের ফোনের; সেই ফোনে এক বার ইন্সটল করা হয়ে গেলে স্টকারওয়্যারের মাধ্যমে নজ রদারি রাখা যায় দেশে-বিদেশে যেকোনো প্রান্ত থেকে;
ভিক্টিমের ফোনের মাধ্যমে কাকে কল করা হচ্ছে, কোন নাম্বার থেকে কল আসছে কাকে ম্যাসেজ পাঠানো হচ্ছে কি ম্যাসেজ আসছে; ভিক্টিম কোথায় কোথায় যাচ্ছে; এমনকি সেই ফোনের ক্যামেরা ও মাইক্রোফোন ব্যবহার করে অডিও ভিডিও কল ও ব্যবহারকারীর ও আসে পাশের ছবি তোলা যায় স্টকারওয়্যারের মাধ্যমে; এগুলো করা হয় ভিক্টিমের ফোনের লোকেশন, ক্যামেরা, কল লগ, মাইক্রোফোন ও অন্যান্য সেন্সিটিভ তথ্য গ্রহণের অনুমতি স্টকারওয়্যারকে দেয়ার মাধ্যমে; এভাবেই ভিক্টিমের বিনা অনুমতিতে নজরদারি করা হয় তার প্রত্যেকটি পদক্ষেপের;

স্টকারওয়্যার মূলত কারা নজরদারির জন্য ব্যবহার করে?

যেহেতু এই সফটওয়্যার ইন্সটল করতে ভিক্টিমের ফোন কাছে থাকার প্রয়োজন হয়; তাই অধিকাংশ ক্ষেত্রেই এমন কেউ নজরদারির জন্য স্টকারওয়্যার ইন্সটল করে যে ভিক্টিমের ফোন সহজেই ব্যবহার করতে পারে; বেশিরভাগ ক্ষেত্রেই নিকট আত্মীয় ও স্বজন যেমন ভিক্টিমের স্বামী বা স্ত্রী বন্ধু সহকর্মী বাবা-মা এমনকি সিনিয়র কর্মকর্তা বা অফিসের বস স্টকারওয়্যার ব্যবহার করে ভিক্টিমের উপর অবৈধ নজরদারি করার জন্য;

ফোনে স্টকারওয়্যারের অনুপ্রবেশ কিভাবে প্রতিরোধ করবেন?

১) ফোনকে কোথায় একা ফেলে রাখবেন না; এতে করে আপনার পরিচিত বা অপরিচিত কেউই আপনার ফোনের স্টকারওয়্যার ইন্সটল করার সুযোগ পাবে না;
২) ফোনে সবসময় লক ব্যবহার করুন যেন ফোন কারো হাতে এলেও বায়োমেট্রিক প্যাটার্ন বা পিন লক থাকার কারনে ফোন আনলক করে স্টকারওয়্যার ইন্সটল করতে না পারে;
৩) ফোনের লক ও সেটিংসয়ে কঠিন পাসওয়ার্ড ব্যবহার করুন;জন্ম তারিখ নাম ফোন নাম্বার – এসব পাসওয়ার্ড হিসেবে ব্যবহার করা থেকে বিরত থাকুন;


৪) এন্ড্রয়েডের জন্য গুগলের অফিসিয়াল প্লে স্টোর ও আইফোনের জন্য অ্যাপলের অ্যাপ স্টোর ব্যতীত অন্য কোনো প্লাটফর্ম থেকে অ্যাপ ইন্সটল করবেন না;
৫) ইন্সটল করা অ্যাপ লিস্ট কিছুদিন পর পর চেক করুন; কোনো অচেনা অ্যাপ ফোনে দেখতে পেলে সেটি সাথে সাথে আনইন্সটল করে ফেলুন;
৬) এন্টিভাইরাস সফটওয়্যার ব্যবহার করতে পারেন যেগুলো নিয়মিত স্ক্যান করে আপনার ফোনে স্টকারওয়্যার বা ম্যালওয়্যারের অস্তিত্ব আছে কিনা জানান দিবে;

ফোনে স্টকারওয়্যার আছ কিনা কিভাবে বুঝবেন?




ফোনে লোকেশন ক্যামেরা কল লগ মাইক্রোফোন ব্যবহারের অনুমতি দেয়া আছে কোন কোন অ্যাপকে; সেই তথ্যগুলো পর্যবেক্ষণ করার মাধ্যমে খুব সহজেই ফোনের স্টকারওয়্যার আছে কিনা তা বোঝা যায়;
আইফোন বা আইপ্যাড ব্যবহারকারীদের এজন্য যেতে হবে ফোনের সেটিংসে;সেখান থেকে প্রাইভেসি অপশনে গেলে দেখা যাবে; কোন কোন অ্যাপ ফোনের লোকেশন কল লগ মাইক্রোফোন ও ক্যামেরা ব্যবহার করে তথ্য সংরক্ষণ বা প্রেরণ করছে;
অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের এই তথ্য গুলো দেখার জন্য সেটিংসের প্রাইভেসি অপশনের গিয়ে পারমিশন ম্যানেজার পেজে প্রবেশ করতে হবে; সেখানে আইওএস ডিভাইসগুলোর মতো দেখা যাবে কোন অ্যাপ ফোনের কোন কোন ডাটা সংরক্ষণ করছে;
ফোনের স্টকারওয়্যার অস্তিত্ব আছে কিনা তা বোঝার আরেকটি উপায় হলো ফোনের ব্যাটারির ব্যবহার পর্যবেক্ষণ; হঠাত করে ফোনের ব্যাটারি খুব দ্রুত শেষ হতে থাকলে ব্যাকগ্রাউন্ডে কোনো লুকোনো স্টকারওয়্যার সর্বক্ষণ ডাটা সংরক্ষণ ও প্রেরণ করছে বলে ধরে নিতে পারেন;

নজরদারি

Read More: আত্মহত্যা করেছেন ম্যাক্যাফি অ্যান্টি ভাইরাসের নির্মাতা

Google

রিফারবিশড ফোন কি কিভাবে তৈরী হয় ?

Leave A Comment