Study LightsStudy Lights

Blog Details

  • Home
  • Blog
  • Blog
  • ডোমেইন নেম কি?কেন রেজিস্ট্রেশন করতে হয়?

ডোমেইন নেম কি?কেন রেজিস্ট্রেশন করতে হয়?

ডোমেইন নেম কি?



ডোমেইন নেম (Domain) হলো একটি ইংরেজি শব্দ; এর বাংলা অর্থ হলো স্থান বা ঠিকানা; যা মূলত ভার্চুয়াল অনলাইন জগতে ব্যবহার করা হয়ে থাকে; তবে ডোমেইন নাম বলতে সাধারনভাবে কোন একটি ওয়েবসাইটের নামকে বোঝায়;



ধরুন আপনি ছোট করে একটি স্টার্টআপ প্রতিষ্ঠা করলেন ;পাশাপাশি তার একটি সুন্দর ও ইউনিক নাম দিলেন; যাতে করে মানুষ সহজেই বুঝতে পারে যে আপনি কি ধরনের সার্ভিস দিতে চাচ্ছেন; এত করে পরবর্তীতে কোন কাস্টমার যখন আপনার প্রদত্ত সার্ভিস নিতে যাবে তখন আপনার দেওয়া নামের মাধ্যমে সহেজেই আপনার ব্যবসা প্রতিষ্ঠান কে খুজে পাবে ;
উদাহরণ স্বরূপ বলা যায়ঃ পাঠাও/সহজ/বিকাশ এর কথা; এগুলো মূলত এক একটি বিজনেস প্রতিষ্ঠান এর নাম যা দেখে আমরা সহজেই বুঝতে পারি তারা কি ধরনের সেবা দিয়ে থাকে এবং কিভাবে মানুষজন তাদের ঠিকানা সহজেই খুঁজে পায়;
ঠিক একইভাবে অনলাইনে যে নামের মাধ্যমে আপনার বিজনেস প্রতিষ্ঠান এর ওয়েবসাইটটি মানুষজন খুজে পাবে সেটাই হলো সেই ডোমেইন নেম; যার মাধ্যমে সবাই উক্ত নাম ব্যবহার করে আপনার ওয়েবসাইটে ভিজিট করবে এবং একই সাথে প্রয়োজনীয় সার্ভিস নিতে পারবে;

যে কারণে ডোমেইন নেম রেজিস্ট্রেশন করতে হয়:

অনলাইনে যদি নিজের সার্ভিস বা বিজনেস সম্পর্কিত একটি ওয়েবসাইট প্রতিষ্ঠিত করতে চান তাহলে অবশ্যই আপনাকে একটি ডোমেইন নেম রেজিস্ট্রেশন করতে হবে।
আমরা সবাই কম বেশি পাঠাও এর নাম শুনেছি; উনারা মূলত রাইড শেয়ারিং ও কুরিয়ার সার্ভিস দিয়ে থাকে; তারা যদি আগের ট্রাডিশনাল ওয়েতে ঐ সকল সার্ভিস প্রদান করতো তাহলে এতো বড় মাল্টি মিলিয়ন কোম্পানি কখনই হতে পারতো না; তারা কোম্পানি প্রতিষ্ঠা করার সাথে সাথে অনলাইনে তাদের ডোমেইন নেম রেজিস্ট্রেশন করেছে এবং আরও দ্রুত সার্ভিস নিশ্চিত করতে ওয়েবসাইটের পাশাপাশি মোবাইল অ্যাপস তৈরি করেছে; যার ফলে কাস্টমার রা সহজেই ওয়েবসাইট এবং মোবাইল অ্যাপস এর মাধ্যমে তাদের সাথে কানেক্ট করতে পারছে এবং তাদের সার্ভিস ব্যবহার করছে;



এখন আপনিও চাচ্ছেন একটি স্টার্টআপ প্রতিষ্ঠা করতে অথবা ইতিমধ্যে করে ফেলেছেন; সেই সাথে আপনিও চাচ্ছেন আপনার প্রদত্ত সার্ভিসটিও ওয়েবসাইট এর মাধ্যেমে প্রদান করবেন; তো আপনি যদি শুধু ওয়েবসাইট বানিয়ে রাখেন তাহরে কাস্টমাররা আপনার ওয়েবসাইট কখনই খুজে পাবে না;ঠিক এ কারণেই আপনাকে একটি ডোমেইন মে রেজিস্ট্রেশন করতে হবে এবং সেই ওয়েবসাইট টি সর্বক্ষণিক চালু রাখার জন্য একটি হোস্টিং প্যাকেজ কিনতে হবে;

Leave A Comment