Study LightsStudy Lights

Blog Details

  • Home
  • Blog
  • Blog
  • প্লেস্টোরে নিষিদ্ধ ৭ অ্যাপ ! ব্যবহৃত হতো ব্যবহারকারীর ওপর নজরদারিতে

প্লেস্টোরে নিষিদ্ধ ৭ অ্যাপ ! ব্যবহৃত হতো ব্যবহারকারীর ওপর নজরদারিতে

প্লেস্টোরে নিষিদ্ধ ৭ অ্যাপ ! ব্যবহৃত হতো ব্যবহারকারীর ওপর নজরদারিতে

 

গুগল প্লেস্টোরে ‘র নিয়ম ভাঙায় সাতটি অ্যাপ সেখান থেকে সরিয়ে ফেলেছে গুগল কর্তৃপক্ষ; গুগলের সন্দেহ এসব অ্যাপ ব্যবহারকারীর ওপর নজরদারিতে ব্যবহৃত হচ্ছে;বিশেষজ্ঞরা বলেন ব্যবহারকারীর ওপর নজরদারি করে এমন অ্যাপ স্মার্টফোন থাকলে তা দ্রুত সরিয়ে ফেলা উচিত;

এখন অনেক অ্যাপ ব্যবহারকারীর ডিভাইস অবস্থানগত তথ্য ছাড়াও স্পর্শকাতর অনেক তথ্য থার্ড পার্টিকে সরবরাহ করতে থাকে। এসব অ্যাপ নিরীহ ট্র্যাকিং টুল হিসেবে মনে হলেও প্রকৃতপক্ষে তা ভয়ংকর হয়ে উঠতে পারে;



গুগলের নীতিমালা অনুযায়ী নজরদারি বা বাণিজ্যিক স্পাইওয়্যার হিসেবে ব্যবহৃত অ্যাপ গুগল প্লেতে নিষিদ্ধ; শুধু প্যারেন্টাল মনিটরিংয়ের সুবিধা দিতে পারে এমনভাবে নকশা করা বা এন্টারপ্রাইজ ব্যবস্থাপনার কাজে লাগে এমন অ্যাপ রাখা যাবে;

প্লেস্টোর থেকে সরিয়ে ফেলা অ্যাপগুলো হচ্ছে-

এমপ্লয়ি ওয়ার্ক স্পাই মোবাইল ট্র্যাকিং ফোন কল ট্র্যাকার এসএমএস ট্র্যাকার স্পাই কিড ট্র্যাকার স্পাই ট্র্যাকার ট্র্যাক এমপ্লয়িজ চেক ওয়ার্ক ফোন অনলাইন স্পাই ফ্রি;



অ্যান্টি ভাইরাস নির্মাতা প্রতিষ্ঠান অ্যাভাস্ট এ অ্যাপগুলোর কার্যক্রম পরীক্ষা করে নজরদারির প্রমাণ পেয়েছে; অ্যাভাস্টের এক ব্লগ পোস্টে বলা হয়েছে ব্যবহারকারীকে বিভিন্নভাবে ট্র্যাক করে তাঁকে বিরক্ত করে এসব অ্যাপ; এসব অ্যাপের বেশির ভাগই রাশিয়ার ডেভেলপারদের তৈরি;

অ্যান্ড্রয়েড স্মার্টফোন থেকে দ্রুত এসব অ্যাপ আনইনস্টল করার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা; এখন পর্যন্ত ১ লাখ ৩০ হাজারবার ডাউনলোড হয়েছে অ্যাপটি;



স্মার্টফোনে প্লেস্টোরে থেকে এসব অ্যাপ ইনস্টল আছে কি না, তা দেখতে সেটিংস থেকে ‘অ্যাপস অ্যান্ড নোটিফিকেশন’ অপশনে যেতে হবে। সেখানে থাকা তালিকা থেকে অপ্রয়োজনীয় অ্যাপ আনইনস্টল করতে পারবেন;

এছাড়া আপনার ব্যবহৃত স্মার্টফোনের মাধ্যমে নানান পদ্ধতিতে নজরদারিতে পড়তে পারেন; আমাদের পূর্ববর্তী আর্টিকেলে আমরা এই বিষয়ে আলোচনা করেছি যার লিঙ্ক নিচে সংযুক্ত করা রয়েছে পরে নিবেন ;

সোর্সঃ গুগল

Read more:

ফো‌নে আপনাকে নজরদারি করছে কেউ ? কিভাবে নিশ্চিত হবেন?

আত্মহত্যা করেছেন ম্যাক্যাফি অ্যান্টি ভাইরাসের নির্মাতা

Leave A Comment