Study LightsStudy Lights

Blog Details

  • Home
  • Blog
  • Blog
  • রিফারবিশড ফোন কি কিভাবে তৈরী হয় ?

রিফারবিশড ফোন কি কিভাবে তৈরী হয় ?

রিফারবিশড ফোন- এই নামের সঙ্গে অনেক স্মার্টফোন ইউজারই আজ পরিচিত; নতুনদেরই জানার আগ্রহ থাকে এই বিষয় সম্পর্কে, সাধারনত অনলাইন মার্কেটে এটা বেচা কেনা বা দেখে থাকবেন;কারণ, অনলাইনেই এরকম ফোন বেশি সেল করা হয়; আপনি খেয়াল করে দেখবেন যে একটা দামি ফোন বা একটি ফোনের মার্কেট প্রাইজের চেয়ে ; অনলাইনে রিফারবিশড ফোনের দাম ৫০% বা এর চেয়ে বেশি কম দাম হয়ে থাকে;এইসব দাম দেখে আপনিও কখনো সন্দেহ করবেন, যে এগুলো আসলে নকল স্মার্টফোন বা ক্লোন স্মার্টফোন কিনা; এটা ভাবাই স্বাভাবিক ব্যাপার; কারণ, ফোন নকল না হলে এত কম দামে দেওয়া সম্ভব নয়; কিন্তু আপনার এই ধারনা সঠিক নয়; রিফারবিশড ফোন মানেই নকল ফোন বা ক্লোন স্মার্টফোন নয়;

উদাহরন স্বরুপ মনে করুন,

আপনি একটি মোবাইল ফোন কিনেছেন কয়েক মাস আগে ; এখন আপনার স্মার্টফোনটির সাথে ১ বছরের সার্ভিস এবং রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পেয়েছেন;  অতঃপর আপনি কিছুদিন ব্যবহার করার পরে সেই ফোনে কিছু একটা সমস্যা দেখা দিল; এখন সেই স্মার্টফোনটিকে সেই কাংখিত শপে নিয়ে গেলেন,এবং স্মার্টফোনটি ঠিক না করে আপনি রিপ্লেসমেন্ট অর্থাৎ বদলি করে দিতে দাবী করলেন; যেহেতু আপনাকে ১ বছরের সার্ভিস গ্যারেন্টি দিয়েছে, সেই স্মার্টফোন কোম্পানিরা ফোনটি ঠিক করে দিতে পারলেও আপনাকে রিপ্লেস করে দিতে তারা বাধ্য; এখানে একটি কথা হলো আপনি যে নষ্ট বা সমস্যাযুক্ত ফোনটি তাদের দিয়েছেন সেটাকে তারা কি করবে?

এখন তারা একটা কাজই করতে পারে সেটা হলো আপনার ফোনে যেসকল সমস্যা বা ক্ষতি ছিলো সেটা রিপেয়ার করে আবার সেল করতে পারে;যদি এমন করা হতে থাকে আপনার ফোনটির সাথে তাহলে আপনার ফোনটি এখন রিফারবিশড ফোন হিসেবে গননা করা হবে;অর্থাৎ এগুলো ফোন হচ্ছে ইউজড স্মার্টফোন যেগুলোর প্রবলেম রিপেয়ার করে আবার সেল করা হচ্ছে; এখন আপনি যেনে শুনে এইসব ফোন কিনতে চাইবেন না, তাই এই কারনে এসব স্মার্টফোনের দাম একটি নতুন স্মার্টফোনের থেকে অনেক কম হয়;এখন ফোনটি ক্লোন বা নকল ফোন হয়ে যাচ্ছে না, তারা শুধু অরিজিনাল ফোনটিকে রিপেয়ার করে বা ভিতরের পার্টসগুলি চেঞ্জ করে আবার সেল করছে;আর সেই ফোন গুলিকে রিফারবিশড স্মার্টফোন বলা হয়ে থাকে।

পরবর্তী পোস্টে পাবেন রিফারবিশড ফোন  সুবিধা অসুবিধা তাই পরবর্তী পোস্ট টি পেতে এখন এ সাইট টি সাবস্ক্রাইব করুন;

আরো পড়ুনঃ সফটওয়্যার ক্রাক বন্ধ করা যায় কি?

Source: google

Leave A Comment