Study LightsStudy Lights

Blog Details

  • Home
  • Blog
  • Blog
  • ডিপ্লোমার সার্টিফিকেট/কাগজ পত্র হারিয়ে গেলে কিভাবে ফিরে পাবেন?

ডিপ্লোমার সার্টিফিকেট/কাগজ পত্র হারিয়ে গেলে কিভাবে ফিরে পাবেন?

বর্তমান ঢাকা শহরে যে অবস্থা তাতে আপনি আমি যে কোন সময় হারিয়ে যেতে পারি কিংবা চুরি হয়ে যেতে পারি; সেখানে আমাদের সার্টিফিকেট বা অন্য দরকারি কাগজ পত্রের কথা না হয় বাদ ই দিলাম; মেনে নিলাম আপনি খুব সতর্ক একজন পারসন আপনার ডকুমেন্ট আপনি খুব গুরুত্ব সহকারে বহন করেন; কিন্তু তারপরও কোন এক্সসিডেন্টলি এমন দুর্ঘটনার মুখোমুখি হলে কি করবেন? অবশ্যই অধীনস্থ বোর্ড থেকে তুলে আনবেন তাই না; ধরে নিলাম আপনি জেনারেল ক্যাটাগরির স্টুডেন্ট না সে ক্ষেত্রে কি করবেন? যদি আপনি পলিটেকনিক কিংবা কারিগরী শিক্ষা বোর্ডের আওতাধীন কোন প্রতিষ্ঠানে পড়াশোনা করে থাকেন তো; আপনি যেহেতু কারিগরি বোর্ডের আওতায় পড়াশোনা করেছেন বোর্ডের কি হাল পড়ার সময় ই দেখেছেন তাই না; তাহলে আপনার কোন দরকারি ডকুমেন্ট হারিয়ে গেলে সেটা কিভাবে সেটা ফিরে পাবেন সে বিষয়ে আজকের এই ব্লগ; আবার অনেক সময়  মার্কসিট বা সার্টিফিকেট এর প্রক্সি প্রয়োজন হয় কারন ডিপ্লোমা রেজাল্টের ৬-৭ মাস পরে আপনার মার্কসিট বা সার্টিফিকেট প্রতিষ্ঠানে পৌছায় ;

যা আপনার একটা ভোগান্তি আজকের এই ব্লগ আপনাকে এই ভোগান্তি থেকে ও মুক্তি দিবে আশা রাখি;নিচে দেখুন একটি ফরমের ছবি দেওয়া আছে আগে চিত্র টি ভালো করে লক্ষ করুন

তারপর বিস্তারিত পড়ুন;

সার্টিফিকেট

জী উপরোক্ত ফরমটি আপনার লাগবে; তার পূর্বে আপনাকে যেগুলো করতে হবে সেটা আগে জেনে নিন যদি আপনার সার্টিফিকেট যে কোন দুর্ঘটনায় বা যে কোন কারনে হারিয়ে গিয়ে থাকে তাহলে সর্বপ্রথম আপনাকে উপরের ফরম টি লাগবে আবেদন ফরমটি আপনি সরাসরি বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের ১০১ নং রুম থেকে সংগ্রহ করতে পারবেন,আপনি আপনার প্রতিষ্ঠান থেকেও সংগ্রহ করতে পারবেন অথবা কারিগরি বোর্ডের ওয়েবসাইট অথবা আমাদের স্ট্যাডি লাইটসের ওয়েবসাইট থেকে ডাউনলোড করতে পারবেন যার লিংক নিচে পাবেন; ফরম টি সংগ্রহ করে ফরমের সকল তথ্য পূরনের পর ব্যাংক ড্রাফট করতে হবে তার জন্য আপনাকে বোর্ডের ১০১ নং রুম থেকে ব্যাংক ড্রাফট কপি নিয়ে সোস্যাল ইসলামী ব্যাংকে টাকা জমা দিতে হবে কিন্তু কত টাকা দিবেন বোর্ড নির্ধারিত ফি হচ্ছে সাধারন বা ১৫-১ মাসের ভেতর সার্টিফিকেট টি পেতে ২০০ টাকআ,জরুরি কাজের জন্য বা ৩-৭ দিনের ভেতর পেতে ৫০০ টাকা এবং অতি জরুরী বা ১ দিনেই পেতে ৭০০ টাকা ব্যাংক ড্রাফট করতে হবে ;

এ ক্ষেত্রে লক্ষনীয় আপনার আবেদন পত্রে আপনার প্রতিষ্ঠান প্রধানের সাক্ষর এবং আপনার ছবি টি প্রতিষ্ঠান প্রধান দ্বারা সত্যয়িত হতে হবে; সমস্ত প্রক্রিয়া শেষে বোর্ডের ১০১ নং রুমে জমা দিলে আপনার আবেদন প্রেক্ষিতে সময়মত পেয়ে যাবেন;

ফরম লিংকঃ Click here

Source: BTEB

আরো পড়ুনঃ ডিপ্লোমার সার্টিফিকেট /কাগজ নামের বানান ঠিক করবেন যেভাবে?

Leave A Comment