Study LightsStudy Lights

Blog Details

  • Home
  • Blog
  • Blog
  • আপনি জানেন কি তাজমহল উধাও হয়েছিল কেন?

আপনি জানেন কি তাজমহল উধাও হয়েছিল কেন?

আপনার হয়তো জানা নেই পৃথিবীর অন্যতম নিদর্শন আগ্রার তাজমহল যা সম্রাট তার স্ত্রী কে ভালোবেসে তৈরী করেছিলেন প্রতিদিন কত না কত পর্যটক আসে একনজর দেখতে; কানাডার প্রধান্মন্ত্রী জাস্টিন ট্রুডো থেকে শুরু করে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারতে এলে কে একবার ঘুড়েতে আসেন না এখানে কিন্তু এই তাজমহল নিয়ে আপনাকে আমি এমন একটি তথ্য দিব যা আপনি জানেন না! আর তা পড়লে আপনি চমকে উঠবেন—–

সময় তখন ৪ নভেম্বর ২০০০ পি.সি. সরকার জুনিয়র নামে এক বিখ্যাত ম্যাজিশিয়ান আগ্রার আস্ত তাজমহলটাকে ২ মিনিটের জন্য অদৃশ্য করে দিয়েছিলেন!

হ্যাঁ।শুনতে অবিশ্বাস্য মনে হলেও,এটাই সত্যি ;পি.সি.সরকাররের সেরা ম্যাজিক, বড় আকারের বস্তুগুলি অদৃশ্য করা।তাজমহল অদৃশ্য করা ছাড়াও তিনি কলকাতার ৩০০ তম বার্ষিকী উপলক্ষ্যে ভিক্টোরিয়া মেমোরিয়ালটি অদৃশ্য করেন। এবং ১৯৯২ সালে ভারতে বর্ধমান জংশনে এক বিশাল জনসাধারণের সামনে যাত্রীদের পূর্ণ ট্রেন অদৃশ্য করেছেন।

আসলেই বিষয়টি অবাক করার মত কিন্তু এগুলো পিসি করেছিলেন!

কিভাবে করেন সেটা আজ পর্যন্ত রহস্যজনকই বটে।ম্যাজিক বলে কথা,রহস্য তো থাকবেই।

পি.সি. সরকার, জুনিয়র (পুরো নাম
প্রদীপ চন্দ্র সরকার) (জন্ম ৩১ জুলাই ১৯৪৬ সাল) একজন কলকাতা , পশ্চিমবঙ্গ ,
ভারতে অবস্থিত একজন ভারতীয় জাদুকর। মায়াজাল বা জাদুবিদ্যায় তিনি বিশ্বজুড়ে খ্যাতি অর্জন করেছেন। তিনি বিখ্যাত ভারতীয় জাদুকর
পি.সি.সরকারের দ্বিতীয় পুত্র। তিনি মার্লিন পুরস্কার লাভ করেন।তার দলের নাম “ইন্দ্রজাল”।

ধন্যবাদ।

তথ্যসূত্রঃ উইকি

আরো পড়ুনঃ পৃথিবীর কোন দেশে কত মসজিদ? কোন দেশে সবচেয়ে বেশি?

Leave A Comment