Study LightsStudy Lights

Blog Details

  • Home
  • Blog
  • Blog
  • ডিপ্লোমার সার্টিফিকেট /কাগজ নামের বানান ঠিক করবেন যেভাবে?

ডিপ্লোমার সার্টিফিকেট /কাগজ নামের বানান ঠিক করবেন যেভাবে?

নাম আমাদের পুরো পরিচয়টি বহন করে; একটি সার্টিফিকেট কিংবা মার্কসিট আপনাকে ফেলতে পারে বিপদে সার্টিফিকেটে আপনার নাম দ্বারাই  প্রকাশিত হয় এটা আপনার; শুধু আপনার নয় অনেক ক্ষেত্রে আপনার বাবা মার নামের বানান ভূলের কবলে পড়ে; আপনার মূল্যবান সার্টিফিকেট যার জন্য সরকারী চাকুরী, বিদেশ ভ্রমনে আসে বাধা একটা সার্টিফিকেট এক নামে তো অন্যাটা অন্য নামে গ্যারাকলে তো পড়বেনই ।জেনারেলে পড়া একজন শিক্ষার্থী খুব সহজেই সার্টিফিকেট টি সংশোধন করে নিতে পারেন ; ঝামেলা যত সব আমাদের কারিগরি বোর্ড নিয়ে আমরা জানি ই না কীভাবে সার্টিফিকেটের নাম সংশোধন করতে হয় ; গুগল মামার হেল্প নিলেও মামা আমাদের হেল্প করতে চান না ; আজকে আমরা জানবো কিভাবে সহজেই সার্টিফিকেটের নামের বানান ঠিক করতে পারি; সে জন্য আপনাকে যা করতে হবে;

 

রেজিস্ট্রিশন কার্ড

আপনাকে আপনার ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং অথবা কারিগরি বোর্ড সংশ্লিষ্ট শিক্ষাক্রমের যেকোন দরকারী ডকুমেন্টের সংশোধন করতে হলে অবশ্যই বোর্ডে উপস্থিত থাকতে হবে; আপনাকে যদি আপনার সার্টিফিকেট সংশোধন করতে হয় তার জন্য সর্বপ্রথম আপনাকে আপনার রেজিস্ট্রিশন কার্ডের সংশোধন আনতে হবে; তার জন্য আপনাকে যা করতে হবে কারিগরী শিক্ষা বোর্ডে গিয়ে ১০১ নং রুম থকে অথবা আপনার পলিটেকনিক থেকে ফরম সংগ্রহ করতে হবে; যেখানে আপনার প্রতিষ্ঠান প্রধানের সাক্ষর থাকবে; আবেদন ফরমের জন্য আপনাকে সোস্যাল ইসলামী ব্যাংকে ব্যাংক ড্রাফট করতে হবে জরুরি কাজের জন্য ৫০০ টাকা যা ৩-৭ দিন সময় লাগবে ; অতি জরুরী যা একদিনে পাবেন ৭০০ টাকা এবং সাধারন ২০০ টাকা যা কবে পাবেন বোর্ড নিজেই জানে না ; আবেদন ও ব্যাংক ড্রাফট কপি জমা দিলে নির্ধারিত সময়ের মধ্য সংশোধিত রেজিস্ট্রিশন কপি পেয়ে যাবেন।

অ্যাডমিট কার্ড

আপনার রেজিস্ট্রিশন কার্ডটি সংশোধিত হয়ে গেলে আপনাকে আপনার অ্যাডমিট কার্ডটি সংশোধন করতে তার জন্য আপনাকে পূর্ব নির্ধারিত একই কাজ করতে হবে আবেদন পত্র ব্যাংক ড্রাফট এবং জমাদান অবেশেষে প্রাপ্তি;

 

সার্টিফিকেট

Image result for diploma certificate bteb

রেজিস্ট্রিশন কার্ড অ্যাডমিট কার্ড যদি আপনি সংশোধন করে থাকেন ;তবে আপনি খুব সহজেই আপনার সার্টিফিকেটে নামের বানান বা জন্ম তারিখে ভুল ঠিক করতে পারবেন; তার জন্য আপনাকে পূর্বের ন্যায় ফী জমা দিয়ে আবেদন পত্রের সাথে বোর্ডের ১০১ নং রুমে জমা দিতে হবে; যা আপনার ফি প্রদানের ভিত্তিতে পেয়ে যাবেন;

আরো পড়ুনঃ প্রকাশিত হলো ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং এর একাডেমিক ক্যালেন্ডার !

Source: Bteb

Comments (9)

  • md sihab

    January 12, 2021 - 4:58 am

    আমার নাম ও আমার বাবার নাম সংশোধন করতে চাই। আমার Jsc,Ssc তে ও ভুল। যেগুলোর কাজ শুরু করবো। এর পর bteb.কিন্তু আমার প্রশ্ন হচ্ছে সাধারণ বোর্ডে তো নাম সংশোধনর জন্য নোটারী ও পত্রিকায় বিজ্ঞাপন দেয়ার প্রয়োজন হয়। ডিপ্লোমা তে কি এগুলো লাগে? যদি একটু জানাতেন।

  • Md Abdullah

    September 14, 2021 - 9:15 am

    Amar bate of brith bul

    • jobaercse

      jobaercse

      September 30, 2021 - 1:57 pm

      কোথায় আপনার জন্ম তারিখ ভূল হয়েছে স্যার?

  • Shahidul islam

    November 24, 2021 - 3:11 pm

    amar nam bul asce to ami ki korte pari?

  • Shahidul islam

    November 24, 2021 - 3:15 pm

    আমার কম্পিউটার সার্টিফিকেট সংশোধন করতে হবে। এখন আমি কি ভাবে সংশোধন করবো?

  • MD.

    December 4, 2021 - 10:49 am

    ডিপ্লোমা আর করিগরি কি একই?

    • jobaercse

      jobaercse

      December 22, 2021 - 7:05 am

      ডিপ্লোমা কারিগরির একটি শাখা;

  • জয়

    May 23, 2022 - 12:05 pm

    আমি আমার নাম সংশোধন করবো। কিন্তু আমি ফর্মের ফি নিয়ে একটু কনফিউজড। আমার রেজিস্ট্রেশন ও প্রবেশ পত্রের প্রতি পর্বের জন্য কি আলাদা আলাদা টাকা দিতে হবে???

  • asik

    September 5, 2022 - 8:55 am

    আমার এস এস সি (কারিগরি) ও ডিপ্লোমা (চলমান শিক্ষার্থী) সার্টিফিকেট এ বাবার নাম সম্পূর্ন পরিবর্তন করতে চাই। এক্ষেত্রে কি করতে হবে?

Leave A Comment