Study LightsStudy Lights

Blog Details

  • Home
  • Blog
  • Blog
  • সবাই গ্রাজুয়েট বেকার কি করবেন আপনি…।? নিয়ে নিন দুরন্ত সমাধান

সবাই গ্রাজুয়েট বেকার কি করবেন আপনি…।? নিয়ে নিন দুরন্ত সমাধান

প্রতি বৃহস্পতিবার চট্রগ্রাম, রাজশাহী, সিলেট, বরিশাল,খুলনা সহ সারাদেশ থেকে ঝাকে ঝাকে সপ্ন আসে রাতের ট্রেনে চড়ে। একটা চাকরি মানেই মায়ের সপ্ন পূরন, একটা চাকরি মানেই বাবার শাসন ভরা সুখের আস্ফালন। একটা চাকরি মানেই ভিজিটিং কার্ডে নামের নিচে ছোট করে পদবি লেখা, একটা চাকরি মানেই অপেক্ষার থাকা প্রেয়সীর নতুন সপ্ন।
সবাই গ্রাজুয়েট বেকার কি করবেন আপনি…।
যে স্বপ্নকে সামনে রেখে  রাত জেগে পড়াশোনা করেছি কিন্তু কিছুতেই চাকরির অংকটা মিলাতে পারছিনা।
কি হবে আমাদের,  আমরা কি তাইলে এই হতাশা নিয়ে দিনের দিনের পর দিন দুঃখের গ্লানি নিয়ে বেচে থাকব??
না না। আসলেই না। যদি আমার একটা ল্যাপটপ থাকে, আমি যদি টাইপ করতে পারি, যদি আমার ভিতর  সপ্নপূরনের নেশা থাকে আমি পারব।
কিন্তু সেটা কিভাবে,,
ফ্রিলান্সিং।  হ্যা ফ্রিলান্সিং।কি আজব বা গুজব মনে করছেন। না সেরকম না। আচ্ছা বলেন তো?
নিজে কিছু পারা আর করার মধ্যে অসাধারণ একটা ভালো লাগা কাজ করে। এই জন্য আপনাকে ফ্রিল্যান্সিং এ আসতে হবে। তার নিজেই আমার মতো অন্যকে বোঝাবেন।এখন প্রশ্ন হলো কি করব,  কিভাবে পারব, আমার কি করতে হবে?
ফ্রিল্যান্সিং কিঃ ফ্রিল্যান্সার হলো এমন একজন ব্যাক্তি যিনি কোন কোনো নির্দিষ্ট প্রতিষ্ঠানের সাথে কোনো প্রকার চুক্তি ছারাই স্বাধীনভাবে কাজ করে থাকে।
যদি আরো ক্লিয়ার করে বলি, ফ্রিল্যান্সার হলো মুক্ত ও স্বাধীনচেতা একজন।  জিনি বিভিন্ন  প্রতিষ্ঠানের হয়ে দক্ষতা অনুযায়ী কাজ করে থাকেন।যে যে ক্যাটাগরিতে কাজ করতে  পারবেনঃ-



*গ্রাফিক ডিজাইন
*ডিজিটাল মার্কেটিং
*রাইটিং এবং ট্রান্সলেশন
*প্রোগ্রামিং ও টেক।
*ওয়েব ডিজাইন এবং ডেভেলপমেন্ট

সহ অনেক সহজ কাজ রয়েছে।
আমরা পরবর্তী ব্লগ এ বিস্তারিত আলোচনা করব।তাই  বলতে চাই, ঘরে বসে লূডু আর গেম খেলে দিন শেষ না করে আপনার পছন্দের কাজটি বেছে নিন।
কারন সময় আপনার হতাশা বাড়বে। স ম য়টা কে কাজে লাগান। দেখবেন লাইফটা আসলেই সুন্দর।পরবর্তী পোস্টে সঠিকভবে  কিভাবে সময়কে কাজে লাগিয়ে একজন সফল ফ্রিল্যান্সার হবেন লেখার চেষ্টা করব ইনসাল্লাহ। চোখ রাখুন Study Lights ব্লগ পেজ। আপনি যখন শিখতে চান Study Llights তখনই প্রস্তুত।

লেখা-

বি এম রহিম



Comments (2)

  • Bm

    October 5, 2019 - 4:26 pm

    Thanks for share

  • Bm

    October 6, 2019 - 8:06 am

    Thanks

Leave A Comment