Study LightsStudy Lights

Blog Details

  • Home
  • Blog
  • Blog
  • ইঞ্জিনিয়ারিং পড়ে ভূল করলাম কেন? ইঞ্জিনিয়ার এর প্রশ্ন !!

ইঞ্জিনিয়ারিং পড়ে ভূল করলাম কেন? ইঞ্জিনিয়ার এর প্রশ্ন !!

ইঞ্জিনিয়ারিং পড়ে ভূল করলাম কেন?

স্বপ্ন ছিলো অনেক বড়.. ; নামের আগে লেখা থাকবে ইঞ্জিনিয়ার..; গ্রামের বাড়িতে হাঁটার সময় এলাকাবাসী আমাকে দেখে গর্ব করে বলবেন ছেলেটা এত অল্প বয়সেই এতদূর পৌছেছে মাশআল্লাহ..; একজন ডিপ্লোমা ইঞ্জিনিয়ার আর কি চায়…? একটা ভালো চাকরী….? একটা ভালো স্ত্রী …; হ্যাঁ এমনটিই চাই তবে সেটা ইঞ্জিনিয়ারিং শুরুর আগে ডিপ্লোমাতে ভর্তী হবার ৬ মাসের মাথায় সব স্বপ্ন ইলশে গুড়িতে পরিনত হবার মতই….; সকল ধারনা ভূল প্রমানিত হয় শুধু আফসোস করতে থাকে কি করলাম হায় কি করলাম…; হতাশা ক্রমান্বয়ে দ্বিগুন হতে থাকে.; একদিকে যেমন পরিবারের মুখে হাসি ফুটতে শুরু করে ছেলেটা আর কিছুদিন পরেও নিজের পায়ে দাঁড়াবে আর অন্যদিকে নিজেকে মারিয়ানা স্ট্রেঞ্জের ভেতরে গভীরে থাকা একটা কীট মনে হয়….; ইঞ্জিনিয়ারদের এতো চাকরী অথচ আমি একজন হতাশ বেকার…; কিন্তু কেন…….? আপনি তো এটা জেনেই ভর্তী হয়েছিলেন ডিপ্লোমা করলে সহজেই চাকরী মেলে বেকারত্বের অবসান ঘটে তাহলে আপনি কেন বেকার….?? আপনার উত্তরটা আমার জানা কিন্তু ভাইবা কিংবা ইন্টারভিউ বোর্ডে আপনার এই উত্তর যুক্তি খাটবে….???

আচ্ছা আপনার সিজিপিএ কত…..?

২? ২.৫০?৩…? এর বেশি না তাইনা? আপনার উত্তর পলিটেকনিক শিক্ষা ব্যবস্থা আপনাকে এমন বানিয়েছে…..! আসলেই…? ধরুন কিছুক্ষনের জন্য মেনে নিলাম আপনার সার্টিফিকেট ধোয়া পানিতে কেউ স্বর্গীয় স্বাদ নিবে না; ধরুন আপনি কম্পিউটার সাইন্সের স্টুডেন্ট তো আপনাকে প্রশ্ন করা হলো সবচেয়ে বেশি কোন ক্লাসের আইপি ব্যবহৃত হয় আপনি উত্তরটা পারলেন কিন্তু যখন আপনাকে যখন সেইম একই প্রশ্নটা একটা পিসির সামনে বসিয়ে বলে ক্লাস সি এর আইপি সবচেয়ে বেশি ব্যবহৃত হয় রাইট কেন ব্যবহৃত হয় সিডিআই থেকে সাবনেট নেটওয়ার্ক হোস্ট অাইডি বের করে সেটআপ করুন..; আপনি পারেন না কেন…? আগেই ধরে নিয়েছিলাম আপনার রেজাল্ট খারাপ হয়েছে পলিটেকনিক শিক্ষাব্যবস্থার কারনে তাহলে আপনি স্কিলড হন নি কেন…? আপনি সহজেই ক্যারিয়ার বিল্ডআপ করতে ডিপ্লোমা তে আসলেন ৪ বছরের চেস্টায় এক আইপি ভার্সন ৪ -৬ এর ব্যবধান করতে পারেন নি কেন……??? আপনার কি ইন্টারনেট ছিলো না ক্লাস শিক্ষক ছিলো না…..?/??????? উপরের লেখা গুলো একজন সিনিয়র হিসাবে লিখলাম এবার উত্তর দেবার চেস্টা করি এবার আমি আপনার পক্ষে As a Diploma Enginner.. কারিগরি শিক্ষা নিলে বেকরত্ব থেকে মুক্তি মেলে..! কথাটা সত্য কিন্তু মিথ্যা.! বুঝলেন না বাজার থেকে আজকে একটা বই কিনবেন How To Ride a bicycle…. ;

বলুন বইটি কতদিন পড়ে সাইকেল চালানো শিখবেন…..?

জিন্দেগী পার করলেও পারবেন না ডিপ্লোমার ইংরেজি বইতে এ বিষয়ে একটা চ্যাপ্টার আছে আদিব অ্যান্ড রাগিব মে বি…! আপনাকে গরুর রচনা বলতে বললে দুইবার পড়ে বলবেন গরুর দুইটা চোখ আছে চারটি পা আছে ব্লা ব্লা ব্লা…; কিন্তু যদি বলি গরু এঁকে দেখান তাহলে কি দুইবার পরে আঁকতে পারবেন…? ডিপ্লোমা তে সেমিস্টার ৮ টি ৪ বছর! ছয় মাসে ৬-৭ টি বই থাকে…;৬ মাসের ৬০ দিন বন্ধ থাকে; স্যারের ভালোলাগে না ৩০ দিন; কলেজ ফাংশন এও মিলিয়ে ক্লাস হয় সেমিস্টারে ৩০ দিন কি পড়ান একজন পলিটেকনিকের স্যার…..? বই দেখে রিডিং দ্যাটস অল বিরক্তিকর এর থেকে বেশি কিছু….?? আমার রেজাল্ট কেন খারাপ হবে না……? আমার সেমিস্টার ফাইনালে লেখা খাতার স্ক্রিপ্ট গুলো যাচাই করে কে কোন শিক্ষক নাকি স্যারের ছাত্র……..????? স্যারের ছাত্র দেখেন আর স্যার বলে দেন যার হাতের লেখা খারাপ এই তেখে নাম্বার দিও….! এমন ঘটনা কম ঘটেনি পরিক্ষা না দিয়েও অনেকে পাশ করেছে….!!! আমি শিক্ষকদের দোষারোপ করছি না, ২টা শিফটে একজন শিক্ষক যখন বিনা বেতনে ক্লাস করাবেন তার বিরক্তি অভিব্যক্তি অস্বাভাবিক নয়….. ;

রেজাল্ট ডাসেন্ট ম্যাটার……….

তাই শিক্ষকদের টপিক বাদ দেই…. কারগরি মানে হলে বাস্তব…; উপরে বলে আসছি গরু আঁকতে হলে সাইকেল চালানো শিখতে হলে আপরানে বাস্তবে সেটা দেখা লাগবে; কারিগরি শিক্ষাটাও ঠিক একই রকম; প্রাক্টিক্যাল বেশি নজর দিতে হবে কিন্তু কলেজে কি প্রাক্টিক্যাল শেখায়…!? তাহলে মুক্তি মিলবে কি করে…? বেকারত্বের বোঝা নিয়েই ইঞ্জিনিয়ার হতে হবে…; পলিটেকনিকের কম্পিউটারের ভার্সন ওহ নো…. ; বেশিরভাগ শিক্ষকই প্রাক্ট্যাক্যালি অদক্ষ…. ; তারা ল্যাবের বদলে অ্যাসাইনমেন্ট করায় হাইস্যকর!! অনেকের কাজ শেখার আগ্রহ থাকে কিন্তু সঠিক ডিসশনে পৌছাতে পারে না কি শিখবো কি শিখবো হা হুতাশ করে; তারপরও কোন একটা ডিসিশনে গেলেও তা ফুল করা পসিবল হয় না তার কারন…?

→শিক্ষকদের কাছ থেকে সাহায্য না পাওয়া।

→গুগলে পেইড টিউটোরিয়াল ফ্রীতে দেখতে চাইলে বিভিন্ন অ্যাড সাইটে নিয়ে যায়..;

→ইউটিউব দেখা একটা কাজ শিখতে গেলে তাদের টা হয় আমার টা হয় না;

→সফটওয়্যার ডাউনলোড করতে গেলে দেশ বিদেশ ঘুরিয়ে নিয়েও সফটওয়্যার দেই না;

অ্যানালাইসিস করলে এরকম অসংখ্যা কারন খুজে বের করা যাবে..; মূলক এসব কারনেই একজর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার ব্যাকবেঞ্চে পড়ে থাকে….; এর থেকে উত্তরনের উপায় কি……????

অনেক ভালো শিক্ষক আপনার ইন্সটিটিউটে আছে তাদের সাথে পরামর্শ করুন যেহেতু ডিপ্লোমার সিস্টেমটা ভিন্ন আপনাকেও ভিন্ন সিস্টেম অ্যাপ্লাই করতে হবে; →→উদেমী, বা এ ধরনের অসংখ্যা নামিদামি টিউটোরিয়াল ফ্রী তে পাওয়া যায় সেগুলো ফ্রীতে বা পেইডে ইনরোল করতে হবে ; →→বিভিন্ন ইউটিউব চ্যানেল আছে যারা সত্যিকারে আপনাকে আপানার কাঙ্খিত টিউটোরিয়াল প্রোভাইড করে থাকে..! আর সবকিছুই এখন থেকে আপনাদের প্রোভাইড করবে STUDY LIGHTS টিম; Udemy, সকল পেইড টিউটোরিয়াল,পেইড সফটওয়্যার,প্রোগ্রামিং,বিষয়ভিত্তিক আলোচনা ক্যারিয়ার কনসালটেন্ট ইনশাআল্লাহ্ বিনামূল্য পাবেন;

Leave A Comment