Study LightsStudy Lights

Blog Details

  • Home
  • Blog
  • Blog
  • কিভাবে লিনাক্স শিখতে পারেন?

কিভাবে লিনাক্স শিখতে পারেন?

আপনাকে একটা প্রশ্ন করতে চাই লিনাক্স শিখতে চান ভালো কথা কিন্তু উইন্ডোজ কার থেকে শিখেছেন? উত্তর দেওয়ার আগে নিশ্চয় হাসছেন একা শিখেছেন বলে আপনাকে জানিয়ে রাখি-

লিনাক্সে এখন প্রত্যেকটি কাজের জন্য ইউজার ফ্রেন্ডলি ইন্টারফেস আছে, যদি সাধারণ ইউজার হন তাহলে প্রায় কিছুর জন্যই আপনাকে টার্মিনাল ইউজ করতে হবেনা। ছোটখাটো কোন কাজে যদিও করতে হয় তার জন্য হাজারটা ডকুমেন্টেশন পাবেন, সব শুধু কপি-পেস্ট এর ব্যাপার।

আগে ড্রাইভার নিয়ে নানান ঝামেলা হতো, আজকাল সেটাও ঘুচিয়ে গেছে। উইন্ডোজের তুলনায় লিনাক্সে আরও বেশি বিল্ট ইন অ্যাপ্লিকেশন থাকে, অফিস সুইট (Libre Office) থেকে শুরু করে টরেন্টিং অ্যাপ পর্যন্ত প্রি-ইন্সটল করা পাবেন। বাড়তি কোন অ্যাপ লাগলে সফটওয়্যার স্টোর থেকে সহজেই ইন্সটল করে নিতে পারবেন।

অ্যাপ্লিকেশন কিংবা OS আপডেট দেয়ার জন্য আগের মতো আর টার্মিনাল কমান্ড দিতে হয়না, এর জন্যও আলাদা GUI অ্যাপ পাবেন।

Ubuntu, Ubuntu varients, Mint,kali ইত্যাদি জেনারেল পারপাস লিনাক্স ডিস্ট্রিবিউশন ব্যাবহারে কোন বিশেষ জ্ঞানের প্রয়োজন হয়না, তবে স্পেশাল পারপাস ডিস্ট্রোগুলোর কথা আলাদা, আপনার সে ঝামেলায় না গেলেও চলবে।

তবে একটা প্রশ্ন করুন নিজেকে, আপনার কি আসলেই লিনাক্সে মুভ করা উচিত এবং এমন কি আছে এতে যার জন্য আপনি উইন্ডোজ ছেড়ে আসবেন? এর সরাসরি উত্তর যদি আপনার কাছে না থাকে তাহলে বুঝবেন আপনার OS পরিবর্তন শুধু শুধু একটা বাড়তি ঝামেলা ছাড়া কিছুই নয়।

প্রয়োজনে গুগল করুন

Read more বিশ্বের সেরা ৫ জন হ্যাকার কে চিনেন? চলুন জেনে নেওয়া যাক!

Leave A Comment