Study LightsStudy Lights

Blog Details

  • Home
  • Blog
  • Blog
  • ভালো প্রোগ্রামার হতে আপনি যেগুলো করতে পারেন!

ভালো প্রোগ্রামার হতে আপনি যেগুলো করতে পারেন!

আপনি যেহেতু এই ব্লগ টি পড়ছেন ধরেই নিচ্ছি আপনি ভালো প্রোগ্রামার হতে চাচ্ছেন। ভালো প্রোগ্রামার হতে আপনাকে সাধারন কিছু নিয়ম মানতে হবে তা হলো…।

?প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের খুঁটিনাটি যতটা সম্ভব জানার চেষ্টা করতে পারেন।মনে রাখবেন শুধু একটু জটিল বলে পয়েন্টার, থ্রেডিং, ইভেন্ট ইত্যাদি টপিক যেন এড়িয়ে না যায় ।

?কম্পিউটার ফান্ডামেন্টাল, ডিসক্রিট ম্যাথ, ডাটা স্ত্রাকচার, এলগরিদম ভালোভাবে শিখতে হবে। ইন্টারনেটে এখন এসব বিষয়ে অনেক ভালো ভালো ভিডিও আছে, সেখান থেকে দেখে শিখে নিতে হবে আর অনেক প্র্যাকটিস করতে হবে।

?প্রচুর প্র্যাকটিস করতে হবে। এটাতো সবাই বলে, কিন্তু কিভাবে প্র্যাকটিস করবেন। এলগরিদম প্রবলেম সল্ভ করতে পারেন, শুরুতে এটা খুবই কাজে দিবে। অন্তত ৩০০ প্রবলেম সল্ভ করুন।

?অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং সম্পর্কে খুব পরিষ্কার ধারণা থাকতে হবে। নিজে নিজে শিখা খুব কঠিন। শেখার ক্ষেত্রে কাজে লাগবে ভাল ভাল বই পড়া ও ট্রেনিং।

? বই পড়তে হবে অনেক। ব্লগও পড়তে হবে। যত পড়বেন তত শিখবেন। নতুন নতুন জিনিষ শেখার জন্য বই অনেক কাজের। প্রফেশনাল ট্রেনিংও নিতে পারেন, সেখানে শিক্ষক ভালো হলে শেখার সময় অনেক কম লাগবে।

 

বিস্তারিত আরও জানুনঃ http://google.com

read More :বাংলাদেশের সেরা সফটওয়্যার কোম্পানি যেগুলো…!

Leave A Comment