Study LightsStudy Lights

Blog Details

  • Home
  • Blog
  • Blog
  • বাংলাদেশের ১ম প্রোগ্রামার কে ?

বাংলাদেশের ১ম প্রোগ্রামার কে ?

আপনি জানেন বাংলাদেশের প্রথম প্রোগ্রামার কে ?

আজ কথা বলবো একজন মো. হানিফুদ্দিন উদ্দিন মিয়া কে নিয়ে যিনি একটি নাম নয় আমাদের অহংকার তিনিই বাংলাদেশের প্রথম প্রোগ্রামার!
১৯২৯ সালে নাটোর জেলার সিংড়া থানার হুলহুলিয়া গ্রামে বাংলাদেশের প্রথম কম্পিউটার প্রোগ্রামার মো. হানিফুদ্দিন উদ্দিন মিয়া জন্মগ্রহণ করেন। ১৯৬৪ সালের শেষ দিকে বাংলাদেশে আসা এবিএম ১৬২০ কম্পিউটারটি বাংলাদেশ পরামাণু শক্তি কমিশনে স্থাপন ও পরিচালনার পেছনে তার অনন্য অবদান রয়েছে। ১৯৯৭ সালে বাংলাদেশ টেলিভিশনের কম্পিউটার অনুষ্ঠানের মাধ্যমে তিনি প্রথম মিডিয়ার সামনে আসেন। ২০০৭ সালে এ গুণী ব্যক্তির মৃত্যু হয়।
মো. হানিফ উদ্দিন মিয়া, নাটোর জেলার সিংড়া থানার হুলহুলিয়া গ্রামের রজব আলী তালুকদারের প্রথম সন্তান। তার জন্ম ১৯২৯ সালের পহেলা নভেম্বর। নাটোর জেলার হুলহুলিয়া গ্রামের এই কৃতী সন্তান বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের কম্পিউটার সার্ভিস ডিভিশনের ডাইরেক্টর পদে অধিষ্ঠিতছিলেন। পারিবারিক জীবনে স্ত্রী ফরিদা বেগম ও এক প্ত্রু এবং দুই কন্যা সন্তানের জনক তিনি।
প্রাতিষ্ঠানিক শিক্ষার বিষয় কম্পিউটার সায়েন্স ও নিউমেরাল ম্যাথেমেটিকস থাকা সত্ত্বেও শিল্প-সাহিত্যসহ আরও নানাবিধ বিষয়ে জ্ঞান অর্জনের প্রতি তার ছিল অপরিসীম আগ্রহ ছিল। তিনি বাংলা ও ইংরেজি ছাড়াও উর্দু, আরবি, হিন্দি, জার্মান ও রাশিয়ান ভাষা জানতেন।

মো. হানিফুদ্দিন উদ্দিন মিয়া  ১৯৫২ সালে ঢাক বিশ্ববিদ্যালয় থেকে ফলিত গণিতে প্রথম শ্রেণীতে স্বর্ণপদকসহ প্রথমস্থান পান।

তিনি ১৯৬০ সালে ইন্সটিটিউট অব ইনফরমেশন থিওরি অ্যান্ড অটোমেশন, চেকোস্লোভাক একাডেমি অব সায়েন্স, প্রাগ থেকে এনালগ কম্পিউটার টেকনিক এবং ডিজিটাল কম্পিউটার প্রোগ্রামিং-এ প্রশিক্ষণ গ্রহণ করেন। ১৯৬৪ সালে সিস্টেম এনালিসিস, নিউমেরাল ম্যাথেমেটিকস, এডভান্স কম্পিউটার প্রোগামিং, অপারেশন রিসার্চে এম. আই. টি (ইউ, এস, এ) কম্পিউটার সেন্টার থেকে প্রশিক্ষণ গ্রহণ করেন। ১৯৭৫ সালে আইবিএম রিসার্চ সেন্টার লন্ডন থেকে অপারেটিং সিস্টেম ও সিস্টেম প্রোগামিং এ প্রশিক্ষণ গ্রহণ করেন। তারপর তিনি ১৯৭৫ থেকে ১৯৮০ আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থায় (ওঅঊঈ) প্রোগ্রামার এনালিস্ট হিসেবে এনালাইসিস, ডিজাইন, সফ্টওয়্যার ইমপ্লিমেন্টেশন অব কম্পিউটার এপলিকেশন প্রোগ্রাম সংক্রান্ত বিষয়ে কর্মরত ছিলেন।
তিনি ১৯৮৮ সালে ঢাকা ইউনিভার্সিটিতে পার্টটাইম (গণিত) শিক্ষকতা করেন। এ ছাড়াও বিভিন্ন সময়ে তিনি গণিতশাস্ত্র ও কম্পিউটার বিষয়ে শিক্ষকতা করেছেন।
বাংলাদেশ কম্পিউটার বিজ্ঞানের অগ্রযাত্রার সঙ্গে জনাব মোহাম্মদ হানিফ উদ্দিন মিয়ার নাম গভীরভাবে সম্পৃক্ত।
১৯৬৪ সালে বাংলাদেশ (তৎকালীন পূর্ব পাকিস্তান) পরমাণু শক্তি কমিশনের কেন্দ্র ঢাকায় বাংলাদেশের প্রথম কম্পিউটার (ওইগ১৫২০) স্থাপিত হয়। এটি ছিল দ্বিতীয় প্রজন্মের একটি ডিজিটাল মেইনফ্রেম কম্পিউটার।

Collected from Various source

Read More: বাংলাদেশের সেরা সফটওয়্যার কোম্পানি যেগুলো…!

Leave A Comment