Study LightsStudy Lights

Blog Details

  • Home
  • Blog
  • Blog
  • এসইও বেইজড আর্টিকেল বানাবেন যেভাবে

এসইও বেইজড আর্টিকেল বানাবেন যেভাবে

বেশি ঘোরপ্যাচ না লাগিয়ে সহজ উদাহরনে বুঝবার চেস্টা করুন;

এই যে আমরা বিভিন্ন ব্লগে লেখালেখি করি; কেউ নিজের ব্লগে; আবার কেউ অন্যের ব্লগে; যেখানেই পোস্ট লিখি আমাদের কিন্তু একটা উদ্দ্যেশ্য থাকে;আর সেটা হলো আমদের পোস্ট যাতে বেশি মানুষ পড়ে ;কিন্তু সবসময় এই আশা পূরণ হয়না; আমাদের পোস্ট বেশি মানুষের কাছে না পৌছালে সব কষ্টই বৃথা; তাই পোস্টে বেশি ভিজিটর পেতে হলে কিছু নিয়ম মেনে পোস্ট করতে হয়;

আর একেই বলে এসইও ফ্রেন্ডলি পোস্ট; কীভাবে এসইও ফ্রেন্ডলি পোস্ট করতে সেটাই আজ আপনাদের জানাবো;

প্রথমেই জেনে নিবো এসইও ফ্রেন্ডলি পোস্ট করার সুবিধা গুলোঃ

একটা সাইটে প্রতিদিন অসংখ্য মানুষ ভিজিট করে; সেখানে আপনার লেখা পোস্ট অনেকেই পড়ে;কিন্তু পৃথিবীতে  একটি নয় কোটি কোটি ওয়েবসাইট আছে; সবাই সব সাইট সম্পর্কে জানেনা; সম্ভব ও না সেটি;তাই কোন সাইটে কোন বিষয়ে লেখা আছে মানুষ সেটা সার্চ করে; এরজন্য মানুষ গুগল, ইয়াহু, বিং , ডাকডাক গো ইত্যাদি সার্চ ইঞ্জিন ব্যবহার করে;মনে করেন,

আপনি গুগলে সার্চ করলেন;  “এসইও ফ্রেন্ডলি পোস্ট লেখার নিয়ম“;

গুগল আপনাকে তখন সার্চ রেজাল্ট দেখাবে; অসংখ্য রেজাল্ট দেখাবে;সেখান থেকে আপনি http://www.studylights.com  এ ভিজিট করলেন;  কিন্তু আপনি এই সাইট সম্পর্কে জানেন না; শুধু মাত্র গুগলে সার্চ করে এখানে পোস্টটি পড়লেন; তাহলে আপনি এই পোস্টের বাড়তি পাঠক; এর মানে আমার পোস্ট বেশি মানুষ পড়ছে; কী কারণে?

কারণ আমি এসইও ফ্রেন্ডলি পোস্ট করেছি; আপনি এসইও ফ্রেন্ডলি পোস্ট করলে তা সার্চ ইঞ্জিনে ভালো র‍্যাংকিং পাবে;আর আপনার পোস্টে সার্চ ইঞ্জিন থেকে বেশি ভিজিটর আসবে; তাই এসইও ফ্রেন্ডলি পোস্ট করা খুবই জরুরি।

চলুন, যেভাবে এসইও ফ্রেন্ডলি পোস্ট করা যায় তা জেনে নেই;

একটি এসইও ফ্রেন্ডলি পোস্ট লিখতে হলে কিছু বিষয়ের দিকে খেয়াল রাখতে হয়; নিচে কিছু গুরুত্বপূর্ণ পয়েন্ট তুলে ধরা হলোঃ

  • একটি আকর্ষণীয় শিরোনাম দিন
  • ছবি যুক্ত করুন
  • কোন কিছু কপি করা থেকে বিরত থাকুন
  • ছোট বাক্যে পোস্ট লিখুন
  • ছোট ছোট প্যারা করে পোস্ট লিখুন
  • কী ওয়ার্ড ডেন্সিটির দিকে খেয়াল রাখুন
  • রিলেটেড কীওয়ার্ড রিসার্চ করুন
  • তথ্যপূর্ণ পোস্ট করুন
  • সাব হ্যাডিং ব্যবহার করুন
  • ইয়োস্ট এসইও প্লাগিন ব্যবহার করুন
  • প্যাসিভ ভয়েস বর্জন করুন
  • ভিন্ন শব্দে প্যারা শুরু করুন
  • পোস্টে ইনবাউন্ড ও আউটবাউন্ড লিংক দিন
  • আকর্ষণীয় শিরোনাম দিন

একটি শিরোনাম একটা পোস্টের পরিচয়; শিরোনাম দেখেই আমরা বুঝি এই পোস্টে কী সম্পর্কে লেখা আছে;

আর শিরোনামে মুগ্ধ হয়েই আমরা কোন পোস্ট পড়ি;তাই শিরোনাম অবশ্যই আকরশ্ষণীয় হতে হবে;

যথাপযুক্ত ছবি যুক্ত করুন;

আপনার পোস্টে অবশ্যই ছবি যুক্ত করুন আর তাতে অবশ্যই ক্যাপশন দিবেন; লেখার মাঝে মাঝে বুঝানোর জন্য ছবি দিতে পারেন;

কী ওয়ার্ড ডেন্সিটির দিকে খেয়াল রাখুন

আপনার প্রধান কী ওয়ার্ড বেচে নিন। যেমনঃ এই পোস্টের প্রধান কীওয়ার্ড “এসইও ফ্রেন্ডলি পোস্ট“।

চেষ্টা করবেন আপনার পোস্টের ভিতর প্রধান কীওয়ার্ড যাতে বেশি কতে থাকে। আমার পোস্টে “এসইও ফ্রেন্ডলি পোস্ট” লেখাটা অনেকবার আছে।

তার মানে এই পোস্টে কীওয়ার্ড ডেন্সিটি অনেক বেশি।

আরো পড়ুনঃ মৃত্যুদন্ড দেওয়ার পরে বিচারকরা কলমের নিব ভেঙে ফেলেন কেন?

Leave A Comment