Study LightsStudy Lights

Blog Details

টাকা কেন অপরাধী কবিতা

টাকা কেন অপরাধী
মূল ভাবনাঃ করোনা
কাভারঃ জোবায়ের হোসেন
উৎসর্গঃ লকডাউন
চাহিবামাত্র ইহার বাহককে দিতে বাধ্য থাকিতে হয়
টাকায় ফেলেছে জগৎকে আটকে করোনায়…!
মসজিদ মন্দিরে দিলে টাকা হয় দান
চাকুরীজীবি মাস শেষে নিলে সেটা হয় বেতন!
কাজের বিনিময়ে বুয়াকে দিলে হয়ে যায় বুয়ার টাকা!
গুরুকে দিলেই এ টাকা হয় আবার দক্ষিণা!
পথে ঘাটে টাকা দিলে হয় ভিক্ষা
ঈদুল ফিতরে টাকা হয় আবার ফেতরা!
পন্য কিনে বিনিময়ে দিতে হয় মূল্য
আইন ভঙ্গ করলে দিতে হয় আবার দন্ড
আয়ের টাকা নিলে সরকার বলা হয় আয়কর
বিয়ের দিনে স্ত্রীর প্রাপ্য টাকা হয়ে যায় দেনমোহর!
মোবাইল ফোনে ব্যবহারে টাকা হয় রিচার্জ
পন্য কিনে দিলে অতিরিক্ত টাকা বলবে তাকে ট্যাক্স
বন্ধুকে টাকা দিলে বলা হয় ধার
বান্ধবীকে টাকা দিলে হয় উপহার!
ক্রয় বিক্রয়ে অতিরিক্ত টাকা হয়ে যাবে ভ্যাট
শরীয়ত মেনে দিলে টাকা হবে যাকাত
দিনশেষে শ্রমিককে দিলে টাকা হবে মজুরী
ঈদের দিনেতে ছোটদের দিলে সেটা হবে সালামী
শশুর বাড়ি থেকে জোর করে নেওয়া টাকা হয় যৌতুক
চাকরীর তদবিরে অবৈধ কাজে উনাদের টাকা হবে ঘুষ
বছর শেষে কৃষি জমিতে দিতে হয় খাজনা
সন্ত্রাসীদের হুমকিতে দিলে হয় তা আবার চাঁদা!
ব্যাংক থেকে টাকা নিলে বলে তারা কর্জ
টাকায় টাকা দিলে বলে তারে লভ্যাংশ!
স্ত্রীর দায়িত্ব নিয়ে টাকা দিলে সেটা হয় ভরণপোষন;
অনিষ্ট করে টাকা দিলে বলে ক্ষতিপূরণ!!
টাকা কেন অপরাধী

Leave A Comment