Study LightsStudy Lights

Blog Details

  • Home
  • Blog
  • Blog
  • বুলেটিন চালু করলো ফেসবুক ! বড় সুযোগ থাকছে আয়ের

বুলেটিন চালু করলো ফেসবুক ! বড় সুযোগ থাকছে আয়ের

নতুন একটি ওয়েবসাইট চালুর ঘোষণা দিয়েছে ফেসবুক;বুলেটিন নামের এই ওয়েবসাইটের মাধ্যমে লেখকরা ফ্রি এবং পেইড নিউজলেটার তৈরি ও শেয়ার করতে পারবেন;বাংলাদেশ সময় মঙ্গলবার রাত ১২টার পর (বুধবার) এক অডিও চ্যাটে এসব জানান ফেসবুকের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী মার্ক জাকারবার্গ;

প্রযুক্তি বিষয়ক সংবাদমাধ্যম সি-নেট এক প্রতিবেদনে জানায় লেখকদের ছোট একটি গ্রুপ নিয়ে বুলেটিনের যাত্রা শুরু করছে ফেসবুক। তবে ধীরে ধীরে এর সঙ্গে আরও লেখককে যুক্ত করার পরিকল্পনা রয়েছে প্রতিষ্ঠানটির;




নতুন ওয়েবসাইট বুলেটিন সম্পর্কে মার্ক জাকারবার্গ বলেন আমাদের লক্ষ্য হলো সৃজনশীল কাজের মাধ্যমে লাখ লাখ মানুষ যেন জীবিকা নির্বাহ করতে পারে সেই বিষয়টিতে সমর্থন দেওয়া;



বুলেটিনের লেখকরা তাদের সাবস্ক্রিপশন থেকে যে আয় আসবে তার পুরোটাই রাখতে পারবেন; লেখকদের লিখিত কাজের সঙ্গে অডিও জুড়ে দেওয়ার সুযোগও দিতে পারে ফেসবুক; এজন্য প্রয়োজনীয় ফিচার আনতে কাজ করে যাচ্ছে প্রতিষ্ঠানটি;

ফেসবুকের বুলেটিন ওয়েবসাইটে রয়েছে বেশ কয়েকজন উঁচুমানের লেখক; ব্যবহারকারীরা বুলেটিনে নিউজলেটার সাবস্ক্রাইব করে ওই লেখকদের কনটেন্ট পড়তে পারবেন;ফেসবুক জানিয়েছে বুলেটিনের জন্য কনটেন্ট তৈরি করতে লেখক শিক্ষাবিদ শিল্পবিশেষজ্ঞ ও বহুল পরিচিত ব্যক্তিত্বদের খুঁজছে তারা;

সোর্সঃ বাংলা ট্রিবিউন

Read More: উইন্ডোজ ১১ ওএস এর আরও একটি নতুন ভার্সন ; ডাউনলোড করুন !

Leave A Comment