Study LightsStudy Lights

Blog Details

  • Home
  • Blog
  • Blog
  • উইন্ডোজ ১১ ওএস এর আরও একটি নতুন ভার্সন ; ডাউনলোড করুন !

উইন্ডোজ ১১ ওএস এর আরও একটি নতুন ভার্সন ; ডাউনলোড করুন !

অবশেষে দেখা মিলেছে বিশ্বের অন্যতম টেক জায়ান্ট মাইক্রসফট এর বহুল প্রতীক্ষিত উইন্ডোজ ১১ এর; ২৪ জুন রাতে আনুষ্ঠানিকভাবে অবমুক্ত হলো বিশ্বের নাম্বার ওয়ান সফটওয়্যার নির্মাতা প্রতিষ্ঠান মাইক্রোসফটের অপারেটিং সিস্টেমের নতুন এ সংস্করণ; উইন্ডোজ-১১-এর ডিজাইন ও ইন্টারফেসে বড়সড় পরিবর্তন আনা হয়েছে; আগের চেয়েও বেশি ব্যবহারবান্ধব করতে অনেক কিছুতেই মানোন্নয়ন করা হয়েছে;

উইন্ডোজে ডার্ক ও লাইট মোড যুক্ত করার বিষয়টি ব্যবহারকারীদের জন্য সারপ্রাইজ গিফটের মতোই অনেকটা; সাম্প্রতিক মাসগুলোতে স্মার্টফোনের ওএসের ইন্টারফেস ফেইসবুকের ইন্টারফেসসহ বেশ কিছু ডিজিটাল সেবায় চোখ সহনীয় ডার্ক মোড ও স্বাভাবিক লাইট মোড চালু হয়েছে; উইন্ডোজও জনপ্রিয় এ অপশনটি রাখতে ভুল করেনি; কিছু কিছু ক্ষেত্রে আইকন ও অপশন দেখলে স্মার্টফোনের ইন্টারফেসের মতো মনে হবে; কম্পিউটার চালুর পরপরই যে পরিবর্তনটি চোখে পড়বে সেটি হলো ‘স্টার্ট মেনু’; উইন্ডোজ ১১-এর ‘স্টার্ট’ বাটনটি আগের সব উইন্ডোজের মতো টাস্কবারের বাঁ দিকে নয়, মাঝামাঝিতে;

প্রথম প্রথম একটু অস্বাভাবিক মনে হলেও অভ্যস্ত হয়ে গেলে এটাকেই আগের চাইতে ব্যবহারবান্ধব মনে হবে; আর যারা ম্যাক ব্যবহার করেন বা করেছেন, তাদের কাছে খুব স্বাভাবিক মনে হবে ব্যাপারটি; কারণ এ অংশের লুকে ম্যাক ওএসকে অনুসরণ করা হয়েছে বলা যায়! গেইমারদেরও নিরাশ করেনি মাইক্রোসফট। অটো এইচডিআর ফিচারটির মাধ্যমে আরও উন্নত গ্রাফিক্সসের অভিজ্ঞতা পাবেন গেইমাররা;

 

 

ডাউনলোড করুন নিচে থাকা লিংক থেকে আর কিভবে ইন্সটাল করবেন তা জানতে নিচে থাকা ভিডিওটি দেখে আসুন;


https://www.youtube.com/watch?v=Ndw2Muj3Dxk&t=508s

উইন্ডোজ ১১ ওএস এর আইএসও ডাউনলোড লিংকঃ

Windows 11 Pro ( Build No. 21996.1 )

Leaked ISO
mega



https://mega.nz/file/AC5UwIjI#URAP1qSJ-HM2A5qNQTZeyqVTEMopn-3qQycX136HW94

গুগল ড্রাইভ



https://drive.google.com/drive/folders/1Iiyrj4qdZBY6byTYnmKj2abUjR2Fjge4?usp=sharing

আপাতত যদি মনে করেন যে সেটআপ সিকিউরিটি ইস্যু আছে তাহলে VM Ware বা Virtualbox এ সেটাপ দিয়ে ব্যবহার করে দেখতে পারেন ; অবশ্যই অভিঙ্গতা জানাতে ভুলবেন না;

 

উইন্ডো জ  ১১ এর ওভারভিউ দেখতে নিচের ভিডিওটি দেখুন;

 

 

Read More: উইন্ডোজ ১১ তে নতুন কি থাকছে..?

 

উইন্ডোজ ১১ ওএস এর নতুন ভার্সন ডাউনলোড লিঙ্কঃ

https://drive.google.com/file/d/1EQkyXrp5GTGMc7vL0SdawKbWQNPZsArr/view?usp=sharing

পাসওয়ার্ডঃ www.studylights.com

নতুন আপডেট পেতে স্ট্যাডি লাইটসের ওয়েবসাইটের নোটিফিকেশন অন করে রাখুন;যেটি আপনার ব্রাউজারের নিচে বাম পাশে দেখতে পাবেন;

স্ট্যাডি লাইটসের সাথে থাকার জন্য ধন্যবাদ ;

Leave A Comment