Study LightsStudy Lights

Blog Details

  • Home
  • Blog
  • Blog
  • ট্রিলিয়ন ডলারের কোম্পানি এখন ফেসবুক

ট্রিলিয়ন ডলারের কোম্পানি এখন ফেসবুক

 

নতুন মাইলফলকে পৌঁছেছে বিশ্বের সবচেয়ে বড় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক; প্রতিষ্ঠানটি এখন ট্রিলিয়ন ডলারের কোম্পানি;মঙ্গলবার (২৯ জুন) বিশ্বের সবচেয়ে কম সময়ে ট্রিলিয়ন ডলারের মাইলফলক স্পর্শ করে ফেসবুক;

মার্কিন ম্যাগাজিন এন্টারপ্রেনার এক প্রতিবেদনে জানায় যুক্তরাষ্ট্রে অ্যান্টিট্রাস্ট মামলায় জয়ের পর ফেসবুকের শেয়ার ৪ দশমিক ২ শতাংশ বৃদ্ধি পায়;এতেই ট্রিলিয়ন ডলারে র মাইলফলকে পৌঁছায় প্রতিষ্ঠানটি; অ্যান্টিট্রাস্ট মামলা জয়ের পর গত দুই মাসের মধ্যে ফেসবুকের শেয়ারের দর সবচেয়ে বেশি বৃদ্ধির ঘটনা ঘটেছে;



বর্তমানে বিশ্বের সবচেয়ে কম বয়সী ট্রিলিয়ন ডলারের কোম্পানি ফেসবুক; প্রতিষ্ঠার মাত্র ১৭ বছরের মধ্যে ১৩ ডিজিটের মাইলফলক স্পর্শ করলো সামাজিক যোগাযোগ মাধ্যমটি; মার্ক জাকারবার্গ ২০০৪ সালে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত অবস্থায় প্রতিষ্ঠানটি চালু করেন;



যুক্তরাষ্ট্র থেকে চালু হওয়া প্রথম কোনও কোম্পানি হিসেবে তিন বছর আগে ট্রিলিয়ন ডলারের মাইলফলক স্পর্শ করে অ্যাপল; এরপর একে একে ম্যাজিক ১৩ ডিজিটের ঘরে পৌঁছেছে গুগলের মূল প্রতিষ্ঠান অ্যালফাবেট মাইক্রোসফট ও অ্যামাজন;পঞ্চম মার্কিন কোম্পানি হিসেবে ট্রিলিয়ন কোম্পানির ক্লাবে যুক্ত হলো ফেসবুক;




ফেসবুকে তথ্য মতে, বিশ্বের ৩০০ কোটির বেশি মানুষ ফেসবুকের সেবা নিচ্ছে;ইনস্টাগ্রাম মেসেঞ্জার কিংবা হোয়াটসঅ্যাপের মতো জনপ্রিয় অ্যাপও ফেসবুকের মালিকানাধী; সেই সঙ্গে জনপ্রিয় ভিআর প্রযুক্তি পণ্যের প্রতিষ্ঠান অকুলাসও ফেসবুকেরই একটি অঙ্গ প্রতিষ্ঠান;

সোর্সঃ BanglaTribune

Read More:

বুলেটিন চালু করলো ফেসবুক ! বড় সুযোগ থাকছে আয়ের

https://studylights.com/%e0%a6%a4%e0%a6%a5%e0%a7%8d%e0%a6%af-%e0%a6%ab%e0%a6%be%e0%a6%81%e0%a6%b8-%e0%a6%a5%e0%a7%87%e0%a6%95%e0%a7%87-%e0%a6%ac%e0%a6%be%e0%a6%81%e0%a6%9a%e0%a6%a4%e0%a7%87-%e0%a6%aa%e0%a6%be%e0%a6%b0/

স্টিভ জবসের এর প্রতি কি ঈর্ষা ছিল বিল গেটসের???

স্টিভ জবসের এর প্রতি কি ঈর্ষা ছিল বিল গেটসের???

Leave A Comment