Study LightsStudy Lights

Blog Details

  • Home
  • Blog
  • Blog
  • জালিয়াতি করে ১২৮ শিক্ষার্থীকে পাশ করানোর অভিযোগ বিটিইবির বিরুদ্ধে !

জালিয়াতি করে ১২৮ শিক্ষার্থীকে পাশ করানোর অভিযোগ বিটিইবির বিরুদ্ধে !

 জালিয়াতি করে ১২৮ শিক্ষার্থীকে গত বছরের এসএসসি (ভোকেশনাল) পরীক্ষায় পাস করানো হয়েছে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড( বিটিইবিতে)।

চারটি শিক্ষাপ্রতিষ্ঠানের এসব শিক্ষার্থী নবম শ্রেণিতে লেখাপড়াই করেনি ; অথচ সরাসরি এসএসসি পাস করানোর ব্যবস্থা করে দেয় একটি প্রভাবশালী সিন্ডিকেট; এ সিন্ডিকেট বোর্ডের কম্পিউটার সেলের প্রধানসহ ৬ জন এবং শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর কয়েকজন শিক্ষক সরাসরি জড়িত;

যুগান্তরের এক অনুসন্ধানি তদন্ত প্রতিবেদনে উঠে এসেছে এসব চাঞ্চল্যকর তথ্য ; এটি বিটিইবি চেয়ারম্যানের কাছে ১৬ জানুয়ারি জমা দেয় তদন্ত কমিটি; পরে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে প্রতিবেদনটি শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হয়;

প্রতিবেদনে উল্লিখিত অপকর্মে  জড়িত থাকার দায়ে কম্পিউটার সেল প্রধান সিস্টেম অ্যানালিস্ট সামসুল আলমকে বরখাস্ত ও বিভাগীয়সহ অন্য আইনি ব্যবস্থা গ্রহণের সুপারিশ করা হয়েছে; এছাড়া তিন সহকারী প্রোগ্রামার- মোহাম্মদ হাসান ইমাম, মোহাম্মদ শামীম রেজা ও ওমর ফারুকের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ ; এবং দুই কম্পিউটার অপারেটর- মো. আল-আমিন এবং আতিকুর রহমানকে চাকরিচ্যুত করতে বলা হয়েছে। শেষের তিনজন বোর্ডে চুক্তিভিত্তিক ও অস্থায়ী কর্মকর্তা-কর্মচারী। এছাড়া জড়িত চার প্রতিষ্ঠানের সংশ্লিষ্ট শিক্ষকদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা এবং এমপিও বাতিলের সুপারিশ করা হয়।

এছাড়া জাতীয় সনদ ব্যবস্থা এবং শিক্ষা বোর্ডের ভাবমূর্তি নষ্টের দায়ে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দেয়ার লক্ষ্যে র‌্যাবের কাছে হস্তান্তরের সুপারিশ করা হয়েছে প্রতিবেদনে। যদিও রহস্যজনক কারণে এখন পর্যন্ত দোষীরা বহালতবিয়তেই আছেন। শুধু তাই নয়, বোর্ডের দুই শীর্ষ কর্মকর্তা দোষীদের বাঁচাতে নানাভাবে অপচেষ্টা করছেন বলে অভিযোগ পাওয়া গেছে।

বিটিইবিতে ফল জালিয়াতি এর ঘটনা নিয়ে ১১ জানুয়ারি দৈনিক  যুগান্তরে অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশিত হয়।

আরো পড়ুনঃ ডিপ্লোমার সার্টিফিকেট/কাগজ পত্র হারিয়ে গেলে কিভাবে ফিরে পাবেন?

Leave A Comment