Study LightsStudy Lights

Blog Details

  • Home
  • Blog
  • Blog
  • ডিপ্লোমার কোন সাবজেক্ট সেরা…???

ডিপ্লোমার কোন সাবজেক্ট সেরা…???

আজকের আর্টিকেলটি তাদের উদ্দেশ্য করে যারা বিভিন্ন টেকনোলজিতে চান্স পেয়েছেন,যেমন ইলেক্টিক্যাল,কম্পিউটার,সিভিল,পাওয়ার ইত্যাদি ইত্যাদি; তো আপনাদের ভর্তি হওয়া সাবজেক্ট নিয়ে কিছু কথা।

শুরুতেই পাওয়ার টেকনোলজি , তার কারন হচ্ছে এই সাবজেক্ট এ চান্স পাবার পরে অনেকেই চিন্তায় থাকেন বা হতাশায় ভুগছেন ,চিন্তা করছেন যে ভর্তি হবো কি না? তাদের উদ্দেশে আগেই বলে নেই, যে পাওয়ার টেকনোলজিতে সরকারি চাকরি নেই বললেই চলে।খুব কম নিয়োগ হয়, এবং বাংলাদেশ এ অটোমোবাইল সেক্টরে বা অটোমোবাইল বেজ না থাকার কারনে বেসরকারি সেক্টরে নিয়োগ কম। তাদের কে বাধ্য হয়ে দেখা যায় মেকানিক্যাল বা ইলেকট্রিকাল সেক্টরে পড়ে জব নিতে হয়।

তাদের উদ্দেশে বলবো, যারা চান্স পেয়েছেন তারা আগে জব সেক্টর এর কথা, এবং আর ভাল ভাবে ধারনা নিয়ে তারপর আপনারা ভর্তি হন।

ইলেকট্রনিক্স টেকনোলজি

এখন আসি ইলেকট্রনিকস টেকনোলজি নিয়ে; ইলেকট্রনিকস টেকনোলজিতে চান্স পাবার পরে অনেকেই চিন্তায় থাকেন ভর্তি হবো কি না? তাদের উদ্দেশে আগেই বলে নেই, যে ইলেকট্রনিকস টেকনোলজিতে সরকারি চাকরি সার্কুলার কম থাকে, কিন্তু বেসরকারি সেক্টরে ইলেকট্রনিকসের অনেক ডিমান্ড রয়েছে।

ডিমান্ডটা শুধুমাত্র ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং পাস করার পরেই হয় না, ডিমান্ড টা তৈরি হয় ভাল কাজ শেখার ওপরে।

অর্থাৎ ইলেকট্রনিকস নিয়ে পাস করার পরে যারা ভালো কাজ জানেন, তাদের জবের ক্ষেত্রে কোন বাঁধা আসে না। এছারাও আপনারা ভালোভাবে জানতে একজন সুদক্ষ ইলেকট্রনিকস ইঞ্জিনিয়ার এর সাথে কথা বলেন এবং ভাল গাইড লাইন নেন।

RAC টেকনোলজি

এরপর RAC টেকনোলজি নিয়ে আমি এক কথায় বলবো, যারা চান্স পেয়েছেন RAC তে হতাশা হবার কিছুই নাই। কারন বাংলাদেশ এ যে পরিমান ফ্রিজ, এসি এর চাহিদা বাড়ছে ,তো জবের কোন চিন্তাই নাই।

আর একটা কথা এই সাবজেক্ট এ পড়ে আপনি ভাল উদ্যোক্তা হতে পারবেন।

কম্পিউটার টেকনোলজি

এরপর কম্পিউটার টেকনোলজি,এই সেক্টরে সরকারি সার্কুলার তুলনামূলক কম, কিন্তু বেসরকারি সার্কুলার অনেক বেশি। তার থেকেও বড় কথা যার এই টেকনোলজি তে পড়ার সুযোগ হয়েছে তিনি পরাশোনার করেও নিজে নিজে কাজ শিখে নিজে নিজে টাকা ইনকাম করার পদ্ধতি তৈরি করা যাই।

মেকানিক্যাল

এরপর মেকানিক্যাল নিয়ে কিছু কথা বলতে চাই, মেকানিক্যাল এ খুব ভাল সার্কুলার আছে সরকারি জব এ, এছারাও বেসরকারি জবেও আছে।

বড় কথা হল আপনাকে কাজ শিখতে হবে , প্র্যাক্টিক্যাল ধারনা না থাকলে জব পাওয়া অনেক কষ্টকর।

ইলেক্ট্রিকাল টেকনোলজি

ইলেক্ট্রিকাল টেকনোলজি নিয়ে কিছু কথা, অনেকের চাহিদা থাকে এই টেকনোলজি এর ওপর। কারন এই টেকনোলজি এর অনেক জব এর সার্কুলার পাওয়া যাই, এছারাও অনেক ফ্যাক্টরি তে ইলেক্ট্রিশিয়ান প্রচুর পরিমানে নিচ্ছে । অতএব যারা ইলেক্ট্রিকাল টেকনোলজিতে  চান্স পেয়েছেন তারা নিশ্চিন্তাই ভালোভাবে পড়া শুরু করে দেন।

সিভিল টেকনোলজি

সর্বশেষ সিভিল টেকনোলজি নিয়ে কিছু কথা, সিভিল টেকনোলজিতে প্রচুর পরিমাণ সরকারি সার্কুলার, অতএব সকল টেকনোলজি থেকে সিভিল টেকনোলজিতে জব বেশি পাওয়া যায়। তো যারা সিভিল টেকনোলজি এ চান্স পেয়েছেন এবং সরকারি চাকরি করতে আগ্রহী তারা খুব ভালভাবে পড়াশুনা শুরু করে দেন।

Comments (2)

  • Dj Biswas

    November 16, 2019 - 9:47 pm

    সুন্দর

  • abdulla al mamun raihan

    September 5, 2020 - 4:49 am

    আসসালামুআলাইকুম
    স্যার আমি মানবিক শাখা থেকে 3’39 পেয়েছি
    গণিতে A- আমি কি কোনো সরকারি পলিটেকনিক আসব

Leave A Comment