Study LightsStudy Lights

Blog Details

  • Home
  • Blog
  • Blog
  • ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিংয়ের মান আসলেই কিসের সমমান…??

ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিংয়ের মান আসলেই কিসের সমমান…??

যারা সবে ডিপ্লোমাতে ভর্তি হয়েছেন বা পড়ছেন তাদের মনে একটা প্রশ্ন প্রায়ই লক্ষ্য করা যায় আর তা হলো, ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিংয়ের সনদের মান কিসের সমমান?

ব্যাপক তর্কে বিতর্কে ও যেতে দেখা যায়। আসলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ডিগ্রি নিয়ে অনেকের কথার মতভেদ আছে, এখানে বেশির ভাগ মানুষের মুখে শোনা যায়, ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং এর মান H.S.C এর সমমান। কিন্তু প্রমান হিসাবে কিছুই দেখাতে পারে না। কিন্তু আসলেই কিসের সমমান?, বাংলাদেশ শিক্ষা বোর্ডের ওয়েব সাইট গুলতে ঘুরে দেখা যাই যে,

সর্ব সাকুল্য ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং কোর্সের গ্রেড – ১৪

আর H.S.C কোর্সের গ্রেড – ১২

এখানে আমরা H.S.C এর সাথে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং এর তুলনা করতে পারি না।

জব এর ক্ষেত্রে একয়ই, একজন H.S.C সনদ ধারন বাক্তি চাকরি তে ৩য় শ্রেণির কর্মচারী হিসাবে যোগদান করেন, এবং সারাজীবন একই পদে জব করতে থাকেন, তাদের কোন পদন্নতি হয়না।

আর একজন ডিপ্লোমা ইঞ্জিনিয়ার ৩য় শ্রেণির কর্মচারী হিসাবে যোগদান করেন, কিন্তু তার পদন্নতি হয়ে ১ম শ্রেনি কর্মচারী হতে পারেন।

তো আমারা চাকরির ক্ষেত্রেও H.S.C এর সমমান বলতে পারছি না।

আবার অনেকেই বলে থাকে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং পড়ে বিএসসি করি তাহলে জেনারেল এর চেয়ে বেশি সময় ব্যয় করতে হয়,তো আপনি অনেক কিছুই বেশি পাচ্ছেন তো বেশি সময় ব্যয় তো করতে হবেই। একটু বেশি সময় দিলে ২টা ডিগ্রি পাচ্ছেন১) ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ২) বিএসসি ইঞ্জিনিয়ারিং। এছারাও আপানার শিক্ষা ও অভিজ্ঞতা ও বেশি হচ্ছে। আমরা যদি একটু বেশি কাজ জানি তাহলে আমাদেরই ভালো।

তো সব শেষে এটা বলা যায়, ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং এর মান H.S.C এর সমমান বলতে পারি না। বরং H.S.C এর চেয়ে একটু বেশি।

1 Comment

  • Dj Biswas

    November 16, 2019 - 9:48 pm

    দারুন

Leave A Comment