Study LightsStudy Lights

Blog Details

  • Home
  • Blog
  • Blog
  • টাইম ম্যানেজমেন্ট বা টাইম টেবিল কিভাবে বানাবেন…?

টাইম ম্যানেজমেন্ট বা টাইম টেবিল কিভাবে বানাবেন…?


আমাদের আজকের আর্টিকেল টাইম টেবিল বা সময় টেবিল নিয়ে,এবং টাইম টেবিল আমাদের কিভাবে বানানো উচিত সেটা নিয়ে।

এই টাইম টেবিল তৈরি করার আগে ( I A S ) ( I I T ) ( I I M ) এবং( A I M S ) এর ইন্টারভিউ পড়েছি,আর এটা জানার চেষ্টা করেছি যে এসব এর মধ্যে এমন কোন কমন প্রশ্ন আছে যার জন্য এই লোকেরা Successful হয়েছে ??
সবার প্রথমে আমরা শুরু করবো আমাদের টাইম টেবিল প্রয়োজন কেন ??

আমরা টাইম টেবিল এই জন্য বানিয়ে থাকি যার ফলে আমাদের টার্গেটের দিকে খেয়াল রাখতে পারি। Track ঠিক  রাখতে পারি মানে,এটা আপনার জীবনকে জুম আউট করে, জীবন থেকে বের করে এটা দেখাতে পারে যে আ্যাকশন গুলো আপনি নিচ্ছেন সেগুলো কি আপনাকে আপনার  টার্গেটে পৌছাবে?আপনি এটাকে ইমাজিন করতে পারেন টাইম টেবিলের মাধ্যমে আপনি এই যাত্রা করতে পারবেন যে কতটুকু সময়ে কতটুকু স্পিডে আপনি আপনার টার্গেট এ পৌছাতে পারবেন।আর টাইম টেবিল ছাড়া আপনি যদি চলতে থাকেন,এটা না জেনে যে আপনাকে সেই রাস্তা কোথায় নিয়ে পৌছবে,এই জন্য টাইম টেবিল বানানো অনেক বেশী প্রয়োজন, কিন্তু এখন প্রশ্ন আসে যে, আমাদের টাইম টেবিল বানানোর আগে কোন বিষয়গুলোতে খেয়াল  রাখতে হবে,??

সবার প্রথমে আপনার ব্রেনে এ দুইটা বিষয় থাকতে হবে,যেমনঃ

(1) Long Term Goals.

(2) Short Term Goals.



Long Term আপনার উপর নির্ভর করে যে আপনি কত বড় রিচেন রাখতে পারেন কতটুকু পর্যন্ত ভাবতে পারেন কিন্তু has as to them কমপক্ষে আপনাকে এক বছর Long Term Goals রাখতেই হবে,এই জন্য সবার প্রথমে আপনি ভেবে নিবেন যে আপনার টার্গেট কি, এই বছরে আপনি কতো পারসেন্ট Archive করতে চান,মনে করেন আপনি এই বছরে 99% অর্জন করতে চান,এটা আপনার এটা Long Term Goals. আসলে এর মানে আপনাকে ফাইনাল পরিক্ষার আগে,সব পরিক্ষায়  at least 92% থেকে 93% marks অবশ্যই  উত্তর দিতে হবে,কারণ এই challenge সব সময় থাকে যে আপনি আপনার Goals থেকে সামান্য পিছিয়ে যান,এ জন্য আপনাকে বেশি accept করে সেই মোতাবেক পরিশ্রম করতে হবে। এখন আপনার Goals. যদি 99% থাকে তাহলে সবার প্রথমে আপানার মাথায় থাকা উচিত যে কতোটুকু আপানার সিলেবাস শেষ করতে হবে আর কতোটুকু  রিভিশন বাকি আছে। মনে করেন যে এক বার সিলেবাস আর দুইবার রিভিশন করতে হবে,এই টার্গেট কে Archive করার জন্য, এ জন্য আপনাকে এটা ভেবে নিতে হবে যে কত মাসে আপানাকে সিলেবাস শেষ করতে হবে,সেই মোতাবেক আপনি সেট করবেন আপনার এক মাস Goals মানে এই মাস পর্যন্ত আপানার কতো পারসেন্ট সিলেবাস শেষ হওয়া উচিত, আর তারপরে এক সপ্তাহ পর্যন্ত আপানার  কতোটুকু সিলেবাস শেষ করতে হবে, তারপরে আসে আজ আপনার কতো পারসেন্ট সিলেবাস শেষ হওয়া উচিত, কারণ আপনার কাছে সবসময় আজকের দিনাটি আছে, না কখনো কাল ছিলো,আর না কখনো কাল আসবে। এ জন্য আজ আপনি যে সিলেবাস শেষ করছেন, সেই অনুযায়ী আপনাকে Weekly Goals Archive করতে হবে,আর সেই Weekly Goals অনুযায়ী Monthly Goals এবং ফাইনালী আপনার Anually Goals Archive করতে হবে,মানে একদিন আগে আপনার মাথাই এই চিন্তা থাকতে হবে যে আপনাকে কাল কোন টার্গেট Archive করা উচিত, আর To Out  DAY আপনার মাথাই এটা রাখতে হবে এখন ফাইনালী এগুলো Decided করার পর Question আসে যে আমরা টাইম টেবিল কি ভাবে বানাবো।সব Trooper দের টাইম টেবিল রিভিউ করার পর আমি এই তিনটা ধাপ পেয়েছি যেটা ট্রপারস দের মধ্যে কমন ছিলো,আর সেটা হলো —


(1)Sleep
(2)Stress Buster
(3)Slots Of Time.

Sleep


Sleep একটা অনেক বড় Factor এটাকে আপনি Imagine করতে পারেন,একটা মোবাইল charging এর মত যখন আপনি ঘুমান তখন আপনি Charging হতে থাকেন,আর সেই ফ্রেশনেস এর পর যখন আপনি পড়াশোনা করেন সেটা সব থেকে scientifically আর Perfect Study.  এ জন্য ঘুমানো কোন Time Waste না, এটা আমদের এনার্জি দেয় যার দ্বারা আমরা আমদের টার্গেট পূরন করে নিজেদের কে Prepared করতে পারি,কিন্তু এটা খেয়াল রাখতে হবে যে আমরা যেন আমাদেরকে Overcharge না দেই,মানে বেশী না ঘুমাই Useless ঘুমালে Time Waste হয়।

Stress Buster


Next যেটা সবচেয়ে বেশী গুরুত্বপূর্ণ Alignment  পাওয়া গেছে সব Trooper দের i’s tarsi সেটা হলো
Stress Buster মানে প্রতেক ট্রপার তাদের প্রতেক দিনের টাইম টেবিল এমন ভাবে Include  করতেন যে এমন কোন না কোন  activities করে যার দ্বারা  Stress Release হয়ে যাবে, তার চিন্তা একটু কমে যাই, অনেকে এটার জন্য স্যোসাল মিডিয়ার সাহায্যে নেয়, যেমন — Facebook, WhatsApp, imo অথবা যেকোনো ভিডিও গেইম খেলে কিন্তু এটা অনেক কন্ট্রোল মেনারে হয়,এর মানে maximum one hours Everyday.

Slots Of Time


আর ফাইনালী আসে Slots Of Time প্রতেক ট্রপার তাদের টাইম টেবিল এভাবে বানাই না যে আমাকে এক ঘন্টা ইংলিশ পরতে হবে,এক ঘন্টা ম্যাথ করতে হবে,যখনই তারা টাইম টেবিল বানাই সেটাকে একটু টার্গেট according তৈরি করে মানে আজ আমাকে এই প্রশ্ন গুলো শেষ করতে হবে তিন ঘন্টার ভেতরে,তারপর এই সিলেবাস এক ঘন্টার মধ্যে আর এভাবে দুই, তিন স্ট্যাটাস সে রোজ প্রতেক দিন দেয়,আপনাকে আপনার i’s tarsi বারানোর জন্য আরো  দুইটা বিষয় বলি,প্রথম যে আপনি আপনার কাজের জন্য বেশী টাইম Archive কি ভাবে করতে পারেন,এবং 2nd সবার প্রথমে কোন কৌশলছি ব্যাপার শেষ করে আপনার সিডুলকে আরো Improve করার জন্য আপনাকে প্রতিদিন Useless Time কে Usefull Time এ কনভার্ট করতে হবে, যেমন যেকোনো পনেরো মিনিট, বিষ মিনিট, পঁচিশ মিনিট যেটা আপনি পান,যদি আপনি ট্রাভেলিং করছেন সে সময় আপনি সামান্য পড়তে পারেন, যদি আপনার সাথে বই থাকে, অথবা কোন লেকক্সার কে আপনি আপনার মাইন্ডে এ রিকল করেন। সেটা একটা effective Goals  এ কনভার্ট  হবে,Even মাথা নিচু করে হাটতে হাটতে আপনি Study নিয়ে ভাবতে পারেন। তাহলে এই টাইম গুলো আপনার Study এর টাইম এর সাথে Include করা যাবে, সেই সাথে বন্ধুদের সাথে আলোচোনা করার সময় আপনি কোন Useless বিষয় এ পরিবর্তে কোন লেকচার এর বিষয় এ আলোচোনা তাহলে সে সমস্ত সময় গুলো আপনার Study এর সময় এর সাথে Include হয়ে যাবে। আর সবাই তখন আপনাকে বলতে পারে এতো পড়ে কম তারপরেও সে মার্কস সবচেয়ে বেশী পাই কিভাবে,কারণ ব্যাসিক আপনি বই গুলো পড়েন না কিন্তু তারপরেও চলতে চলতে আপনি কোন কন্সেপ্ট এর বিষয়ে ভাবছেন তাহলে, সেটাও আপনার Study এর Time এর সাথে include হবে,আবার সবার মনে হবে আপনি না পড়ে সবার থেকে বেশী Marks Archive করেন,ফাইনালী লাস্ট এ আসে যে আপনি আপনার সিলেবাসের কোন পয়েন্ট সবার প্রথমে শেষ করবেন, এ জন্য যখনই আপনি কোন নতুন চ্যাপ্টার Start করবেন, তাহলে লাস্ট এর দিকের প্যাপারকে একবার দেখে নিবেন, যে কোন কোন প্রশ্ন সেই চ্যাপ্টার থেকে আজ করা  হয়েছে। এর ফলে আইডিয়া আসবে যে কোন কোনসেপ্ট বেশী ইম্পর্টেন্ট, আর একটা ভিসন তৈরি হয় সেই চ্যাপ্টারকে কনভেন্স করার জন্য। নিজের ব্রেইনে ছোট করে তৈরি করা, যে এখানে কোন কনসেপ্ট গুলা আছে আর কোন গুলো বেশী ইম্পর্টেন্ট, একবার যদি আপনার ব্রেইনে সেগুলার ইমেজ তৈরি হয়ে জাই তাহলে আগে সেগুলো শেষ করবেন তারপর বাকি কোনসেপ্ট কারণ এটা অনেক বেশী ইম্পর্টেন্ট যে আপনার মাথাইও Study কে dominant করেন মানে কোন Study আপনার জন্য ভাড়ি না হয়ে জায়। আর এটা তখনই সম্ভব যখন আপনার সিলেবাসকে condance করতে পারবেন।
বন্ধুরা এসব Depend করে আপানার ব্রেইন এর উপর যে আপনার জন্য কোন Method আপনার জন্য বেশী ইম্পর্টেন্ট, কোন  টাইম টা সঠিক পড়ার জন্ন্য কারণ আপনি আপনাকে সবার থেকে ভালো করে জানেন।এই জন্ন্য যেকোনো বিষয়কে যেকোনো টাইম টেবিলকে যদিও সেটা( I A S ) Trooper এর হোক বা ( I I T ) Trooper এর কোন কিছুই পাথ্রে খোদাই করা না।  এখনো যেটা আপনার জন্ন্য সবচেয়ে Best Way সেই বিষয়কে এপ্লাই করে, আর এই টাইম টেবিলকে প্রতেকবার Modify করার ট্রাই করেন,আর Improve করার ট্রাই করেন।।।





Leave A Comment