Study LightsStudy Lights

Blog Details

  • Home
  • Blog
  • Blog
  • সাইবার নিরাপত্তা সূচকে ২৫ ধাপ এগিয়েছে বাংলাদেশ

সাইবার নিরাপত্তা সূচকে ২৫ ধাপ এগিয়েছে বাংলাদেশ

আন্তর্জাতিক টেলিকমিউনিকেশন ইউনিয়নের (আইটিউ) আন্তর্জাতিক সাইবার নিরাপত্তা সূচকে (২০২০) ২৫ ধাপ এগিয়েছে বাংলাদেশ;

বিশ্বের ১৯৪টি দেশের সাইবার নিরাপত্তায় গৃহীত আইনি ব্যবস্থা প্রযুক্তিগত দক্ষতা, সাংগঠনিক ব্যবস্থা সক্ষমতা বৃদ্ধি ও পারস্পরিক সহযোগিতার ওপর ভিত্তি করে তৈরি করা সূচকে বাংলাদেশ এবার ৮১ দশমিক ২৭ নম্বর পেয়ে ৫৩তম স্থানে উঠে এসেছে;  আগে এ সূচকে বাংলাদেশের অবস্থান ছিল ৭৮তম;



আইটিউ’র ওয়েবসাইটে প্রকাশিত সর্বশেষ সূচকে ১০০ স্কোর নিয়ে সবচেয়ে ভালো অবস্থায় আছে যুক্তরাষ্ট্র; এরপর ৯৯ দশমিক ৫৪ সমসংখ্যক স্কোর নিয়ে যথাক্রমে দ্বিতীয় অবস্থানে রয়েছে যুক্তরাজ্য এবং সৌদি আরব;  ৯৯ দশমিক ৪৮ নম্বর নিয়ে তৃতীয় স্থানে আছে এস্তোনিয়া;




এশিয়া প্যাসিফিক অঞ্চলে বাংলাদেশের অবস্থান ১১তম;  ৯৮ দশমিক ৫২ স্কোর নিয়ে এই অঞ্চলে প্রথম অবস্থানে আছে কোরিয়া।  ভারত আছে ৪ নম্বর অবস্থানে। চীনের অবস্থান ৮ নম্বরে এবং পাকিস্তানের অবস্থান ১৪ নম্বরে;

বাংলাদেশের সরকারের সাইবার সিকিউরিটি নিয়ে কাজ করছে বিজিডি ই-গভ সার্ট; সংস্থাটির প্রকল্প পরিচালক তারেক এম বরকতউল্লাহ বলেন এটা সাইবার নিরাপত্তা বিধানে বাংলাদেশের ধারাবাহিক সক্ষমতারই প্রতিফলন যা ভবিষ্যতে আরও দক্ষতার সঙ্গে সাইবার হামলা প্রতিহত করতে উৎসাহিত করবে;





 

সাইবার নিরাপত্তায় দক্ষ জনবল তৈরিতে সাইবার ড্রিল

সাইবার সিকিউরিটি তে ক্যারিয়ার!

গুগল সম্পর্কে অভূতপূর্ব ২১ মজার তথ্য যা আপনার অজানা ! পর্ব-২

 

মোবাইল ইন্টারনেটের গতিতে বাংলাদেশ সিরিয়া-উগান্ডার চেয়েও খারাপ

Source: Prothom-alo

Leave A Comment