Study LightsStudy Lights

Blog Details

  • Home
  • Blog
  • Blog
  • জিআরই (GRE) পরীক্ষা নিয়ে বিস্তারিত নিয়ে বিস্তারিত তথ্য  

জিআরই (GRE) পরীক্ষা নিয়ে বিস্তারিত নিয়ে বিস্তারিত তথ্য  

আজকের আর্টিকেলে আমরা  জিআরই (GRE) পরীক্ষা নিয়ে বিস্তারিত নিয়ে বিস্তারিত তথ্য দিব………;

প্রথমেই জেনে নেওয়া যাক  জিআরই কি?

গ্র্যাজুয়েট বা মাস্টার্স প্রোগ্রামে ভর্তির ক্ষেত্রে আবেদনকারীর দক্ষতা যাচাইয়ের জন্য বিশ্বে বহুল ব্যবহৃত পরীক্ষাটির নামই হলো জিআরই;

আমরা সবাই জানি পড়াশোনার মান এবং ইভালুয়েশন পদ্ধতি দেশ, বিশ্ববিদ্যালয়েভেদে ভিন্ন; কোথাও ১০০ তে ৮০ পেলেই চার এ চার পাওয়া যায় আবার কোথাও চার পেতে ৯৭ পেতে হয়; এক দেশের বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর সাথে আরেক দেশের আরেক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর সিজিপিএ তুলনা করে সত্যিকার অর্থে কে বেশি মেধাবী তা নির্নয় করা দুরূহ; এখন যদি এই দুই শিক্ষার্থীই একটি কমন পরীক্ষা মানে জিআরই দেয় তাহলে তাদের জিআরই স্কোর দেখে তাদের মেধার তুলনামূলক সঠিক চিত্র পাওয়া যাবে;প্রতিবছর ১৬০ টি দেশের ১০০০ এরও বেশি টেস্ট সেন্টারে হাফ মিলিয়নের থেকে বেশি শিক্ষার্থী জিআরই জেলারেল টেস্ট দিয়ে থাকে;

জিআরই এক্সাম কত ভাগে নেওয়া হয়?

জিআরই এক্সাম ৩ ভাগে নেওয়া হয়ে থাকে;

এনালাইটিকাল রাইটিং
ভার্বাল এবং
কোয়ান্টিটেটিভ

এনালাইটিকাল রাইটিংয়ের সময় ১ ঘণ্টা, মানে ৬০ মিনিট; এই সময়ে আপনাকে ইস্যু এবং আরগুমেন্টিভ এই দুই ধরনের রচনা লিখতে হবে; প্রতি সেকশনে বরাদ্দ থাকবে ত্রিশ মিনিট সময়; নাম্বার দেওয়া হয় ১ থেকে ৬ স্কেলে; ইংরেজিতে লেখার দক্ষতা এবং আপনার বিশ্লেষণী দক্ষতা ভালো হলে রাইটিংয়ে সহজেই ৩.৫ – ৪ পাওয়া সম্ভব;

ভার্বাল এবং কোয়ান্টিটেটিভের নাম্বার থাকে ১৭০ করে সর্বমোট ৩৪০ এবং প্রতিটি ভাগে দুই সেট করে প্রশ্ন আসে;এখানে উল্লেখ্য যে জিআরইতে ০ পাওয়া যায় না। স্কোর রেঞ্জ হলো ২৬০ থেকে ৩৪০; মানে সর্বনিম্ন ২৬০ পাওয়া যায় এবং সর্বোচ্চ ৩৪০ পাওয়া সম্ভব; ভার্বালে দুই সেকশনে ২০টি করে সর্বমোট ৪০টি প্রশ্ন দেওয়া হয় এবং তার জন্য থাকে এক ঘণ্টা সময়; অন্যদিকে কোয়ান্টিটেটিভে একই সংখ্যক প্রশ্নের জন্য ৩৫ মিনিট করে সর্বমোট ৭০ মিনিট দেওয়া হয়। প্রতিটি প্রশ্নের মান ১;

এছাড়া অনেক সময় অতিরিক্ত সেট হিসেবে ভার্বাল কিংবা কোয়ান্টিটেটিভ থেকে আপনার জন্য প্রশ্ন দেওয়া হতে পারে– যেটার জন্য কোনো স্কোরিং হয় না; যেহেতু আপনি জানেন না কোন সেকশনে স্কোরিং করা হয় না, তাই আপনাকে প্রতিটি সেকশনই খুব ভালোভাবে দিতে হবে;

জি আর ই ফি

জিআরই ফি– ২০৫ ইউএস ডলার;

Read More: জার্মানি তে পড়াশোনার জন্য যেতে চান ?

Leave A Comment