Study LightsStudy Lights

Blog Details

  • Home
  • Blog
  • Blog
  • চুরিকৃত বন্ধ হয়ে যাওয়া স্মার্টফোন খুঁজে বের করবেন যেভাবে ;

চুরিকৃত বন্ধ হয়ে যাওয়া স্মার্টফোন খুঁজে বের করবেন যেভাবে ;

তবে সহজ কিছু উপায় জানা থাকলে হারিয়ে যাওয়া বা চুরি হওয়ার পরও বন্ধ থাকা স্মার্টফোন খুঁজে পাওয়া সম্ভব। চলুন পাঠক, জেনে নেই কীভাবে বন্ধ হয়ে যাওয়া স্মার্টফোন খুঁজে বের করা সম্ভব ;

 

প্রথমেই অ্যান্ড্রয়েড ফোনের নিয়মগুলো

অ্যান্ড্রয়েড ডিভাইস ম্যানেজার ব্যবহার করে হারিয়ে যাওয়া অ্যান্ড্রয়েড ডিভাইস খুঁজে পাওয়া সম্ভব ; যে কোনও স্মার্টফোন অথবা কম্পিউটারে ব্রাউজার ওপেন করে অ্যান্ড্রয়েড ওয়েবসাইট খুলুন ; তারপরে নিজের Google অ্যাকাউন্ট ব্যবহার করে লগ ইন করুন ; আপনার কাছে একাধিক অ্যান্ড্রয়েড ডিভাইস থাকলে, যে ডিভাইসটি হারিয়ে গিয়েছে, কেবল মাত্র সেটিই সিলেক্ট করুন ; এবার একটি ম্যাপের উপরে নিজের ফোনের লোকেশন দেখতে পাবেন ;

আপনার আশপাশে ফোনের লোকেশন দেখালেই, প্লে সাউন্ড অপশনটি সিলেক্ট করুন ; এই অপশন সিলেক্ট করলে একটানা ৫ মিনিট আপনার হারিয়ে যাওয়া স্মার্টফোন রিং হতে থাকবে ; এমনকি, ফোন সিলেক্ট অথবা ডু নট ডিসটার্ব মোডে থাকলেও, এই অপশনে ফোন বাজতে থাকবে ; এভাবেই খব সহজে খুঁজে পেতে পারেন আপনার অ্যান্ড্রয়েড স্মার্টফোনটিকে ;

 

হারিয়ে যাওয়া আইফোন খুঁজে পাবেন কী ভাবে?

হারিয়ে যাওয়া আইফোন খুঁজে পাওয়ার জন্য সেরা টুল ফাইন্ড মাই আইফোন  ; আই ক্লাউড (iCloud.com) ওয়েবসাইট থেকে ফাইন্ড মাই আইফোন টুল ব্যবহার করা যাবে ; সেখানে নিজের অ্যাপল অ্যাকাউন্ট ব্যবহার করে সাইন ইন করে অল ডিভাইসেস অপশনটি সিলেক্ট করুন ; এবার নিজের হারিয়ে যাওয়া ফোন সিলেক্ট করুন। তারপরে একটি ম্যাপের উপরে আপনার হারিয়ে যাওয়া ফোন কোথায় রয়েছে, তা দেখিয়ে দেবে এই টুল ; এইভাবে খুব সহজেই হারিয়ে যাওয়া আইফোন খুঁজে পাওয়া যাবে ;

 

হারিয়ে যাওয়া ফোন লক করবেন কী ভাবে?

সব স্মার্টফোনেই থাকে অনেক গুরুত্বপূর্ণ ও ব্যক্তিগত তথ্য ; তাই, আপনার ফোনে লক না থাকলে, ফোন হারিয়ে যাওয়ার পরেও তা সুরক্ষিত রাখার জন্য লক করা সম্ভব ; ফাইন্ড মাই ডিভাইস থেকে ফোন লক করার অপশন দেখতে পাবেন, যা আপনার লেনদেন বা ব্যাংকিং জনিত অ্যাপের পাশাপাশি অন্যান্য সোশ্যাল অ্যাপকে সুরক্ষিতও রাখতে সাহায্য করবে ;

 

আইফোন লক করা ক্ষেত্রে অনুসরন করুন

  • আই ক্লাউড (iCloud.com) ওয়েবসাইট থেকে ফাইন্ড মাই আইফোন (Find My iPhone) ওয়েবসাইট ওপেন করুন ;
  •  নিজের অ্যাপল (Apple) অ্যাকাউন্ট ব্যবহার করে লগ ইন করুন ;
  •  এবার স্ক্রিনের উপরে ডিভাইস মেনুতে ক্লিক করুন ;
  •  তার পরে হারিয়ে যাওয়া আইফোন (iPhone) সিলেক্ট করুন ;
  • এবার (Lost Mode) সিলেক্ট করুন ;
  •  এরপরে একটি কন্ট্যাক্ট নম্বর বেছে নিন ;
  • এবার নেক্সট (Next) অপশনে ক্লিক করুন ;
  • তার পরে কোনও মেসেজ পাঠাতে চাইলে, তা টাইপ করে সেন্ড করে দিন ;
  •  সব শেষে ডান (Done) অপশনে ক্লিক করুন ;

 

আরও পড়ুন ঃ-

রিফারবিশড ফোন কি কিভাবে তৈরী হয় ?

 

এছাড়াও, ফাইন্ড মাই ডিভাইস টুল ব্যবহার করে হারিয়ে যাওয়া অ্যান্ড্রয়েড ফোন লক করা সম্ভব ; পাসওয়ার্ড অথবা পিনের মাধ্যমে হারিয়ে যাওয়া ফোনকে সুরক্ষিত রাখা যাবে ;

এই জন্যে প্রথমে আপনাকে ব্রাউজারে গিয়ে গুগল ফাইন্ড মাই ডিভাইস (Google Find My Device) সার্চ করে নির্দিষ্ট ওয়েবসাইট ওপেন করতে হবে ;

  •  এরপর হারিয়ে যাওয়া ফোনে যেই গুগল অ্যাকাউন্ট ব্যবহার করা সেই অ্যাকাউন্টে লগ ইন করতে হবে ;
  •  মেনু থেকে নিজের হারিয়ে যাওয়া ফোন সিলেক্ট করুন ;
  •  এবার সিকিউর ডিভাইস (Secure Device) অপশনে ক্লিক করুন ;
  • তারপরে ফোনে কোনও মেসেজ পাঠাতে চাইলে তা টাইপ করুন ;
  •  সব শেষে আবারও সিকিউর ডিভাইস (Secure Device) সিলেক্ট করুন ;

Source: – ইত্তেফাক/আরকে

Leave A Comment