Blog Details

  • Home
  • Blog
  • Blog
  • নতুন ফিচার আনলো হোয়াটসঅ্যাপ ফেসবুক মালিকানাধীন প্রতিষ্ঠানটি

নতুন ফিচার আনলো হোয়াটসঅ্যাপ ফেসবুক মালিকানাধীন প্রতিষ্ঠানটি

বিশ্বব্যাপী প্রায় ২৫০ কোটি গ্রাহক প্রতিদিন হোয়াটসঅ্যাপ ব্যবহার করেন ; এই বিপুল পরিমাণ গ্রাহকের লোড নেওয়ার জন্য ছবি কমপ্রেস করতে বাধ্য হয় ফেসবুক মালিকানাধীন এই ম্যাসেজিং সেবা দাতা প্রতিষ্ঠানটি ;



তবে এই সমস্যার সমাধান করতে হোয়াটসঅ্যাপ এমন একটি ফিচার নিয়ে আসছে, যেখানে ছবি শেয়ার করার সময় কোয়ালিটির সমস্যার সম্মুখীন হতে হবে না ;

ভারতীয় সংবাদ মাধ্যম ইন্ডিয়ান টাইমসে প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়, হোয়াটসঅ্যাপে ব্যবহার করে পাঠানো ছবির কোয়ালিটি প্রায়ই খারাপ হয়ে যায় ; কারণ যে কোনও চ্যাটে ছবি পাঠানোর আগে ছবি কমপ্রেস করে হোয়াটসঅ্যাপ ; যদিও নতুন ফিচারে ছবি পাঠানোর আগে কোয়ালিটি সিলেক্ট করতে পারবেন গ্রাহক ; ইতিমধ্যেই আইওএস বিটা ভার্সনে হাই রেজ়োলিউশন ছবি পাঠানোর অপশন দেখা গিয়েছে ; এছাড়াও, রয়েছে একটি ডেটা সেভার অপশন ; অর্থাৎ এবার থেকে আর হাই কোয়ালিটি ছবি পাঠানোর জন্য উই ট্রান্সফার অথবা গুগল ড্রাইভের সাহায্য নিতে হবে না ;



যদিও, বেস্ট কোয়ালিটি সিলেক্ট করলেও শতভাগ কোয়ালিটির ছবি পাঠানো যাবে না ; সেরা কোয়ালিটি পছন্দ করলে ৮০ শতাংশ ছবির কোয়ালিটি বজায় রাখবে মেসেজিং প্ল্যাটফর্মটি ; হোয়াটসঅ্যাপের মাধ্যমে পাঠানো সব ছবিতে হাই রেজোলিউশনের প্রয়োজন হয় না। যেমন , মিম অথবা অন্যান্য ফরওয়ার্ড ছবিতে কমপ্রেস হলে তা দ্রুতই সেন্ড হবে এবং তাতে ডেটাও বাঁচবে  অন্যদিকে বন্ধুর সঙ্গে ঘুরতে যাওয়ার ছবি শেয়ার করার সময় হাই কোয়াটি পাঠাতেই পছন্দ করবেন সকলে  ;



আপাতত হোয়াটসঅ্যাপ বিটা ভার্সনে এই ফিচার চালু করেছে। তবে ধরে নেওয়া যেতে পারে খুব দ্রুত সব ফোনে এই ফিচার চালু করে দিবে হোয়াটসঅ্যাপ ; এছাড়াও, শীঘ্রই হোয়াটসঅ্যাপ এ আসছে মাল্টি ডিভাইস সাপোর্ট ফিচার ; একসঙ্গে চারটি ডিভাইসের সঙ্গে কানেক্ট করা যাবে এই মেসেজিং সার্ভিস ; এই ফিচার চালু হলে কম্পিউটার ও

 ডিভাইস থেকে হোয়াটসঅ্যাপ কানেক্ট করার জন্য স্মার্টফোন ব্যবহার করতে হবে না।

Source : ইত্তেফাক/আরকে


আরও পড়ুন ঃ-

হোয়াটসঅ্যাপ এর যে চমকপ্রদ বিষয় আপনার অজানা !



Leave A Comment