Study LightsStudy Lights

Blog Details

কেন

গল্প পুরো সত্য
স্যার যেন পুরাই দেশি বিদেশী এক বাক্স তথ্য!
স্যার তো নয় বেশি বয়স্ক!
তবু কেন ছাত্র-ছাত্রীরা ক্লাসে অন্য মনস্ক?
স্যার প্রতিদিনই পানির বোতল নিয়ে আসে
তবে কেন ক্লাসে এত ঘন ঘন কাশে?
পড়ানোতে থাকে স্যারের বিশাল মনযোগ!
কারোর কোন কথাতে হয় না মনঃসংযোগ।।
সবাই ব্যস্ত থাকে ফেসবুক লুডু স্টারে
স্যারের ক্লাস কেন নেই না আমলে?
স্যার আসেন নিয়ে সামান্য নিলীমা
তবে কেন ছাত্র ছাত্রীদের মাঝে ছড়িয়ে দেন তার শেষ সীমানা?
স্যার পড়াতে ব্যস্ত ম্যাক্রো মাইক্রো
বাইরে কেন সাতজন নাটকে মত্ত?
স্যার তো নয় জড় পদার্থ স্থির
সবাই তবে কেন এতো অস্থির?
৭টাতে শুরু করে অঃসস্তির ২ঘন্টা ক্লাসে
ঠিক ৯টাতেও কেন মন চায় না ছাড়তে??
তারপরও কতজন ব্যস্ত তৈরিতে নোট খাতা
তাইতো বলতে হয় হুমায়ূন আহমেদের একটি কথা
“কাহারো হাসি ছুড়ির মত কাটে
কাহারো হাসি অশ্রু জলের মত ঝড়ে”
হাজিরাতে যদি কারও পড়ে যায় রেশ
স্যার কেন হন এতো নাখোশ?
স্যারের কথাই কি উচিৎ সব?
ছাত্র ছাত্রীদের কথা হয় না কেন অসুভব?
তবে আর যাই হোক স্যার কিন্তু বেশ ঠান্ডা
মনে হয় HE  COMES FROM উগান্ডা।।।

Leave A Comment