Study LightsStudy Lights

Blog Details

লিজেন্ড লিও

আজ ২৪ শে সে যুবক বত্রিশে দিয়েছে পা
কৈশর থেকেই সেই বালককে আটকানো গেল না;
মাঠে থাকলেই দেখে নেয়া যায় কি করে যে গোল হয়
কোন শক্তিতে সে যুবক যেন দমাবার পাত্র নয়
কত ভালবাসা কত সফলতা কত সে অর্জন
সদাহাস্য স্বল্পভাষী নেই তো আহামরি কোন গর্জন;
সবাই বলে তারে যাদুকর আমরা বলি কারিগর
সে এল
ফুটববল জগৎই যেন পাল্টে গেল;
তার পায়ে বল মানে
গোলকিপার বোকা বনে যাবে নিশ্চয়
বল পায়ে যাদুমাখা তার
গোলের আনন্দে যেন আছড়ে পড়ে গ্যালারীর চিৎকার;
বাম পায়ে বল নিয়ে ডি বক্সে যায়
ল্যাং মেরে ফেলে দেয়
৪-৫ জনে জার্সি দেয় টান;
তবুও আটকে যায় না সে
বল মেরেই দু হাত উচু করে সৃষ্টিকর্তাকে যেন গোলটা উৎসর্গ করে ।।
কখনও ফ্রী কীকের দূর্দান্ত শট
প্রতিপক্ষ ফুটবলার রা দেখে হয়ে যায় কুপোকাত
হেটার্সরা করো যারা ট্রল
জেনে রেখো তোমাদের সেরা খেলোয়ার
নয় তার বাম পায়েরও সমান;
তাহার মাঝেই ফুটবল আজ পূর্নতায়
বিশ্বকাপও দেখো উঠবে তার হাতের মুঠোয় ;
এতক্ষনে যারে করিলাম সংক্ষীপ্ত বর্ণন
সে তো নয় কারো অপরিচিত জন
ফুটবলের বরপুত্র জাদুকরী জাদুকর
বেচে থাকো ভক্তের মাঝে চিরকাল।।

Leave A Comment