Study LightsStudy Lights

Blog Details

  • Home
  • Blog
  • Blog
  • ইন্টার্নশীপ কোথায় নিবো? ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং ;

ইন্টার্নশীপ কোথায় নিবো? ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং ;

ইন্টার্নশীপ – ইন্টার্নশিপকে বলা যেতে পারে শিক্ষাজীবন এবং পেশাগত জীবনের মাঝখানের গুরুত্বপূর্ণ ট্রাঞ্জিশন পিরিয়ড ;

আজকাল চাকরিতে অভিজ্ঞতা ছাড়া আবেদনই করা যায় না ; তাই এ ক্ষেত্রে ইন্টার্নশীপ মাত্র পড়ালেখা শেষ করা শিক্ষার্থীদের অভিজ্ঞতার অভাবটা কিছুটা হলেও পুরন করে আশা করি;

বর্তমানে ইন্টার্নশিপ ফুল টাইম চাকরির মতো এবং ইন্টার্ন হিসাবে আপনাকে একজন ফুল টাইম চাকুরে হিসাবে কাজ করতে হয় ; এই লিখাটি মূলত ইন্টার্নশীপ কিভাবে খুঁজে পেতে পারেন, কি ধরনের পূর্বপ্রস্তুতি নিতে হয় এবং নতুন কাজের পরিবেশের সাথে দ্রুত এবং দক্ষতার সাথে কিভাবে খাপ খেয়ে সফলতার সাথে ইন্টার্নশীপ সম্পন্ন করা যায় সেই আলোকে লেখা হয়েছে আশা করি বাস্তব জীবনে কাজে লাগবে;

ইন্টার্নশীপ খোজ করবেন যেভাবে ঃ–

১। ক্যারিয়ার কাউন্সিলিং নেতা অনেক শিক্ষা প্রতিষ্ঠানেই ক্যারিয়ার সেন্টার থাকে ; সেখানে ক্যারিয়ার কাউন্সিলরদের কাছে বর্তমান এবং পূর্বে শিক্ষার্থীদের ইন্টার্নশিপের ব্যাপারে তথ্য থাকে ; তারা এলাকাভিত্তিক এবং এমনকি জাতীয়ভাবে বিভিন্ন প্রতিষ্ঠানের অন-ক্যাম্পাস নিয়োগকারীদের সাথে কাজ করে থাকেন ; সুতরাং, ক্যারিয়ার কাউন্সিলার আপনার জন্য ইন্টার্নশিপের একটি ভালো মাধ্যম ।

২। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ক্যারিয়ার কাউন্সিলারদের মতো আপনার বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের কাছেও তথ্য থাকতে পারে যে শিক্ষার্থীরা এখন কোথায় ইন্টার্ন করছেন বা আগে কোথায় ইন্টার্ন করেছেন ; এছাড়া অনেক শিক্ষক একাডেমির বাইরে বিভিন্ন সংস্থা ও প্রতিষ্ঠানের সাথে পরামর্শ, গবেষণা এবং অন্যান্য কাজের সম্পর্ক থাকে ; এইভাবে তারা এই প্রতিষ্ঠানগুলোতে ইন্টার্নশিপ প্রোগ্রামগুলি সম্পর্কে আপনাকে তথ্য দিতে পারবে।

৩। পরিবার ও পরিচিতজনদের মাঝে নেটওয়ার্কিং পরিবারের সদস্য, বিভিন্ন আত্মীয় এবং পরিচিতজনদের সাথে আপনার লেখাপড়া সম্পর্কে অবগত করুন ; কারণ তাদের অনেকেই বিভিন্ন ভাবে বিভিন্ন প্রতিষ্ঠানের সাথে যুক্ত থাকেন যেখানে হয়তো ইন্টার্নশীপের সুযোগ আছে।

৪। বন্ধুদের মাঝে নেটওয়ার্কিং – আপনার সহপাঠী ও বন্ধুদের মাঝে অনেকেরই পরিচিত কিংবা আত্মীয় বিভিন্ন প্রতিষ্ঠানের সাথে সম্পৃক্ত থাকতে পারে ; যারা আপনার ইন্টার্নশীপ পাওয়ার ব্যাপারে পাশে থাকতে পারে কিংবা এই সহপাঠী এবং বন্ধুদের মাঝে অনেকেই হয়তো ইন্টার্নশীপ করছে এবং তাদের কাছে এরকম আরও সুযোগের ব্যাপারে তথ্য আছে। যার ফলে তাদের প্রতিষ্ঠানে বা অন্য কোন প্রতিষ্ঠানে আপনাকে তারা সুযোগ করে দিতে পারে;

৫। জব ফেয়ার আজকাল অনেক শিক্ষা প্রতিষ্ঠানই জব ফেয়ারের আয়োজন করে থাকে ; এখানে অনেক প্রতিষ্ঠান অংশগ্রহণ করে থাকে যারা ইন্টার্নশীপ এবং জবের জন্য সিভি গ্রহণ করে থাকে ;

৬। ইন্টারনেটের মাধ্যমে – ইন্টারনেটে চাকরির বিভিন্ন ওয়েবসাইট এবং অ্যাপে অনেক সময় ইন্টার্নশীপের খোজ পাওয়া যায় ; এছাড়া এমনিতেও ইন্টার্নশীপ এবং নিজের এলাকা লিখে সার্চ করলেও আশেপাশের প্রতিষ্ঠানগুলোতে সুযোগ থাকলে জানা যায়।

ইন্টার্নশীপের পুর্ব প্রস্তুতিঃ-

কোন চাকরি বা ইন্টার্নশীপের জন্য সিভি খুব গুরত্বপূর্ণ ; কারণ নিয়োগকারীদের কাছে এটি আপনাকে উপস্থাপন করে এবং এটি আপনাকে ইন্টারভিউতে পৌঁছে দিতে পারে ;সিভি তৈরি করতে হবে নির্ভুল ভাবে; এতে কোন রকম মিথ্যা বা ভুল তথ্য রাখা যেন না থাকে ;সাথে ভালো ফর্মেটের কভার লেটার থাকলে আরও ভালো হয়।

ইন্টারভিউর প্রস্তুতি নিন ; প্রতিষ্ঠানের ব্যাপারে খোজ খবর নিন এবং প্রাসঙ্গিক বিভিন্ন টপিক নিয়ে পড়াশুনা করুন ;

লক্ষ্য নির্ধারন করুন ; কি ধরনের প্রতিষ্ঠানে ইন্টার্নশিপ করতে চান, কোন ধরনের কাজের প্রতি আপনি আগ্রহী, বিনা বেতনে করতে আগ্রহী কিনা, কি ধরনের প্রতিষ্ঠানে ইন্টার্নশিপ করলে আপনার ক্যারিয়ারের জন্য লাভবান হবেন – এসব ব্যাপারে সিদ্ধান্তে আসুন ;

মাইক্রোসফট ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট, ইমেইল, ইন্টারনেটের উপর দক্ষতা বাড়ান ; এর পাশাপাশি যোগাযোগ এবং রিপোর্ট লেখার মত ব্যাপারগুলোও আয়ত্ত করুন।

আশা করি আপনার ক্যারিয়ারের জন্য লেখাটা কাজে দিবে ।

আরো পড়ুন ঃ- সাফল্যের সাথে ইন্টার্নশীপ সম্পন্ন করার কিছু কৌশল ; ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং ।

Leave A Comment