Study LightsStudy Lights

Blog Details

  • Home
  • Blog
  • Blog
  • ১ম পর্বের শিক্ষার্থীদের নিয়ে ভাবনার কথা জানালোঃবাকাশিবো; অনলাইনে ক্লাস শুরু ৩ জানুয়ারি

১ম পর্বের শিক্ষার্থীদের নিয়ে ভাবনার কথা জানালোঃবাকাশিবো; অনলাইনে ক্লাস শুরু ৩ জানুয়ারি

ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং শিক্ষাক্রমের ১ম পর্বের শিক্ষার্থীদের অনলাইন ক্লাস শুরু ৩ জানুয়ারি

 

করোনা মহামারির কারনে দীর্ঘ ১০ মাস বন্ধ রয়েছে দেশের সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান ; তারই ধারাবাহিকতায় দেশের সমস্ত পলিটেকনিক ইন্সটিটিউট সমূহও বন্ধ রয়েছে;বিভিন্ন মহলের উদ্যোগে সেমিস্টার ও শিক্ষাবর্ষ শেষ করার প্রচেস্টা করে যাচ্ছেন; কিন্তু পলিটেকনিক ইন্সটিটিউটের শিক্ষার্থীরা এক প্রকার অভিভাবকহীন অবস্থায় রয়েছে; ২০২০-২১ শিক্ষা বর্ষে ভর্তি হওয়া শিক্ষার্থীরা তাদের ভবিষ্যৎ নিয়ে উদ্বিগ্ন যার ফলে তাদের ঝড়ে পড়ার প্রবল সম্ভাবনা তৈরী হয়;

বেশ কয়েকটি মহল থেকে কারিগরি শিক্ষাবোর্ডকে নতুন শিক্ষার্থীদের ব্যাপারে সিদ্ধান্ত নিতে অনুরোধ জানান বিষয়টি  গুরুত্বের সাথে আমলে নেয় বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড;

অদ্য ৩০/১২/২০২০ইং তারিখে ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের নিয়ে একটি নোটিশ প্রদান করেন; কারিগরি শিক্ষাবোর্ডের উপপরিচালক মহোদয়ের সাক্ষরিত নোটিশে বলা হয় পূর্বের বছর গুলোতে ২য়, ৪র্থ, ৬ষ্ঠ ও ৮ম পর্বের পরীক্ষা সমাপ্তির পর ১ম পর্বের ক্লাশ অন্যান্য পর্ব ৩য়, ৫ম ও ৭ম সেমিস্টারের সাথে শুরু হয়ে থাকে। কোভিড-১৯ পরিস্থিতির জন্য ২য়,৪র্থ, ৬ষঠ ও ৮ম পর্বের পরীক্ষা গ্রহণের সিদ্ধানত প্রক্রিয়াধীন; অন্যদিকে ২০২০-২১ শিক্ষাবর্ষে ভর্তিকৃত ১ম পর্বের শিক্ষার্থীরা ইনস্টিটিউটের সাথে দীর্ঘসময় এটাচমেন্টে না থাকলে ঝরে পড়ার সম্ভাবনা রয়েছে।

এমতাবস্থায়, কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভ়াগ, শিক্ষা মত্রণালয়ের নির্দেশনা মােতাবেক ইনস্টিটিউটের সাথে
ক্ষা্থীদের এটাচমেন্ট রক্ষার্থে আগামী ০৩ জানুয়ারি ২০২১ খ্রি. রােজ রবিবার হতে সকল ডিপ্লোমা (ইঞ্জিনিয়ারিং,টেক্সটাইল,এগ্রিকালচার,ফিসারিজ,ফরেস্ট্রি,ও লাইভস্টক) শিক্ষাক্রমের ১ম পর্বের অনলাইন ক্লাশ শুরু করার জন্য
সংশ্লিষ্ট সুকল ইনস্টিটিউট কে নির্দেশ প্রদান করা হলা;

প্রতিষ্ঠান প্রধানগণ ১ম পর্বের শিক্ষার্থীদের সাথে মােবাইল/সােস্যাল, মিডিয়ার মাধ্যমে অনলাইন ক্লাশ নিশ্চিত করবেন;

 

সোর্সঃ বিটিইবি

Read More: সাফল্যের সাথে ইন্টার্নশীপ সম্পন্ন করার কৌশল ;

Leave A Comment