Study LightsStudy Lights

Blog Details

  • Home
  • Blog
  • Blog
  • হ্যাকার রা কেন একত্রে একাধিক মনিটর ব্যবহার করে?

হ্যাকার রা কেন একত্রে একাধিক মনিটর ব্যবহার করে?

হ্যাকাররা কেন একত্রে একাধিক মনিটর ব্যবহার করে?

হ্যাকার শব্দটা অনেক রকম অর্থে ব্যবহার করা হয়; তার মধ্যে একটা হল কম্পিউটার প্রযুক্তিতে অত্যন্ত দক্ষ কেউ; যদিও আমাদের প্রশ্নে বলা হয়েছে হ্যাকারেরা একাধিক মনিটর ব্যবহার করে কেন; বাস্তবে অনেক ধরনের কাজে একাধিক মনিটর ব্যবহারের নজির দেখা যায়; যত গুলো মনিটর থাকবে তত বেশি তথ্য এক দৃষ্টিতে দেখা যাবে; কম স্ক্রল করতে হবে, কম ইউন্ডো সুইচ করতে হবে; ফলে কাজের গতিও বাড়বে;

যদি আমি আমার কথায় বলি আমি পেশায় কম্পিউটার প্রকৌশলী;

আমি বর্তমানে বাড়িতে দুইটা স্ক্রিন ব্যবহার করি; আমার ল্যাপটপের স্ক্রিন এবং তার সাথে একটা আলাদা বড় স্ক্রিন; বড়টা উপরে থাকে, সেখানে সমস্ত কোড লেখালেখি, টার্মিনালে গুঁতাগুঁতি চলে;নিচে ল্যাপটপের ছোট স্ক্রিনে ব্রাউজার ইত্যাদি খোলা থাকে;তাতে ইমেইল, স্ল্যাক ইত্যাদি যোগাযোগ রক্ষার সফটওয়্যার চলে, যখন ওয়েব ডেভলপমেন্টের কাজ করি তখন কাজের “ফলাফল”টাকেও নিচে অপেক্ষাকৃত ছোট স্ক্রিনে দেখি;

অফিসে আমার চাকুরিদাতা তিনটা স্ক্রিনের ব্যবস্থা করে দিয়েছে। দুইটা বড় স্ক্রিনের পাশে আমার ল্যাপটপ তৃতীয় স্ক্রিন হিসেবে থাকে। এখানেও ল্যাপটপের ছোট স্ক্রিনে ইমেইল, স্ল্যাক ইত্যাদি চলে। একটা বড় স্ক্রিন নব্বই ডিগ্রি ঘুরিয়ে উলম্ব করে নিয়েছি, বিশাল লম্বা কোডে ভরা ফাইল পড়তে, লাইনের পর লাইন লগ দেখতে অথবা লম্বা ডকুমেন্টেশন পড়তে সুবিধা হয়। আর আনুভূমিক বড় স্ক্রিনে থাকে কোড লেখালেখি, কখনো আরেকটা ব্রাউজার ইউন্ডো খুলে এখানে “কাজ” টাও দেখা যায়। যখন কোন সহকর্মীর সাথে জোড়া-প্রোগামিং (pair programming) করি তখন এই দুই স্ক্রিন খুব কাজে দেয়।

অন্য পেশার লোকেও একাধিক স্ক্রিন বা মনিটর ব্যবহার করে। গ্রাফিক্স ডিজাইন, ত্রিমাত্রিক মডেলিং, চলচ্চিত্র সম্পাদনা এধরনের কাজ যারা করে তাদের একাধিক মনিটর থাকলে খুব সুবিধা হয়। তারা একটায় কাজ করতে পারে, অন্যটায় ফলাফল দেখতে পারে। যেমন, এক মনিটরে ব্লেন্ডার (সফটওয়্যারের নাম) দিয়ে কিছু মডেলিং করছে, পাশে অন্য মনিটরে রেন্ডার করা ফলাফল দেখছে।

বিনোদনেও কেউ কেউ একাধিক স্ক্রিন ব্যবহার করে। আমার চেনা একজন গেমার আছে, সে পাঁচটা স্ক্রিন বসিয়ে প্লেস্টেশন বানিয়েছে। তার খেলার আসনে বসলে মনে হয় গেমের ভেতর ঢুকে পড়েছি। অবশ্য এটা বেশ বাড়বাড়ী করেছে বলে আমার মনে হয়। অনেক গেমার তিন স্ক্রিনের প্লেস্টেশন বসায় দেখেছি। একটা সামনে আর দুই পাশে দুইটা। গেমিং হল বিনোদনের মাধ্যম। যার যার সাধ্য আর রুচির উপর নির্ভর করে কে কয়টা মনিটর বসাবে।

 

Read More: সফটওয়্যার ক্রাক বন্ধ করা যায় কি?

C: http://Google,com

Leave A Comment