Study LightsStudy Lights

Blog Details

  • Home
  • Blog
  • Blog
  • জ্ঞান বুদ্ধি আর অভিজ্ঞতার পার্থক্য কি?

জ্ঞান বুদ্ধি আর অভিজ্ঞতার পার্থক্য কি?

জ্ঞান বুদ্ধি আর অভিজ্ঞতার পার্থক্য কি? আমরা বুঝতে চেস্টা করি কিন্তু মিল খুঁজে পায় না; আজকে আমরা একটি গল্প দিয়ে  গল্পের মাধ্যমে বোঝানোর চেস্টা করবো-

মনে করুন আপনার নাম আপনার আম্মা আপনাকে বললো “রহিম, স্কুলে গিয়ে একদম দৌড়াদৌড়ি করবে না, ছোটাছুটি করবে না, মারামারি করবে না ; একদম ভালো ছেলে হয়ে থাকবে।”

আপনি মনোযোগ দিয়ে শুনলেন এবং মায়ের কথাগুলো নিজের মনে খোদাই করে রেখে দিলেন।

এটা হলো “জ্ঞান”!

স্কুলে গিয়ে বন্ধুদের মুখে শুনলেন আজ থেকে নাকি আপনাদের স্কুলে “এন্যুয়াল স্পোর্টস ইভেন্ট” শুরু হবে। আপনার সব বন্ধুরা দৌড়, লং জাম্প, হাই জাম্প, ফুটবলে অংশগ্রহণ করছে। আপনার আম্মার বাধার কথা স্মরনে কিছুতেই খেলতে রাজী হলেন না। কারন মা বারণ করেছে! পড়াশোনার কোনো গেম হলে তবেই তবেই আপনি খেলবেন!

এটা হলো “বুদ্ধি”!

বাড়ি ফিরতে আপনার মুখে স্কুলের সব ঘটনা শুনে মায়ের মুখ কালো হয়ে গেল। আপনাকে বকুনি দিয়ে বললো,” অযথা ছুটাছুটি করতে বারণ করেছি। খেলতে নয় ! বুদ্ধি লাগাও একটু!”

পরেরদিন স্কুলে গিয়ে আপনি শুনলেন আগেরদিনের মতো আজও দৌড়, লং জাম্পের বাছাইপর্ব চলবে। প্রচুর স্টুডেন্ট কিনা! আগেরদিনের কথা স্মরণ করে আপনি ভাবলেন, “আজকে সে সব স্পোর্টস ইভেন্টেই নাম দেবে। মা যদিও শটপুটের কথা বলেনি তবুও আপনি নাম দেবেন ওতে। ক্রিকেটও খেলবেন। খেলাধুলা ভালো জিনিস।”

এটা হলো “অভিজ্ঞতা।

Read More:বিজ্ঞানী নিউটন কি নাস্তিক ছিলেন?

Source: Quora

Leave A Comment