Study LightsStudy Lights

Blog Details

  • Home
  • Blog
  • Blog
  • মাধ্যমিকে থাকছে না রোল নম্বর চালু হচ্ছে আইডি প্রথা !

মাধ্যমিকে থাকছে না রোল নম্বর চালু হচ্ছে আইডি প্রথা !

মাধ্যমিকে থাকছে না রোল নম্বর চালু হচ্ছে আইডি প্রথা !

একদিন চলে যাবে করোনা,
আসবে আবারও সুদিন
করোনার শিক্ষা হয়ে থাক
আগামীর দীক্ষা…!

মহামারি করোনা পরিস্থিতির কারনে এখনও দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে; ইতো মধ্য ২০২০ সালের এইচএসসি পরিক্ষার্থীদের অটোপাশের সিন্ধান্ত নেওয়া হয়েছে ; বছরের ৯ মাস জুড়ে বন্ধ থাকায় মাধ্যমিকে এবং নিম্ন মাধ্যমিকে দেওয়া হয়েছে অটোপ্রমোশন ; প্রস্তুতি চলছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের সমাপনী পরিক্ষার ; এরমধ্যে সংবাদ সম্মেলনের মাধ্যমে শিক্ষা ব্যবস্থার বেশ কিছু পরিবর্তনের আভাস দিয়েছে শিক্ষামন্ত্রী মহোদয় ; ভার্চুয়াল সংবাদ সম্মেলনে ২০২১ সালের এসএসসি এবং এইচএসসি শিক্ষার্থীদের নিয়ে ভাবনার কথা জানান শিক্ষা মন্ত্রী দিপু মনি; শিক্ষা মন্ত্রী জানান
পাঠ্যসূচি কাটছাঁট করে ২০২১ সালের ফেব্রুয়ারি থেকে এপ্রিল পর্যন্ত তার ভিত্তিতে শ্রেণিকক্ষে ক্লাস করিয়ে জুন নাগাদ এসএসসি ও সমমানের পরীক্ষা হতে পারে। আর কাটছাঁট করা পাঠ্যসূচিতে থেকে আগামী বছরের মে পর্যন্ত এইচএসসি ও সমমানের পরীক্ষার্থীদের শ্রেণিকক্ষে ক্লাস করিয়ে জুলাই-আগস্টে এই পরীক্ষা নেওয়া হতে পারে;

শিক্ষামন্ত্রী বলেন, করোনার কারণে এ বছর জেএসসি ও জেডিসি পরীক্ষা না হওয়ায় বোর্ড থেকে সনদ দেওয়া হলেও তাতে কোনো নম্বর উল্লেখ থাকবে না। শুধু উত্তীর্ণ লেখা থাকে। এ ছাড়া মাধ্যমিকে রোল নম্বরের পরিবর্তে আইডি প্রথা চালু করা হবে। অর্থাৎ পরীক্ষার ভিত্তিতে আগে যে রোল নম্বর থাকত, তা আর থাকছে না। আইডির ভিত্তিতে  শিক্ষার্থীদের  কার্যক্রম চলবে;

Read More: সাফল্যের সাথে ইন্টার্নশীপ সম্পন্ন করার কৌশল ;

Source: Ministry of Education 

Leave A Comment