Study LightsStudy Lights

Blog Details

  • Home
  • Blog
  • Blog
  • ব্রডব্যান্ড ইন্টারনেট লাইনের স্পিড হিসাব করবেন যেভাবে…!

ব্রডব্যান্ড ইন্টারনেট লাইনের স্পিড হিসাব করবেন যেভাবে…!

আমরা সাধারনত ব্রডব্যান্ড এর যে লাইন নিয়ে থাকি সেগুলো বিট হিসাবে থাকে;বাইট হিসাবে থাকেনা না; যেমনঃ 1 Mbps , 2 Mbps , 4 Mbps; এখানেঃ Mbps = মেগাবিট পার সেকেন্ড ; অর্থাৎ পরটি সেকেন্ডে কত মেগাবিট ট্রান্সফার হচ্ছে সেটা; যেমনঃ 1 Mbps দিয়ে বোঝায় প্রতি সেকেন্ডে এক মেগাবিট করে ডাউনলোড করা যাবে;

চলুন বিট এবং বাইটের কিছু হিসাব দেখে নেওয়া যাক;

B= Byte (বাইট) এবং b=bit(বিট)
MB = Megabyte ;  Mb = Megabit
KB = Kilobyte ;      Kb = Kilobit
 ———————————————–
 8 b = 1 B
102 4 B = 1 KB ; 10 24 KB = 1 MB ;
1024 b = 1 Kb ; 1024 Kb = 1 Mb
অর্থাৎ, আমরা বলতেই পারি B ≠ b ; একই ভাবেঃ MB ≠ Mb এবং KB ≠ Kb!
আমরা যে ফাইলগুলো ডাউনলোড করি সেগুলো বিট আকারে খুব কমই থাকে;বিট অনেক ছোট একটা হিসাব; সাধারনত আমরা যে ভিডিও বা গানই ডাউনলোড করি না কেন সেগুলো বাইট হিসাবে থাকে; খেয়াল করে দেখবেন সেগুলো বড় হাতে B দিয়ে হয়ে থাকে সাইজ (যেমনঃ 5 MB); অর্থাৎ বাইট- এর ফাইল হয়; তাহলে, সাধারণ হিসাবে এমরা বাইট-এ ফাইল নামাচ্ছি;
যার জন্য অনেকে না বুঝে মনে করেন পুরো স্পীড পাচ্ছেন না ডাউনলোডের সময়। চলুন হিসাব করে দেখা যাক ! কত মেগাবিটের লাইন দিয়ে কত ডাউনলোড স্পীড পাচ্ছেন;

আপনার লাইনের স্পিডের সাথে ১০২৪ গুন করুন। এরপর সেটা ৮ দিয়ে ভাগ করুন। তাহলে কত স্পিডে (বাইট হিসাব) ডাউনলোড দিতে পারবেন সেটা বের করতে পারবেন;

আমি কিছু বের করে দেখাচ্ছিঃ

1 Mbps = 1024 Kb/s = (1024/8)KB/s = 128 KB/s 
2 Mbps = 2048 Kb/s = (2048/8) KB/s = 256 KB/s 
4 Mbps = 4069 Kb/s = (4069/8) KB/s = 512 KB/s 
6 Mbps = 768 KB/s 10 Mbps = 1280 KB/s
এগুলো সকল সাধারণ সার্ভার থেকে ডাউনলোড এর জন্য এই স্পিডটি পাবেন ; ডাউনলোড স্পিড এবং আপলোড স্পিড একই হয় না। দুইটা আলাদা আলাদাভাবে দিয়ে থাকেন ISP provider-রা;
এছাড়া বিশেষ কিছু ব্রডব্যান্ড এ সার্ভারের জন্য আলাদা করে স্পিড নির্ধারিত থাকে ; যেমনঃ BDIX, Youtube, Facebook,Google Play Store, Netflix ; যার জন্য উপরে উল্লেখিত হিসাবের বাহিরে সেই সার্ভারগুলো থেকে স্পিড পাওয়া যায়;
Source: Google

Leave A Comment