Study LightsStudy Lights

Blog Details

  • Home
  • Blog
  • Blog
  • স্মার্টফোনে অতিরিক্ত ক্যামেরা দেওয়া হয় কেন?

স্মার্টফোনে অতিরিক্ত ক্যামেরা দেওয়া হয় কেন?

সাধারনত ফুল ফ্রেম, ডিএসএলআর বা মিররলেস ক্যামরায় ল্যান্স পরিবর্তন করে টেলিফটো; ওয়াইড;আল্ট্রা ওয়াইড; ম্যাক্রো; জুম ল্যান্স সহ ইত্যাদি ল্যান্স পরিবর্তন করে ফটো এবং ভিডিও করা যায়;

কিন্তু মোবাইল ক্যামরায় এই সুযোগটা নেই; এই সীমাবদ্ধতা দূর করতেই মোবাইলে পুরো ৪-৫ টি ক্যামরা দেয়া হয়;কিন্তু প্রতিটা ল্যান্সে পার্থক্য থাকে; কোন ল্যান্স পোট্রেট ছবি তোলার জন্য কোনটা ওয়াইড এঙ্গেলে ফটো তোলার জন্য কোনটা খুব কাছের ছবি বা ম্যাক্রো তোলার জন্য দেয়া হয়; এছাড়া সেলফি ক্যামরা, সেলফি ক্যামরায় ডেফথ অব ফিল্ড নিয়ে আসার জন্য দুইটা সেলফি ক্যামরা দেয়া হয়;

Source: QUora

Read More: ক্যারিয়ার ইন আইটি

স্মার্টফোনে 

Leave A Comment