Study LightsStudy Lights

Blog Details

  • Home
  • Blog
  • Blog
  • ফেইসবুক লকড প্রোফাইল দেখবেন যেভাবে ;

ফেইসবুক লকড প্রোফাইল দেখবেন যেভাবে ;

বর্তমানে, সুরক্ষার স্বার্থে অনেকেই ফেসবুক প্রোফাইল লকড করে রাখে ; কিন্তু সেই লকড প্রোফাইল থেকে বন্ধুতের আবেদনে আসলে সেই মানুষটির সম্পর্কে না জেনে আবেদন গ্রহণ করার বিষয়টা অনেকের কাছেই বিরক্তির ; তবে কি জানেন লকড প্রোফাইল থেকে ফ্রেন্ড রিকোয়েস্ট আসলেও আপনি একটি উপায় জানতে পারেন আবেদনকারী সম্পর্কে  ;

প্রোফাইলের সুরক্ষার (Profile Security) কথা ভেবেই লকড প্রোফাইল ফিচার এনেছে ফেসবুক ; এর ফলে নিজের বন্ধু ছাড়া অন্য কেউ আপনার প্রোফাইলের খুঁটিনাটি দেখতেই পারবে না ;

কিন্তু সমস্যার সৃষ্টি হয় যখন এমন কোনো অ্যাকাউন্ট থেকে আপনি বন্ধুত্বের রিকোয়েস্ট (Friend Request) পান ; ফ্রেন্ড রিকোয়েস্ট গ্রহণ করা নিয়ে রীতিমতো ধন্দে পড়েন ব্যবহারকারীরা ; তবে মুশকিল আসান হবে সহজেই ;

লকড প্রোফাইল দেখার পদ্ধতি

ল্যাপটপ বা ডেস্কটপে ফেসবুক খুলে লকড প্রোফাইলটিতে যেতে হবে ; এরপর প্রোফাইল পিকচারে রাইট ক্লিক করে কপি ইমেজ অ্যাড্রেসে (Copy Image Address) ক্লিক করে তা কপি করে নিতে হবে ; ব্রাউজারে নতুন উইন্ডো খুলে সেখানে কপি করা URL পেস্ট করতে হবে ; এর ফলে সহজেই প্রোফাইল পিকচার দেখে নিতে পারবেন ;

এই পদ্ধতি ছাড়াও লকড প্রফাইল দেখার জন্য প্রোফাইল থেকে ইউজারনেম নিয়ে ‘http://graph.facebook.com/username/userid/picture?width=2000&height=2000’ এই লিঙ্কে গিয়ে ইউজারনেমের জায়গায় নাম লিখলেই প্রোফাইল পিকচার দেখতে পেয়ে যাবেন আপনিও।

Source : ইত্তেফাক/এফএস

আরও পড়ুন ঃ

হ্যাকিং ঠেকাতে কী করবেন? ফেইসবুক অ্যাকাউন্ট হ্যাক হলে কি করণীয় ? 

Leave A Comment