Blog Details

  • Home
  • Blog
  • Blog
  • হ্যাকিং ঠেকাতে কী করবেন? ফেইসবুক অ্যাকাউন্ট হ্যাক হলে কি করণীয় ?

হ্যাকিং ঠেকাতে কী করবেন? ফেইসবুক অ্যাকাউন্ট হ্যাক হলে কি করণীয় ?

আমাদের ফেসবুক অ্যাকাউন্টে থাকে বিভিন্ন রকমের তথ্য ; আমরা চাই না, এই তথ্যগুলো কেউ জেনে যাক ; কিন্তু হ্যাকাররা অনেক সময় নানা কূটকৌশল অবলম্বন করে আপনার ফেসবুক সম্পর্কে নানা তথ্য জেনে নিতে পারে ; কীভাবে বুঝবেন কেউ আপনার অ্যাকাউন্ট ব্যবহার করছেন কি না? কীভাবেই বা এটি বন্ধ করবেন? সে সম্পর্কে আপনাকে কিছু কৌশল বাতলে দেবো ;



হ্যাকারকে চেনার উপায় 

 

অনেকেই মনে করেন, হ্যাকারকে শনাক্ত করা মুশকিল ; কিন্তু বিশেষজ্ঞরা হ্যাকারকে চেনার কিছু সহজ কৌশল বলে দিয়েছেন ; এই কৌশলগুলো হলো-

১. ফেসবুক ওপেন করুন ;

২. এবার থ্রি-লাইন মেনুতে যান ;

৩. তারপর ‘সেটিংস অ্যান্ড প্রাইভেসি’ অপশনে ক্লিক করুন ;

৪. ‘সেটিংস’ অপশন সিলেক্ট করুন ;

৫. নিচে স্ক্রল করে ‘সিকিউরিটি অ্যান্ড লগ-ইন’ অপশন সিলেক্ট করুন ;

৬. এবার আপনি দেখবেন, ‘হোয়্যার ইউ আর লগড-ইন’ লেখাটি। ডান পাশে থাকা ‘সি-অল’ মেনুতে ক্লিক করলে আপনার অ্যাকাউন্ট ব্যবহারের ইতিহাস দেখতে পাবেন ; অর্থাৎ আপনি যে ডিভাইসগুলো ব্যবহার করে ফেসবুক লগ-ইন করেছেন সেগুলো দেখা যাবে ;

লগ-ইন হিস্টোরি দেখার সময় যদি কোনো অচেনা ডিভাইস চোখে পড়ে, তাহলে ধরে নিন আপনার অ্যাকাউন্টটি ইতোমধ্যেই হ্যাক হয়ে গেছে ; অর্থাৎ আপনার ফেসবুক অ্যাকাউন্টটি কারও নিয়ন্ত্রণে রয়েছে ;

বিশেষজ্ঞরা এমন ঘটনা ঘটার দুটি কারণ রয়েছে বলে উল্লেখ করেছেন ; প্রথমটি হলো আপনি হয়তো কোনো পরিচিত মানুষের বা বন্ধুবান্ধবের ডিভাইসে ফেসবুক লগ-ইন করেছিলেন, কিন্তু পরে লগ-আউট করতে ভুলে গেছেন ; এখন সে হয়তো এর সুযোগ গ্রহণ করছে ; আর দ্বিতীয়টি হলো অপরিচিত কোনো হ্যাকার অসাধু উদ্দেশ্যে কিংবা প্রতিহিংসাপরায়ণ হয়ে আপনার ফেসবুক হ্যাক করেছে ; আপনার অ্যাকাউন্টের ক্ষেত্রে এমনটি হলে কী করবেন?

অ্যাকাউন্ট হ্যাক হলে করণীয়



 

আপনার ফেসবুক অ্যাকাউন্ট যদি হ্যাক হয়ে যায়, তাহলে লগ-ইন হিস্টোরিতে যে ডিভাইস অচেনা মনে হয়, সেটি লগ-আউট করে দিন ; কীভাবে?

ডিভাইসটির ডান পাশে থাকা থ্রি-ডট মেনুতে ক্লিক করুন ; এবার নিচের দিকে দুটি অপশন আসবে ; একটি সিকিউর লগ-ইন, অন্যটি লগ-আউট ; আপনি ‘লগ-আউট’ অপশন সিলেক্ট করে দেবেন ; ফলে যে ডিভাইসে আপনার অ্যাকাউন্ট লগ-ইন করা রয়েছে, সেখানে লগ-আউট হয়ে যাবে ;

এবার একদম নিচের দিকে ‘লগ-আউট অব অল সেশনস’ অপশন দেখতে পাবেন ; এতে ক্লিক করলে আপনার অ্যাকাউন্ট যেসব জায়গায় লগ-ইন করা রয়েছে, সব লগ-আউট হয়ে যাবে ;  এরপর প্রয়োজন অনুযায়ী আপনাকে বিভিন্ন ডিভাইসে লগ-ইন করতে হবে ;

হ্যাকিং ঠেকাতে কী করবেন?



অ্যাকাউন্ট যেন হ্যাক না হয়, সেই কারণে প্রযুক্তি বিশেষজ্ঞরা দুটি কাজ করার পরামর্শ দিয়েছেন-



 

প্রথম কাজ থ্রি-লাইন মেনুতে ক্লিক করুন  ; এবার স্ক্রল করে ‘সেটিংস অ্যান্ড প্রাইভেসি’ ক্লিক করুন এবং ‘সেটিংস’ অপশন সিলেক্ট করুন ; ‘সিকিউরিটি অ্যান্ড লগ-ইন’ অপশনে যান ; তারপর স্ক্রল করলে ‘গেট অ্যালার্টস অ্যাবাউট আনরিকগনাইজড লগ-ইনস’ অপশন দেখতে পাবেন ; এখানে ক্লিক করুন ; এবার আপনি নোটিফিকেশনস, মেসেজেস এবং ই-মেইল অ্যাড্রেস- তিনটি অপশন পাবেন ; যেকোনো একটি বেছে নিতে হবে আপনাকে ; তবে বিশেষজ্ঞরা পরামর্শ দিয়েছেন, এই ৩ অপশনই অন করে রাখা ভালো ; এতে যখন কেউ আপনার অ্যাকাউন্ট হ্যাক করতে যাবে, তখন আপনাকে সেটি জানিয়ে দেওয়া হবে ; তাই আপনার ই-মেইল অ্যাড্রেসটি যোগ করা না থাকলে ওপরে ‘অ্যাড ই-মেইল অ্যাড্রেস’ ক্লিক করে যোগ করে নিন ;

দ্বিতীয় কাজ বিশেষজ্ঞরা বলেন, হ্যাকিং থেকে সুরক্ষার জন্য ‘টু-ফ্যাক্টর অথেনটিকেশন’ সবচেয়ে কার্যকরী সেটিংস ; ‘সিকিউরিটি অ্যান্ড লগ-ইন’ অপশনে গিয়ে আপনি অথেনটিকেশন অ্যাপ, টেক্সট মেসেজ (এসএমএস) এবং সিকিউরিটি কি- তিনটি সেটিংস দেখতে পাবেন ; এর মধ্যে সবচেয়ে সহজ ও কার্যকর অপশন হলো টেক্সট মেসেজ (এসএমএস)। তাই ‘টেক্সট মেসেজ (এসএমএস)’ অপশন সিলেক্ট করে নিচে থাকা ‘কন্টিনিউ’ বাটনে ক্লিক করতে হবে। এবার আপনাকে একটি ফোন নাম্বার দিতে হবে ;  যেটি এখন ব্যবহার করছেন। এই নাম্বারে ফেসবুক আপনাকে ভেরিফিকেশন কোড পাঠাবে ;

ফেসবুকে ফোন নাম্বার দেওয়া না থাকলে নিচে থাকা ‘অ্যাড ফোন নাম্বার’ অপশনে ক্লিক করে যোগ করে নিন ; এবার ‘কন্টিনিউ’ বাটনে ক্লিক করুন। এবার ফেসবুক থেকে আপনার নাম্বারে একটি কোড পাঠানো হবে। সেটি দিয়ে কার্যকর করুন আপনার অ্যাকাউন্টের ‘টু-ফ্যাক্টর অথেনটিকেশন’ ;

‘টু-ফ্যাক্টর অথেনটিকেশন’ করা থাকলে হ্যাকার আপনার পাসওয়ার্ড জানলেও লগ-ইন করতে পারবে না। একটি কোড পাঠিয়ে ফেসবুক আপনাকে জানিয়ে দেবে কেউ আপনার অ্যাকাউন্ট হ্যাকের চেষ্টা করেছে ;



 Source : ইত্তেফাক/এফএস

আরও পড়ুন ঃ

ট্রিলিয়ন ডলারের কোম্পানি এখন ফেসবুক

Leave A Comment