Study LightsStudy Lights

Blog Details

  • Home
  • Blog
  • Blog
  • রাউটার কনফিগারেশন সিসিএনএ নেটওয়ার্কিং পার্ট-৮

রাউটার কনফিগারেশন সিসিএনএ নেটওয়ার্কিং পার্ট-৮

আজকে আমাদের টপিক বেসিক রাউটার কনফিগারেশন ; রাউটার কনফিগারেশন অধ্যায়টি পড়বার পূর্বে অবশ্যই আপনারা আগের চ্যাপ্টারগুলো পড়ে নিবেন;

নেটওয়ার্ক রাউটার এবং রাউট কী?

রাউটার হলো এমন একটি ডিভাইস যা লেয়ার ৩ এ কাজ করে এবং এক নেটওয়ার্ক থেকে আরেক নেটওয়ার্কে ডাটা প্যাকেট পাঠায়। আর নেটওয়ার্ক রাউট হলো এক নেটওয়ার্ক থেকে আরেক নেটওয়ার্কে ডাটা প্যাকেট পাঠানোর যে পথ সেটিই নেটওয়ার্ক রাউট;

ফ্লাশ মেমরি:

ফ্লাশ মেমরি ব্যবহার করা হয় অপারেটিং সিস্টেম জমা রাখার জন্য।

র‌্যাম:

র‌্যাম ব্যবহার করা হয় রাউটিং টেবিল এর তথ্য এবং রানিং কনফিগারেশন এর ফাইল জমা রাখার জন্য।

এনভির‌্যাম:

এনভির‌্যাম ব্যবহার করা হয় স্টার্টআপ ফাইল জমা রাখার জন্য।

সাধারণত তিন ধরনের রাউট হয়ে থাকে:

  • স্ট্যাটিক রাউট
  • ডাইনামিক রাউট
  • ডিফল্ট রাউট

স্ট্যাটিকরাউট:
ছোট নেটওয়াকের্র ক্ষেত্রে স্ট্যাটিক রাউট ব্যবহিত হয়ে থাকে; এই রাউটিং এ যদি রাউট পরিবর্তন ঘটে তাহলে ম্যানুয়ালি তা আপডেট করতে হয়;

স্ট্যাটিক রাউট এর কমান্ড সিন ট্যাক্স হলো:

Ip route dest-ip subnet{next-hop-ip/interface}

ডাইনামিক রাউট

ডাইনামিক রাউট হলো সে সব রাউট যা সময়ের সাথে সাথে আপনা আপনি পরিবর্তন ঘটে; ফলে ম্যানুয়ালি কিছু করার প্রয়োজন হয় না; যেকোন রাউট পরিবর্তন হলে সেটি অটুমেটিক্যালী রাউটিং টেবিল এ যোগ হয়;

ডিফল্ট রাউট

কোন গন্তব্যের জন্য রাউট নির্ধারণ করে না দেয়া থাকলে রাউটার ডিফল্ট হিসেবে যে পথ বেছে নেবে সেটিই হলো ডিফল্ট রাউট;

রাউটার বেসিক সিকিউরিটি সেটআপ

সিসকো মোড কনফিগারেশন পদ্ধতি

সিসকো রাউটার এ সাধারণত ৪টি মোড থাকে;

  • EXE mode
  • Privilege mode
  • Global configuration mode
  • Interface mode

EXE mode

সিসকো রাউটার সমূহের ইউজার EXE মোড হলো স্বাভাবিক অপারেশন মোড; সিসকো ডিভাইস চালু হওয়ার পর আইওএস লোড হয় এবং EXE মোড এ আসে। EXE মোড এর সিম্বল হলো “>”. এই EXE মোড এ পাসওয়ার্ড দেওয়ার পদ্ধতি নীচে বণর্না করা হলো:-

Exe mode  command
Router>enRouter#configure terminal

Enter configuration commands, one per line.  End with CNTL/Z.

 

Router(config)#line console 0

 

Router(config-line)#password cisco123

 

Router(config-line)#login

 

Router(config-line)#exit

 

Router(config)#exit

 

%SYS-5-CONFIG_I: Configured from console by console

 

Router#wr

 

Privilege mode:

সিসকো রাউটার সমূহের এডভান্সড অপারেশন মোড হলো প্রিভিলেজড মোড ;  প্রিভিলেজড মোড এর সিম্বল হলো “#”প্রিভিলেজড মোড এ পাসওয়ার্ড কনফিগারেশন নিয়ম নীচে বর্ণনা করা হলো:

Router>enRouter#configure terminal

Configuring from terminal, memory, or network [terminal]?

 

Enter configuration commands, one per line.  End with CNTL/Z.

 

Router(config)#enable password

 

Router(config)#enable password titas123

 

Router(config)#exit

 

%SYS-5-CONFIG_I: Configured from console by console

 

Router#wr

Global Configuration mode :

গ্লোবাল কনফিগারেশন মোড হলো সেই অপারেশন যেখানে কোনো কনফিগারেশন কমান্ড দেওয়া হলে তা পুরো ডিভাইসে কাজ করে। তবে গ্লোবাল কনফিগারেশন মোডে যেতে হলে প্রথমে প্রিভিলাইজড মোডে যেতে হবে;

Router>enRouter#configure terminal

Configuring from terminal, memory, or network [terminal]?

 

Enter configuration commands, one per line.  End with CNTL/Z.

 

Router(config)#

Interface mode :

সিসকো ডিভাইসের নির্দিষ্ট কো ইন্টারফেইসকে কনফিগার করার জন্য মোডে যেতে হয়। নীচে একটি পোর্ট কনফিগার করার পদ্ধতি দেওয়া হলো:

Router>enRouter#configure terminal

Enter configuration commands, one per line.  End with CNTL/Z.

 

Router(config)#interface fastEthernet 0/0

 

Router(config-if)#ip address 192.168.60.1 255.255.255.0

 

Router(config-if)#no shutdown

 

সিসিএনএ নেটওয়ার্কিং পার্ট-৭

সিসিএনএ নেটওয়ার্কিং পার্ট-৯

Leave A Comment