Study LightsStudy Lights

Blog Details

  • Home
  • Blog
  • Blog
  • VLSM সিসিএনএ নেটওয়ার্কিং পার্ট-৭

VLSM সিসিএনএ নেটওয়ার্কিং পার্ট-৭

আজকের বিষয় VLSM এর বেসিক ধারনা

ভিএলএসএম হলো Variable Length Subnet Mask.  এর মাধ্যমে আমরা একটি নেটওয়ার্কে মাল্টিপল সাবনেট মাস্ক ব্যবহার করতে পারি;

VLSM কেন প্রয়োজন?

আইপিগুলোকে সঠিকভাবে ব্যবহার করার জন্য অর্থাৎ আইপির অপব্যবহার কমানের জন্য  VLSM  প্রয়োজন হয় ; কারন অনেক সময় এক এক ক্লায়েন্টের এক এক রেঞ্জ এর আইপি দরকার হয় ; তাই VLSM এর মাধ্যমে  ক্লায়েন্টের প্রয়োজন অনুযয়িী তাদেরকে আইপি দিতে পারি; একটি উদাহরণ দেখলে আমরা সহজেই বোঝতে পারব;

মনেকরি একটি নতুন  কম্পানি । তাদের বিভিন্ন ডিপার্টমেন্ট এর জন্য  কিছু নির্দিষ্ট সংখ্যক আইপি প্রয়োজন; তাদের আইপি রিকুয়ারমেন্টটা হলো এই রকম; তাদের

ম্যানেজমেন্ট এর জন্য লাগবে-১০০টি আইপি;

সেলস টিম এর জন্য লাগবে-৫০টি আইপি;

একাউন্টস টিম এর জন্য লাগবে-২৫টি আইপি;

আইটি টিম এর জন্য লাগবে-৫ টি আইপি;

এবং আমাদের নেটওয়ার্ক হলো-১৯২.১৬৮.১.০;

প্যাকটিক্যালটি করার আগে পূর্বে কিছু তথ্য রিভিও করে নেই;

হোস্টের সংখ্যা বাহির করার জন্য= যে বিটগুলো অফ থাকবে সেই বিটগুলোর ২^(টোটাল সংখ্যা)-২;

নেটওয়ার্ক সংখ্যা বাহির করার জন্য= যে বিটগুলো অতিরিক্ত অন হবে সেই বিটগুলোর ২^(টোটাল সংখ্যা);

সাবনেট আইডি বাহির করার জন্য =২৫৬- শেষ বিটের মান;

হোস্ট প্রয়োজন ব্লক সাইজ হোস্ট পাব

নেটওয়ার্ক এ্যাড্রেস

সাবনেট মাস্ক
১০০ ১২৮ ২^৭=১২৮-২= ১২৬ ১৯২.১৬৮.১.০/২৫ ২৫৫.২৫৫.২৫৫.১২৮
৫০ ৬৪ (২^৬)=৬৪-২=৬২ ১৯২.১৬৮.১.১২৮/২৬ ২৫৫.২৫৫.২৫৫.১৯২
২৫ ৩২ (২^৫)=৩২-২=৩০ ১৯২.১৬৮.১.১৯২/২৭ ২৫৫.২৫৫.২৫৫.২২৪
(২^৩)=৮-২=৬ ১৯২.১৬৮.১.২২৪/২৯ ২৫৫.২৫৫.২৫৫.২৪৮

 

চলেন দেখি উপরের  কাজটি আমরা কিভাবে সর্ম্পুন করছি।

 

ধাপ-০১: ১০০টি হোস্টের জন্য

VLSM করার সময় সবোর্চ্চ সংখ্যক আইপি এর প্রথমেই নেওয়া ভাল । ফলে হিসাব করতে সহজ হয়; যেমন এখানে সবোর্চ্চ সংখ্যক আইপি প্রয়োজন হলো ১০০টি ; তো ১০০টি হোস্ট আইপির জন্য আমাদেরকে ২^৭=১২৮-২= ১২৬ টি নেতে হবে;তাহলে সাবনেট মাস্ক হবে -২৫৫.২৫৫.২৫৫.১২৮ এবং নেটওয়ার্ক হবে-১৯২.১৬৮.১.০/২৫;

ধাপ-০২ : ৫০টি হোস্টের জন্য

দ্বিতীয় সবোর্চ্চ সংখ্যক আইপি এর প্রয়োজন হলো ৫০টি ; যা সেলস টিম এর জন্য লাগবে;  সুতরাং ৫০টি হোষ্ট আইপির জন্য আমাদের নিতে হবে (২^৬)=৬৪-২=৬২টি; তাহলে ৬টি বিট যেহেতু হোস্টের জন্য ব্যবহার করা হয়েছে তাহলে বাকী বিট আছে(৩২-৬)=২৬টি। আবার যেহেতু ক্লাস সি সেহেতু ২৪টি ফিক্সড সেহেতু অতিরিক্ত বিট প্রয়োজন হয়েছে(২৬-২৪)=২টি। উপরের তথ্য অনুযায়ী ২য় বিটের মান হচ্ছে – ১৯২। সুতরাং আমাদের সাবনেট মাস্ক হলো-২৫৫.২৫৫.২৫৫.১৯২; এবং আমাদের নেটওয়ার্ক হবে-১৯২.১৬৮.১.১২৮/২৬ কারন  আমাদের আগের নেটওয়ার্কে ব্লক সাইজ ছিল -১২৮;

ধাপ-০৩: ২৫টি হোস্টের জন্য

তৃতীয় সবোর্চ্চ সংখ্যক আইপি এর প্রয়োজন হলো ২৫টি ; যা একাউন্টস  টিম এর জন্য লাগবে;  সুতরাং ২৫টি হোষ্ট আইপির জন্য আমাদের নিতে হবে (২^৫)=৩২-২=৩০টি। তাহলে ৫টি বিট যেহেতু হোস্টের জন্য ব্যবহার করা হয়েছে তাহলে বাকী বিট আছে(৩২-৫)=২৭টি। আবার যেহেতু ক্লাস সি সেহেতু ২৪টি ফিক্সড সেহেতু অতিরিক্ত বিট প্রয়োজন হয়েছে(২৭-২৪)=৩টি;উপরের তথ্য অনুযায়ী ৩য় বিটের মান হচ্ছে – ২২৪; সুতরাং আমাদের সাবনেট মাস্ক হলো-২৫৫.২৫৫.২৫৫.২২৪। এবং আমাদের নেটওয়ার্ক হবে-১৯২.১৬৮.১.১৯২/২৭ কারন  আমাদের আগের নেটওয়ার্কে ব্লক সাইজ ছিল -৬৪; কারন ১২৮+৬৪=১৯২ পযর্ন্ত ব্যবহার করা হয়েছে;

ধাপ-০৪:৫টি হোস্টের জন্য

সবশেষে সবোর্চ্চ সংখ্যক আইপি এর প্রয়োজন হলো ৫টি ; যা আইটি টিম মেম্বারদের জন্য লাগবে;  সুতরাং ৫টি হোষ্ট আইপির জন্য আমাদের নিতে হবে (২^৩)=৮-২=৬টি; তাহলে ৩টি বিট যেহেতু হোস্টের জন্য ব্যবহার করা হয়েছে তাহলে বাকী বিট আছে(৩২-৩)=২৯টি; আবার যেহেতু ক্লাস সি সেহেতু ২৪টি ফিক্সড সেহেতু অতিরিক্ত বিট প্রয়োজন হয়েছে(২৯-২৪)=৫টি;উপরের তথ্য অনুযায়ী ৫ম বিটের মান হচ্ছে – ২৪৮; সুতরাং আমাদের সাবনেট মাস্ক হলো-২৫৫.২৫৫.২৫৫.২৪৮; এবং আমাদের নেটওয়ার্ক হবে-১৯২.১৬৮.১.২২৪/২৯ কারন  আমাদের আগের নেটওয়ার্কে ব্লক সাইজ ছিল -৩২। কারন ১৯২+৩২=২২৪ পযর্ন্ত ব্যবহার করা হয়েছে;

যদি VLSM না করা হয় তাহলে যে রকম দেখাবে

হোস্ট প্রয়োজন ব্লক সাইজ হোস্ট পাব নেটওয়ার্ক এ্যাড্রেস সাবনেট মাস্ক
১০০ ১২৮ ২^৭=১২৮-২= ১২৬ ১৯২.১৬৮.১.০/২৫ ২৫৫.২৫৫.২৫৫.১২৮
৫০ ৬৪ ২^৭=১২৮-২= ১২৬ ১৯২.১৬৮.১.১২৮/২৫ ২৫৫.২৫৫.২৫৫.১২৮
২৫ ৩২ ২^৭=১২৮-২= ১২৬ ১৯২.১৬৮.২.০/২৫ ২৫৫.২৫৫.২৫৫.১২৮
২^৭=১২৮-২= ১২৬ ১৯২.১৬৮.২.১২৮/২৫ ২৫৫.২৫৫.২৫৫.১২৮

ধাপ-০১: ১০০টি হোস্টের জন্য

এখানে সবোর্চ্চ সংখ্যক আইপি প্রয়োজন হলো ১০০টি ; তো ১০০টি হোস্ট আইপির জন্য আমাদেরকে ২^৭=১২৮-২= ১২৬ টি নেতে হবে; তাহলে সাবনেট মাস্ক হবে -২৫৫.২৫৫.২৫৫.১২৮ এবং নেটওয়ার্ক হবে-১৯২.১৬৮.১.০/২৫

ধাপ-০২: ৫০টি হোস্টের জন্য

দ্বিতীয় সবোর্চ্চ সংখ্যক আইপি এর প্রয়োজন হলো ৫০টি ; যা সেলস টিম এর জন্য লাগবে;  সুতরাং ৫০টি হোষ্ট আইপির জন্য আমাদের নিতে হবে ২^৭=১২৮-২= ১২৬ টি;  আমাদের নেটওয়ার্ক হবে-১৯২.১৬৮.১.১২৮/২৫ ;

 ধাপ-০৩: ২৫টি হোস্টের জন্য

তৃতীয় সবোর্চ্চ সংখ্যক আইপি এর প্রয়োজন হলো ২৫টি ; যা একাউন্টস  টিম এর জন্য লাগবে;  সুতরাং ২৫টি হোষ্ট আইপির জন্য আমাদের নিতে হবে ২^৭=১২৮-২= ১২৬টি;  কিন্তু আমাদের নেটওয়ার্ক হবে-১৯২.১৬৮.২.০/২৫

 ধাপ-০৪: ৫টি হোস্টের জন্য

সবশেষে আইপি এর প্রয়োজন হলো ৫টি ; যা আইটি টিম মেম্বারদের জন্য লাগবে।  সুতরাং ৫টি হোষ্ট আইপির জন্য আমাদের নিতে হবে ২^৭=১২৮-২= ১২৬ টি;কিন্তু আমাদের নেটওয়ার্ক হবে-১৯২.১৬৮.২.১২৮/২৫

VLSM  ইমপ্লিমেন্ট এর ফলে আর VLSM ইমপ্লিমেন্ট না করলে যে চিত্রটি পাব

VLSM ইমপ্লিমেন্ট এর ফলে

হোস্ট প্রয়োজন ব্লক সাইজ হোস্ট পাব নেটওয়ার্ক এ্যাড্রেস সাবনেট মাস্ক
১০০ ১২৮ ২^৭=১২৮-২= ১২৬ ১৯২.১৬৮.১.০/২৫ ২৫৫.২৫৫.২৫৫.১২৮
৫০ ৬৪ (২^৬)=৬৪-২=৬২ ১৯২.১৬৮.১.১২৮/২৬ ২৫৫.২৫৫.২৫৫.১৯২
২৫ ৩২ (২^৫)=৩২-২=৩০ ১৯২.১৬৮.১.১৯২/২৭ ২৫৫.২৫৫.২৫৫.২২৪
(২^৩)=৮-২=৬ ১৯২.১৬৮.১.২২৪/২৯ ২৫৫.২৫৫.২৫৫.২৪৮

VLSM  ইমপ্লিমেন্ট না করার ফলে

হোস্ট প্রয়োজন ব্লক সাইজ হোস্ট পাব নেটওয়ার্ক এ্যাড্রেস সাবনেট মাস্ক
১০০ ১২৮ ২^৭=১২৮-২= ১২৬ ১৯২.১৬৮.১.০/২৫ ২৫৫.২৫৫.২৫৫.১২৮
৫০ ৬৪ ২^৭=১২৮-২= ১২৬ ১৯২.১৬৮.১.১২৮/২৫ ২৫৫.২৫৫.২৫৫.১২৮
২৫ ৩২ ২^৭=১২৮-২= ১২৬ ১৯২.১৬৮.২.০/২৫ ২৫৫.২৫৫.২৫৫.১২৮
২^৭=১২৮-২= ১২৬ ১৯২.১৬৮.২.১২৮/২৫ ২৫৫.২৫৫.২৫৫.১২৮

সবশেষে এখানে লক্ষ্য করলেই দেখতে পাবেন। VLSM না করলে কতগুলো আইপি শুধু শুধু লস হচ্ছে ;

আরেকটি কথা বলে রাখা দরকার পরীক্ষায় এ  ধরনের প্রশ্ন থাকে

  • VLSM নেটওয়ার্কে কোন মাস্কটি পয়েন্ট টু পয়েন্ট ওয়্যান লিংকে ব্যবহার করা হয়;

১. /২৭

২./২৮

৩./২৯

৪./৩০

৫. /৩১

  • ৮টি ল্যান হবে এবং প্রতিটি ল্যানে ২৬টি হোস্ট থাকবে । এ ধরনের অবস্খাতে এখান থেকে কোন সাবনেটটি সিলেক্ট করতে হবে?

এ-০.০.০.২৪০

বি- ২৫৫.২৫৫.২৫৫.২৫২

সি-২৫৫.২৫৫.২৫৫.০

ডি-২৫৫.২৫৫.২৫৫.২২৪

ই-২৫৫.২৫৫.২৫৫.২৫৫.২৪০

চলুন প্রশ্ন গুলোর ব্যাখ্যা দেখি

এ-  ইহা সঠিক নয় । কারন এখানে যা দেওয়া হয়েছে তা হলো ওয়াইল্ডকার্ড মাক্স;

বি-  আমরা দেখতে পারছি সাবনেট মাস্ক ২৫৫.২৫৫.২৫৫.২৫২।  তাহলে প্রথম /২৪বিট অন; সাথে সাথে আরও ৬টি বিট অন; সুতরাং আমরা টোটাল নেটওযার্ক পাব(২^৬)=৬৪টি আর টোটাল হোস্ট পাব ২^২=৪-২=২টি। এখন দেখা যাচ্ছে যে আমাদের রিকুয়ারমেন্ট এর সাথে যাচ্ছে না ; কারন আমাদের হোস্ট লাগবে প্রত্যেক নেটওয়ার্কে ২৬টি; তাহলে বি ও ভুল;

সি- ২৫৫.২৫৫.২৫৫.০ হলো ডিফল্ট সাবনেট মাস্ক। আমরা ইহা সাবনেট করতে পারব না ;

তাহলে ইহাও ভুল;

১২৮-১৯২-২২৪-২৪০

ডি- আমরা দেখতে পারছি সাবনেট মাস্ক ২৫৫.২৫৫.২৫৫.২২৪।  তাহলে প্রথম /২৪বিট অন। সাথে সাথে আরও ৩টি বিট অন;সুতরাং আমরা টোটাল নেটওযার্ক পাব(২^৩)=৮টি আর টোটাল হোস্ট পাব ২^৫=৩২-২=৩০টি। তাহলে আমরা দেখতে পারছি ইহা আমাদের রিকুয়ারমেন্ট এর সাথে মিল আছে। সুতরাং উত্তর হলো ডি। তারপরও আমরা ই অপশনটা চেক করি;

ই-  আমরা দেখতে পারছি সাবনেট মাস্ক ২৫৫.২৫৫.২৫৫.২৪০।  তাহলে প্রথম /২৪বিট অন। সাথে সাথে আরও ৪টি বিট অন; সুতরাং আমরা টোটাল নেটওযার্ক পাব(২^৪)=১৬টি আর টোটাল হোস্ট পাব ২^৪=১৬-২=১৪টি। ইহা আমাদের প্রয়োজনের সাথে যাচ্ছে না ; কারন আমাদের প্রত্যেক নেটওয়ার্কে হোস্ট লাগবে ২৬টি ;

 

সিসিএনএ নেটওয়ার্কিং পার্ট-৬

সিসিএনএ নেটওয়ার্কিং পার্ট-৮

Leave A Comment