Study LightsStudy Lights

Blog Details

  • Home
  • Blog
  • Blog
  • চাকরি খোজার ওয়েবসাইট ; ক্যারিয়ার স্কিল

চাকরি খোজার ওয়েবসাইট ; ক্যারিয়ার স্কিল

চাকরি খোজার ওয়েবসাইট – পড়াশুনা শেষে মনের মত চাকরি খুঁজে পাওয়া বেশ কঠিন। তবে দিনে দিনে এই চাকরি খোজার পথটি অনেক সহজতর হয়ে গেছে ইন্টারনেট ডেভেলপ হ ওয়ার কারণে ;

এখন চাকরির জন্য পত্রিকা / ম্যাগাজিনের পাশাপাশি রয়েছে অনেক ওয়েবসাইট প্লাটফর্ম, বিভিন্ন রকম চাকরির ওয়েবসাইটের কল্যাণে এখন ঘরে বসেই পছন্দের চাকরির সন্ধান পাওয়া যায় এমন কি এপ্লাইও করা যায় ; বর্তমানে দেশে চাকরি খোজার প্রক্রিয়াটি অনেকাংশেই অনলাইন ভিত্তিক; এসব ওয়েবসাইটে চাকরির খোজ ছাড়াও এর সম্পৃক্ত অন্যান্য তথ্য জানতে পারবেন ; সেরকম কিছু ওয়েবসাইট আপ নার জন্য নিচে দেওয়া হলো নিজে জানুন বন্ধুদের শেয়ার করুন।

বিডিজবস ডট কম (bdjobs.com)

এটি বাংলাদেশের সবচেয়ে বড় এবং তুমুল জনপ্রিয় একটি জব পোর্টাল ; এখানে সরকারি বেসরকারি প্রায় সব ক্যাটাগরিতেই জব সার্চ করা যায় ; এই ওয়েবসাইটে কীওয়ার্ড, ক্যাটাগরি, ইন্ডাস্ট্রি এবং লোকেশনের ভিত্তিতে চাকরি খোজা যায় ; অন্যান্য সুবিধার মধ্যে রয়েছে ক্যারিয়ার গাইড, ইন্টারভিউ টিপস, ক্যারিয়ার কাউন্সেলিং সহ বেশ কিছু ক্যারিয়ার রিসোর্স রয়েছে। নিজের ক্যারিয়ার স্কিল বাড়ানোর জন্যও রয়েছে বিভিন্ন কোর্স।

চাকরি ডট কম (chakri.com)

অন্যতম সুপরিচিত একটি জব পোর্টাল ; ৫০ টিরও বেশি ক্যাটাগরিতে চাকরি খোজার সুযোগ রয়েছে এখানে। এছাড়া আছে ওয়ার্কশপের সুযোগসহ ক্যারিয়ার সম্পর্কিত বিভিন্ন কটেন্ট;

 

বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশন ওয়েবসাইট (bpsc.gov.bd)

চাকরি খোজার ওয়েবসাইট গুলোর মাঝে এটি একটি সরকারি ওয়েবসাইট যেখান থেকে সহজেই বাংলাদেশের সরকারি বিভিন্ন চাকরির বিজ্ঞপ্তি জানার পাশাপাশি চাকরিতে আবেদনের জন্য অনলাইন রেজিস্ট্রেশনও করা যায়;

স্কিলস ডট জবস (skills.jobs)

সংগঠনটির উদ্ভব বাংলাদেশের প্রথম চাকরির পোর্টাল জবসবিডি ডটকম থেকে শুরু হলেও পরে এর নামকরণ করা হয়েছে। চাকরির খোজ ছাড়াও এখানে আছে ট্রেনিং এর সুবিধা সহ বিভিন্ন ক্যারিয়ার সম্পর্কিত বিভিন্ন সেবা ;

 

কর্ম (kormobd.com)

এটি মূলত গুগলের অ্যাপ ভিত্তিক জব পোর্টাল। এখানে রেজিস্ট্রেশন করলে প্রার্থীর দেয়া তথ্য অনুযায়ী চাকরির তথ্য তার কাছে চলে আসে ; অ্যাপটি সার্চ ইঞ্জিন গুগল ব্যবহারের মাধ্যমে এই কাজটি করে থাকে। বর্তমানে চাকরির আবেদনের জন্য সহজতর একটি অ্যাপ;

রুটিরুজি (rutiruji.com)

এই চাকরির ওয়েবসাইটটি কিছুটা অন্যরকম ; এখানে সিভি বা প্রোফাইল তৈরি করে রেজিস্ট্রেশন করলে ফোন, এসএমএস, ম্যাসেঞ্জার এর মাধ্যমে আপনার পছন্দের চাকরির খবরটি আপনার কাছে পৌঁছে দিবে এই জব পোর্টালটি।

বিডি জবস টুডে (bdjobstoday.com)

indexbd.com-এর ডেভলপ করা এই ওয়েবসাইটটিতে মূলত পত্রিকা ভিত্তিক চাকরির খবরগুলো পাওয়া যায় ; ১৫ টি ক্যাটাগরিতে সরকারি ও বেসরকারি বিভিন্ন চাকরির খবর এখানে পাওয়া যায়।

জব ডট কম (JOB.COM.BD)

চাকরিদাতা এবং চাকরিপ্রার্থীদের জন্য এটি অনেক সম্ভাবনা নিয়ে সেবা দিচ্ছে ২০০৫ সাল থেকে ;

 

এছাড়াও এর বাইরে রয়েছে আন্তর্জাতিক কিছু জব পোর্টাল সহ আরও অনেক চাকরি খোজার ওয়েবসাইট। এর মাঝে উল্লেখযোগ্য কয়েকটি হল-

গ্লাসডোর (glassdoor.com)

গ্লাসডোর দ্রুত নিয়োগের সাইটগুলির মধ্যে একটি ;গ্লাসডোরের মিলিয়ন মিলিয়ন কোম্পানির পর্যালোচনা, সিইও অনুমোদনের রেটিং, বেতন প্রতিবেদন, সাক্ষাৎকার পর্যালোচনা এবং প্রশ্ন, সুবিধা পর্যালোচনা, অফিসের ফটো এবং আরও অনেক তথ্যের ডাটাবেস রয়েছে ; কোনও নিয়োগকারী কাকে নিয়োগ করছেন, আপনি কত উপার্জন করতে পারবেন তা কোনও অন্য সাইট আপনাকে দেখতে দেয় না যা গ্লাসডোর দেয় ; সাইটটি বেশ জনপ্রিয় এর ইন্টারফেসের কারণে। এখানে একাউন্ট খুলে কীওয়ার্ড শেভ করলে যে অনুযায়ী চাকরির খবর মেইল করে জানিয়ে দেয়া হয়;

লিংকডইন জব সার্চ (linkedin.com)

লিংকডইন যদিও কোন জব খোজার কোন প্লাটফরম না কিন্তু জব খোজার জন্য এর কিছু ফিচার রয়েছে ; এর জব লিস্টিং এবং নেটওয়ার্ক আউটরিচ বুটস্ট্র্যাপিং ফিচারের মাধ্যমে কাঙ্ক্ষিত চাকরি খুঁজে পাওয়ার পাশাপাশি নির্দিষ্ট ইউজারদের নেট ওয়ার্কও তৈরি করা সম্ভব ; অনেক বড় বড় প্রতিষ্ঠান লিঙ্কডিনের মাধ্যমে লোক নিয়োগ দিয়ে থাকে;

গুগল ফর জবস (google.com)

গুগল যদিও একটি সার্চ ইঞ্জিন, কিন্তু কীওয়ার্ড সার্চের মাধ্যমে আপনি আপনার কাঙ্ক্ষিত চাকরিটি বিস্তারিত তথ্যাবলি সহ পেতে পারেন ; গুগলে চাকরি খোজার জন্য আপনাকে যে পদ্ধতি অনুসরণ করতে হবে তা হল সার্চ বক্সে জব টাইটেল অর্থাৎ যে ধরনের চাকরি চান তা লিখে (+) দিয়ে জব শব্দটি লিখে সার্চ করতে হবে;

আশা করি আপনার স্কিলকে ডেভেলপ করতে উপরোক্ত লেখাটি কাজে দিবে।

উৎস ঃ- প্রথমআলো ডিজিটাল

আরো পড়ুন ঃ-

সাফল্যের সাথে ইন্টার্নশীপ সম্পন্ন করার কৌশল ;

Leave A Comment