Study LightsStudy Lights

Blog Details

  • Home
  • Blog
  • Blog
  • ISO file কী? কেন? কিভাবে? কী জন্য ব্যবহার করতে হয় ?

ISO file কী? কেন? কিভাবে? কী জন্য ব্যবহার করতে হয় ?

ISO ফাইল কি?:

image source: Google

নতুন PC User অনেকেই জানেন না ISO ফাইল কি বা কিভাবে এটি ব্যাবহার করতে হয়। আপনারা অবশ্যই ZIP বা RAR ফাইল এর নাম শুনেছেন। এগুলোতে অনেক গুলো ফাইল এবং ফোল্ডার একত্র করে একটি ফাইল করা হয়, এবং প্রয়োজনে আবার সেগুলোকে ব্যাবহার করা হয়। ISO ফাইলেও একই কাজ করা হয়। এখানেও অনেক গুলো ফাইল এবং ফোল্ডার একত্র করে একটি ফাইল করা হয়। কিন্তু এটি সাধারনত একটি Disk এর Image তৈরিতে ব্যাবহার করা হয়। মানে, Disk এর একটা প্রতিচ্ছবি তৈরি করে আপনার পিসির হার্ডডিস্কে রাখার জন্য এবং প্রয়োজনে তা আবার ফাকা একটা ডিস্কে Burn করে একি রকম ডিস্ক তৈরি করতে ব্যাবহার করা হয়।

কিভাবে ডিস্ক থেকে ISO ফাইল তৈরি করবেন?

image source: Google

একটি ডিস্ক থেকে কিভাবে ISO ফাইল তৈরি করবেন?
Disk থেকে ISO ফাইল তৈরি করার আমার মতে সবচাইতে ভাল সফটওয়্যার হল UltraISO. এবার দেখাব কিভাবে আপনি আই সফটওয়্যার ব্যাবহার করে একটি Disk Image তৈরি করবেন।
প্রথমে নিচের Download Link থেকে সফটওয়্যার টি ডাউনলোড করে নিন। এরপর একটি ফোল্ডারে Extract করুন।

Download Softwer:

Screenshot

Install করুন। Serial Number যেটা দেয়া আছে সেটা ব্যাবহার করুন।
যে ডিস্ক এর Image বা ISO ফাইল তৈরি করবেন তা Disk Drive এ প্রবেশ করান। এবার UltraISO সফটওয়্যারটা ওপেন করুন।

আপনি চাইলে Output File Name এবং ফাইলটি কোথায় সেভ করবেন অর্থাৎ Destination পরিবর্তন করতে পারেন। বাকি সব কিছু অপরিবর্তিত থাকবে। এরপর Make এ ক্লিক করুন।

No তে ক্লিক করুন। Open এ ক্লিক করলে আপনি ISO ফাইলটি UltraISO ফাইল দিয়েই ওপেন হবে এবং আপনি ভেতরের ফাইল গুলো দেখতে পাবেন। দরকার নেই। এবার সব উইন্ডো ক্লোজ করে দিন এবং আপনি Output File এর Destination যেখানে দিয়েছেন সেখানে গিয়ে দেখুন আপনার দেয়া নাম অনুযায়ী একটি ISO ফাইল তৈরি হয়েছে। ডিফল্ট ভাবে My Documents এর My ISO Files ফোল্ডারে এটি সেভ হয়।
এই ছিল আজকের মত।

Read More: বিশ্বের শীর্ষ ধনী এখন এলন মাস্ক ; পিছনে জেফ বেজোস

 

 

Leave A Comment