Study LightsStudy Lights

Blog Details

  • Home
  • Blog
  • Blog
  • Industrial Training : ৮ম পর্বের ইন্ডাষ্ট্রিয়াল এটাচমেন্ট -কি করব?

Industrial Training : ৮ম পর্বের ইন্ডাষ্ট্রিয়াল এটাচমেন্ট -কি করব?

 এক সময় মনে কত প্রশ্নই না জাগতো যে,মাত্র ১ম সেমিস্টার কবে শেষ হবে ৮ম পর্ব।ক্ষনে ক্ষনে সেই সময়টা এখন আপনার সামনে ।হ্যা, ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ভাই বোনেরা,৮ম পর্বে প্রত্যেক শিক্ষার্থীকেই ইন্ডাষ্ট্রিয়াল এটাচমেন্ট করতে হয় আর Industrial এটাচমেন্ট প্রত্যেক শিক্ষার্থীর জন্য শিক্ষার অন্য একটি অধ্যায়।

পলিটেকনিকে পড়তে আসা অধিকাংশ স্টুডেন্ট মধ্যবিত্ত বা নিম্নবিত্ত পরিবারের সন্তান। যার কারণে পলিটেকনিক শেষ হতেই চাকরিতে ঢুকতে বাধ্য হয়। কোন স্টুডেন্ট যদি ট্রেনিং এর ৩ মাস সময় জব প্রস্তুতির জন্য সময়কে সঠিকভাবে কাজে লাগিয়ে নিজের কাজের দক্ষতা     ফুটিয়ে তুলতে   পারে তাহলে ডিপ্লোমা শেষে কোন বেসরকারি জবে ঢুকেও সরকারি জবের পরীক্ষায় অংশগ্রহণ করে ভালো ফল পেতে পারে।

১ম থেকে ৭ম পর্ব আপনার টেকনোলজীনুযায়ী আপনি কতটুক স্কিল অর্জন করেছেন ভাবুনতো?? কিন্তু আপনার স্কিলকে ডেভেলপ করার জন্য দারুন এটা দারুন সুযোগ। আমরা নিজেরাই জীবনটাকে অনেক কঠিন করে তুলি। কোনো কিছু পাওয়া, কোনো কিছু করা অথবা হতে পারে সুন্দর লক্ষ্যে পৌছানোর জন্য অবিরাম চেষ্টা। অনেকেই ব্যার্থ আবার অনেকেই সফল। ব্যার্থতার পিছনে একটা সমস্যা হলো আমরা ভিতর থেকে চাই না, ইচ্ছা শক্তি কে নিজের ভিতর আড়াল করে রাখি। যারাই সফল হয়েছেন বা প্রিয় কিছু চেয়েছেন তাদের সাথে ছিল অনেক ইচ্ছা শক্তি, যেটা একজন অক্ষম মানুষকেও জাগিয়ে তোলে। তাই বলা যেতে পারে

“” একটি ইচ্ছুক মন আপনার কঠিনতর যাত্রাকে অনেক বেশি সহজ করে দেয়””

 

  • যেখানে Industrial এটাচমেন্ট এ যাচ্ছেন……।
    ক্লাস শিডিউল অনুযায়ী নিয়মিত ক্লাস করুন।
    ক্লাসে মনোযোগ দিন
    স্যারকে প্রশ্ন করা শিখুন।
    অবশ্যই প্রতিদিন সময় ঠিক করুন যে সময় আপনি প্রাক্টিস করবেন।
    গ্রুপ নিয়ে কাজ করার অভ্যাস করুণ।
    নিজের মত করে আপনার রুটিন তেরি করুণ।

গুগল সম্পর্কে অভূতপূর্ব মজার তথ্য যা আপনার অজানা ! পর্ব-১

গুগল সম্পর্কে অভূতপূর্ব ২১ মজার তথ্য যা আপনার অজানা ! পর্ব-২

সবশেষে এইটুকু বলতে চাই এখনকার এই অধিক পরিশ্রমই ভবিষতে আপনাকে সুখী করবে ……..

Industrial

Training – industrial Training

ইন্ডাস্ট্রিয়াল অ্যাটাচমেন্ট , ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং কি ? কেনো ? পর্ব-১

Leave A Comment