Study LightsStudy Lights

Blog Details

  • Home
  • Blog
  • Blog
  • আর্জেন্টিনা জাতীয় ফুটবল দল ! Football history of the world famous Argentina team

আর্জেন্টিনা জাতীয় ফুটবল দল ! Football history of the world famous Argentina team

আর্জেন্টিনা জাতীয় ফুটবল দল




আর্জেন্টিনা জাতীয় ফুটবল দল (Argentina national football team) হচ্ছে আন্তর্জাতিক ফুটবলে আর্জেন্টিনার প্রতিনিধিত্বকারী পুরুষদের জাতীয় দল;  এই দলটি ১৯১২ সাল হতে ফুটবলের সর্বোচ্চ সংস্থা ফিফার এবং ১৯১৬ সাল হতে তাদের আঞ্চলিক সংস্থা কনমেবলের সদস্য হিসেবে রয়েছে; ১৯০২ সালের ২০শে জুলাই তারিখে  আর্জেন্টিনা প্রথমবারের মতো আন্তর্জাতিক খেলায় অংশগ্রহণ করেছে; উরুগুয়ের মোন্তেবিদেও-এ অনুষ্ঠিত উক্ত ম্যাচে আর্জেন্টিনা উরুগুয়েকে ৬–০ গোলে পরাজিত করে ; লা আলবিসেলেস্তে নামে পরিচিত এই দলটি বেশ কয়েকটি স্টেডিয়ামে তাদের হোম ম্যাচগুলো আয়োজন করে থাকে ; এই দলের প্রধান কার্যালয় আর্জেন্টিনার রাজধানী বুয়েনোস আইরেসে অবস্থিত ; বর্তমানে এই দলের ম্যানেজারের দায়িত্ব পালন করছেন লিওনেল এস্কালোনি এবং অধিনায়কের দায়িত্ব পালন করছেন পিএসজি আক্রমণভাগের খেলোয়াড় লিওনেল মেসি ;

 

আর্জেন্টিনা ফিফা বিশ্বকাপের ইতিহাসের অন্যতম সফল দল, যারা এ পর্যন্ত ৩  বার (১৯৭৮ ,১৯৮৬ এবং ২০২২) বিশ্বকাপ জয়লাভ করেছে ; এছাড়া কোপা আমেরিকোও আর্জেন্টিনা অন্যতম সফল দল, যেখানে তারা ১৫টি (১৯২১, ১৯২৫, ১৯২৭, ১৯২৯, ১৯৩৭, ১৯৪১, ১৯৪৫, ১৯৪৬, ১৯৪৭, ১৯৫৫, ১৯৫৭, ১৯৫৯, ১৯৯১, ১৯৯৩, ২০২১) শিরোপা জয়লাভ করেছে ;  এছাড়াও, আর্জেন্টিনা ১৯৯২ কিং ফাহাদ কাপ জয়লাভ করেছে। দিয়েগো মারাদোনা, হাভিয়ের জানেত্তি, হাভিয়ের মাশ্চেরানো, গাব্রিয়েল বাতিস্তুতা এবং লিওনেল মেসির মতো খেলোয়াড়গণ আর্জেন্টিনার জার্সি গায়ে মাঠ কাঁপিয়েছেন ;  প্রাথমিক ইতিহাস যদিও আর্জেন্টিনাতে ফুটবল খেলা শুরু হয় ১৮৬৭ সালে, তবে ১৯০১ সালে আর্জেন্টিনার প্রথম জাতীয় ফুটবল দল গঠিত হয় ;

 

তারা উরুগুয়ের বিপক্ষে একটি প্রীতি খেলায় প্রথম মুখোমুখি হয় ; খেলাটি অনুষ্ঠিত হয় ১৯০১ সালের ১৬ মে, যেখানে আর্জেন্টিনা ৩–২ ব্যবধানে জয় লাভ করে। আর্জেন্টিনার প্রথম আনুষ্ঠানিক শিরোপা ছিল কোপা লিপতন ; ১৯০৬ সালে, তারা উরুগুয়েকে ২–০ ব্যবধানে হারিয়ে এই শিরোপা জয়লাভ করে ; ঐ বছর আর্জেন্টিনা নিউটন কাপেও অংশগ্রহণ করে এবং উরুগুয়েকে ২–১ ব্যবধানে হারিয়ে শিরোপা জয়লাভ করে ;  ১৯০৭ থেকে ১৯১১ সাল পর্যন্ত টানা আরো চারবার এই শিরোপা জেতে তারা ; এছাড়া তারা ১৯০৬ থেকে ১৯০৯ সাল পর্যন্ত চারবার লিপতন কাপও জয়লাভ করে ;  ১৯১৬ সালে, কনমেবল পরিচালিত দক্ষিণ আমেরিকান চ্যাম্পিয়নশিপে (বর্তমানে কোপা আমেরিকা) অংশগ্রহণ করে আর্জেন্টিনা ; এই প্রতিযোগিতায় শিরোপা জেতে উরুগুয়ে ; আর্জেন্টিনা তাদের প্রথম দক্ষিণ আমেরিকান চ্যাম্পিয়নশিপ জেতে ১৯২১ সালে ;  প্রতিযোগিতায় তারা উরুগুয়ে, প্যারাগুয়ে এবং ব্রাজিলের বিপক্ষে সবকয়টি খেলায় জয় লাভ করে;

 

 

১৯২৪ সালের ২রা অক্টোবর তারিখে উরুগুয়ের বিপক্ষে একটি প্রীতি খেলায় অংশগ্রহণ করে আর্জেন্টিনা। খেলার ১৬তম মিনিটে আর্জেন্টাইন উইঙ্গার সিজারিও ওঞ্জারি কর্ণার কিক থেকে একটি গোল করেন ;  তিনি কর্ণার কিক নেন এবং কোন খেলোয়াড় বল স্পর্শ না করলেও তা উরুগুয়ের গোলপোস্টের ভেতরে ঢুকে যায় ;  এই গোলটির নাম দেওয়া হয় “গোল অলিম্পিকো” বা “অলিম্পিক গোল  ১৯২৭ সালে আর্জেন্টিনা তাদের তৃতীয় দক্ষিণ আমেরিকান চ্যাম্পিয়নশিপ শিরোপা জিতে ; এই প্রতিযোগিতার তিন খেলার সবকয়টিতেই জয় লাভ করে তারা ; আর্জেন্টিনা ১৯২৮ আমস্টারডাম অলিম্পিকে অংশগ্রহন করে ; উরুগুয়ের বিপক্ষে ফাইনালে ২–১ ব্যবধানে হেরে রৌপ্যপদক জেতে তারা ; ১৯২৯ সালে টানা দ্বিতীয়বারের মত দক্ষিণ আমেরিকান চ্যাম্পিয়নশিপ জেতে আর্জেন্টিনা ;  এই প্রতিযোগিতায়ও আর্জেন্টিনা সবকয়টি খেলায় জয় লাভ করে ;  ১৯৩০ সালে ফিফা প্রথম বিশ্বকাপ আয়োজন করে ;  প্রতিযোগিতায় আজেন্টিনাসহ মোট ১৩টি দেশ অংশগ্রহন করে ; সবকয়টি খেলায় জয় লাভ করে ফাইনালে পৌছালেও, উরুগুয়ের বিপক্ষে ৪–২ ব্যবধানে হেরে শিরোপা হাতছাড়া হয় তাদের ;  প্রতিযোগিতায় আট গোল নিয়ে সর্বোচ্চ গোলদাতা হন আর্জেন্টিনার গুইলেরমো স্তাবিল ;

 

১৯৩৪ ইতালি বিশ্বকাপে অংশগ্রহন করলেও, প্রথম পর্বে সুইডেনের বিপক্ষে ৩–২ ব্যবধানে পরাজিত হয়ে প্রতিযোগিতা থেকে বিদায় নেয় আর্জেন্টিনা। র‍্যাঙ্কিং ফিফা বিশ্ব র‍্যাঙ্কিংয়ে, ২০০৭ সালের মার্চ মাসে প্রকাশিত র‍্যাঙ্কিংয়ে আর্জেন্টিনা তাদের ইতিহাসে সর্বপ্রথম সর্বোচ্চ অবস্থান (১ম) অর্জন করে এবং ১৯৯৬ সালের আগস্ট মাসে প্রকাশিত র‍্যাঙ্কিংয়ে তারা ২৪তম স্থান অধিকার করে, যা তাদের ইতিহাসে সর্বনিম্ন ; অন্যদিকে, বিশ্ব ফুটবল এলো রেটিংয়ে আর্জেন্টিনার সর্বোচ্চ অবস্থান হচ্ছে ১ম (যা তারা সর্বপ্রথম ১৯০২ সালে অর্জন করেছিল) এবং সর্বনিম্ন অবস্থান হচ্ছে ২৬ ; নিম্নে বর্তমানে ফিফা বিশ্ব র‍্যাঙ্কিং এবং বিশ্ব ফুটবল এলো রেটিংয়ে অবস্থান উল্লেখ করা হলো: ** সোনালি পটভূমি নির্দেশ করে, সে বছর প্রতিযোগিতায় আর্জেন্টিনা বিজয়ী হয় এবং লাল রঙের সীমানা নির্দেশ করে, সে বছর বিশ্বকাপ আর্জেন্টিনায় আয়োজিত হয়েছিল।

একটাই অপূর্ণতা ছিল তার দীর্ঘ গৌরবময় ক্যারিয়ারে। সম্ভাব্য সব জিতলেও বিশ্বকাপ ট্রফিটা কিছুতেই ছোঁয়া হচ্ছিল না তর্কসাপেক্ষে সর্বকালের সেরা এই ফুটবলারের। অবশেষে কাতারে ঘটল তার দীর্ঘ অপেক্ষার অবসান। পরম আরাধ্য সোনালী ট্রফিতে চুমু খেলেন আর্জেন্টিনা অধিনায়ক লিওনেল মেসি। বিশ্বকাপের সঙ্গে আসরের সেরা খেলোয়াড়ের পুরস্কার ‘গোল্ডেন বল’ও জিতে নিলেন লা পুল্গা।

অবশেষে কাতার ফুটবল বিশ্বকাপ-২০২২  চ্যাম্পিয়ন হলো লিওনেল মেসির টিম আর্জেন্টিনা । 

 

 

উল্লেখযোগ্য খেলোয়াড় আর্জেন্টিনার হয়ে যারা কমপক্ষে ৫০টি খেলায় অংশগ্রহণ করেছেন বা কমপক্ষে ১০টি গোল করেছেন তাদেরকে এই তালিকায় রাখা হয়েছে।




 

  •  অসভালদো আর্দিলেস (১৯৭৪–১৯৮২)
  •  অস্কার মাস (১৯৬৫- ১৯৭২)
  •  অস্কার রুগেরি (১৯৮২- ১৯৯৪)
  •  অ্যাঞ্জেল লাব্রুনা (১৯৪২– ১৯৫৮)
  •  অ্যান্তোনিও অ্যাঞ্জেলিলো (১৯৫৭)
  •  অ্যালবার্তো তারান্তিনি (১৯৭৪–১৯৮২)
  • আবেল বাল্বো (১৯৮৮– ১৯৯৮)
  •  আমেরিকো গ্যালিগো (১৯৭৫–১৯৮২)
  • উবাদো ফিল্লোল (১৯৭২–১৯৮৫)
  •  এরমিন্দো অনেগা (১৯৬০–১৯৬৭)
  • এরিয়েল অর্তেগা (১৯৯৩– ২০১০)
  •  এর্নান ক্রেসপো (১৯৯৫- ২০০৭)
  •  এস্তেবান কাম্বিয়াসো  (২০০০)
  • ওমার অরেস্তে কর্বাতা (১৯৫৬–১৯৬২)
  • ওয়াল্ডার স্যামুয়েল (১৯৯৯)
  •  কার্লোস তেবেস (২০০৪ – )
  •  কার্লোস পিউচিল্লি (১৯২৮–১৯৪০)
  • কিলি গঞ্জালেজ (১৯৯৫-
  • জর্জ অলগুইন (১৯৭৬ ১৯৮২)
  •  জর্জ বুরুচাগা (১৯৮৩- ১৯৯০)
  •  দমিনগো তারাস্কোনি (১৯২২–১৯২৯)
  •  দিয়েগো মারাদোনা (১৯৭৭– ১৯৯৪)
  •  দিয়েগো সাইমন (১৯৯১– ২০০৩)
  •  দেনিয়েল প্যাসারেলা (১৯৭৪–১৯৮৬)
  •  দেনিয়েল বার্তোনি (১৯৭৪– ১৯৮২)
  •  নরবার্তো মেন্দেজ (১৯৪৫- ১৯৫৬)
  • নিকোলাস বুর্দিসো (২০০৩–)
  • পাবলো আইমার (১৯৯৯– ২০০৯)
  •  ফেরন্যান্দো রেদোন্দো (১৯৯২–১৯৯৯)
  •  ফেলিক্স লউস্তাউ (১৯৪৫- ১৯৫২)
  • মারিও কেম্পেস (১৯৭৪– ১৯৮২)
  • মার্সেলো গ্যালার্দো (১৯৯৫- ২০০২)
  •  মিগুয়েল অ্যাঞ্জেল ব্ৰিন্দিসি (১৯৬৯–১৯৭৪)
  •  মাক্সি রোদ্রিগেস (২০০৩–)
  •  ম্যানুয়েল ফেরিরা (১৯২৭– ১৯৩০)
  • ম্যানুয়েল সিওন (১৯২৪ – ১৯২৯)
  •  রুবেন আয়ালা (১৯৬৯ ১৯৭৪)
  •  রেনে পন্তোনি (১৯৪২- ·
  • রেনে হাউসম্যান (১৯৭৩-  ১৯৭৯)
  • রোগেলিও দমিনগুয়েজ (১৯৫১–১৯৬৩)
  •  রোদোল্কো ফিশার (১৯৬৭– ১৯৭২)
  •  রোদোল্কো মিশেলি (১৯৫৩– ১৯৫৬)
  •  র‍্যামন দিয়াজ (১৯৭৯ –  ১৯৮২)
  •  লিওনেল মেসি (২০০৫-)
  •  লিওপলদো লুকে (১৯৭৫- ১৯৮১)
  • লুইস আর্তাইম (১৯৬১ ১৯৬৭)
  •  সার্জিও অ্যাগুয়েরো (২০০৬–২০২১ )
  •  হাভিয়ের জানেত্তি • (১৯৯৪ – )
  • হাভিয়ের সাভিয়োলা · (২০০১–২০০৯)
  •  হামবার্তো ম্যাশিও (১৯৫৬– ১৯৫৭)
  •  হারমিনিও মাসান্তোনিও (১৯৩৫–১৯৪২)
  •  হুয়ান রোমান রিকেলমে (১৯৯৭–২০০৮)
  • হুয়ান পাবলো সোরিন (১৯৯৫–২০০৬)২০০৫)
  •  ক্লাউদিও ক্যানিগিয়া (১৯৮৮–২০০২)
  • ক্লাউদিও লোপেজ (১৯৯৫–২০০৪)
  • গঞ্জালো হিগুয়েইন (২০০৯ )
  • গ্যাব্রিয়েল বাতিস্তুতা (১৯৯১–২০০৩)
  •  গ্যাব্রিয়েল হেইনস্ (২০০৩–)
  • হুয়ান সেবাস্তিয়ান ভেরন (১৯৯৫–২০১০)
  •  রবার্তো আয়ালা (১৯৯৫- ২০০৭)
  • রবার্তো চেরো (১৯২৬- ১৯৩৭)
  • রবার্তো সেনসিনি (১৯৮৭- · ২০০৩)
  • রিকার্দো গিউস্তি (১৯৮৩– • ১৯৯০)
  •  রিনালদো মার্তিনো (১৯৪২– • ১৯৪৮)
  • হেক্তর রুবেন সোসা (১৯৫৯–১৯৬২)
  • হোসে ম্যানুয়েল মরিনো  (১৯৪০–১৯৪৭)
  •  হোসে লুইস ব্রাউন (১৯৮৩– ১৯৯০)
  • হোসে স্যানফিলিপো (১৯৫৭–১৯৬২)
  •  হ্যাভিয়ের মাশ্চেরানো (২০০৩–২০১৮ )

 

 

 

 

প্রতিযোগিতামূলক অর্জন:

ফিফা বিশ্বকাপ  চ্যাম্পিয়ন (৩): ১৯৭৮, ১৯৮৬ এবং  ২০২২

রানার-আপ (৩): ১৯৩০, ১৯৯০, ২০১৪

fifa worldcup-2022- study lights -argentina

 দক্ষিণ আমেরিকান চ্যাম্পিয়নশিপ / কোপা আমেরিকা  চ্যাম্পিয়ন (১৫): ১৯২১, ১৯২৫, ১৯২৭, ১৯২৯, ১৯৩৭, ১৯৪১, ১৯৪৫, ১৯৪৬, ১৯৪৭, ১৯৫৫, ১৯৫৭, ১৯৫৯ (Argentina), ১৯৯১, ১৯৯৩, ২০২১ ০ রানার-আপ (১৪): ১৯১৬, ১৯১৭,  ১৯২০, ১৯২৩, ১৯২৪, ১৯২৬, ১৯৩৫, ১৯৪২, ১৯৫৯ (ইকুয়েডর), ১৯৬৭, ২০০৪, ২০০৭, ২০১৫, ২০১৬ তৃতীয় স্থান (৫): ১৯১৯, ১৯৫৬, ১৯৬৩, ১৯৮৯, ২০১৯ চতুর্থ স্থান (২): ১৯২২, ১৯৮৭

 

 ফিফা কনফেডারেশন্স কাপ:

চ্যাম্পিয়ন (১): ১৯৯২

রানার-আপ (২): ১৯৯৫, ২০০৫

 

ইন্টারকন্টিনেন্টাল কাপ অফ নেশন্স চ্যাম্পিয়ন (১): ১৯৯৩

প্যান আমেরিকান চ্যাম্পিয়নশিপ

চ্যাম্পিয়ন (১): ১৯৬০

রানার-আপ (১): ১৯৫৬

গ্রীষ্মকালীন অলিম্পিক  স্বর্ণ পদক (২): ২০০৪,২০০৮

রৌপ্য পদক (২): ১৯২৮, ১৯৯৬

 

 

প্যান আমেরিকান গেমস

স্বর্ণ পদক (৫): ১৯৫১, ১৯৫৫, ১৯৫৯, ১৯৭১, ১৯৯৫

রৌপ্য পদক (১): ১৯৬৩

তাম্র পদক (৩): ১৯৭৫, ১৯৭৯, ১৯৮৭

প্রীতি প্রতিযোগিতা

 নিউটন কাপ (১৭): ১৯০৬, ১৯০৭, ১৯০৮, ১৯০৯, ১৯১১, ১৯১৬, ১৯১৮, ১৯২৪, ১৯২৭, ১৯২৮, ১৯৩৭, ১৯৪২, ১৯৪৫, ১৯৫৭, ১৯৭৩, ১৯৭৫, ১৯৭৬

লিপতন কাপ(১৮): ১৯০৬, ১৯০৭, ১৯০৮, ১৯০৯, ১৯১৩, ১৯১৫, ১৯১৬, ১৯১৭, ১৯১৮, ১৯২৮, ১৯৩৭, ১৯৪২, ১৯৪৫, ১৯৫৭, ১৯৬২, ১৯৬৮, ১৯৭৬, ১৯৯২

 রোকা কাপ (৪): ১৯২৩, ১৯৩৯–৪০, ১৯৪০, ১৯৭১

 সুপারক্লাসিকো দে লাস আমেরিকা (২): ২০১৭, ২০১৯

 নেশন্স কাপ (১): ১৯৬৪

কিরিন কাপ (২): ১৯৯২, ২০০৩

 

কোচ এর তালিকাঃ




argentina coch list -studylights.com

 

Source : উইকিপিডিয়া

Leave A Comment