Study LightsStudy Lights

Blog Details

“বিদ্রোহী নজরুল”

“বিদ্রোহী নজরুল”

মোঃজোবায়ের হোসেন

চুরুলিয়ার আগুন পাখি

কন্ঠে আগুন সুর ।

বৈষম্যর বিরুদ্ধে রুখে-

নাম হলো বিদ্রোহী নজরুল ।।

গাহিয়াছো সাম্যের গান-

বলিয়াছো মানুষের চেয়ে বড় কিছু নাই

বন্দনার বদলে সহিয়াছে তাই হাজারো অপমান।।

হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান তব ভাই ভাই

মসজিদ মন্দির গীর্জা প্যাগোডা নাইতো কোন ব্যবধান।।

নারীকে দিয়েছো তুমি পুরুষের সমান সম্মান,

সাহেব কুলি মজুর যেন এক পাত্রে করে পান।।

তুমি বিদ্রোহী রনক্লান্ত

অত্যাচারীর উৎপীড়ন ভেঙ্গে

সেই দিন হয়েছো শান্ত ।।

তোমার কন্ঠের হামদ নাতে করেছো উন্মাদ

তাই তোমায় ভালোবাসে ভেদাভেদ ভূলে মৌলবাদ।।

খুজিছ তুমি ঈশ্বর বলেছ এক আল্লাহ জিন্দাবাদ

কারাগারের অন্ধকারে তাই সহিয়াছো অপমান ।।

তোমার শত লেখনীতে করেছো আমাদের মন জয়

নেই সাধ্য আমার তোমাকে করার গুনগান।

তোমাকে বুকে ধরে লিখে চলেছি কত শত কবিতা গান।।

খোদার দরবারে শুধু জানায় ফরিয়াদ

মসজিদের পাশের কবর যেন তোমার হয় জান্নাত।।।

Leave A Comment