Study LightsStudy Lights

Blog Details

  • Home
  • Blog
  • Blog
  • বাংলায় কি কোন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ রয়েছে?

বাংলায় কি কোন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ রয়েছে?

বাংলায় কি কোন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ রয়েছে?

পৃথিবী জুড়ে কত প্রোগামিং ভাষা রয়েছে তা আমাদের কারো কাছে অজানা যেমন #সি,#সি++,#জাভা,#পাইথন ইত্যাদি খুব চেনে জানা কিন্তু জানেন কি আমাদের বাংলা ভাষাতেও রয়েছে ২টি প্রোগ্রামিং ভাষা যার প্রথমটির নাম চা স্ক্রিপ্ট এই ভাষা টি ২০১৪ সালের মাঝামাঝিতে নর্থ সাউথ ইউনিভার্সিটির কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের কয়েকজন শিক্ষার্থী মিলে ডেভ্লপ করেন ,মূলত এই ভাষাটি জাভাস্ক্রিপ্ট ভাষার বাংলা সংস্করন।

দ্বিতীয়টি হলো পতাকা প্রোগামিং ল্যাংগুয়েজ । সফটওয়্যার প্রকৌশলী ইকরাম হোসাইন ২০১৭ সালের দিকে এই ভাষাটি তৈরি করেন। পতাকা ল্যাংগুয়েজ টি অনেকটা সি ল্যাংগুয়েজের সিনট্যাক্সের মত। পতাকা ভাষার কোডিং করার জন্য অনলাইনে এডিটর ও রয়েছে। এখানে ঢুকুন Potaka Online

 

আরও পড়ুনঃ গুগল সম্পর্কে অভূতপূর্ব ২১ মজার তথ্য যা আপনার অজানা ! পর্ব-২

Leave A Comment